কে বাঁচায় কে বাঁচে’ গল্প অবলম্বনে মৃত্যুঞ্জয় ও নিখিল চরিত্রের পার্থক্য বুঝিয়ে দাও।

কে বাঁচায় কে বাঁচে বড় প্রশ্ন উত্তর

কে বাঁচায় কে বাঁচে (MCQ)
কে বাঁচায় কে বাঁচে (SAQ)
কে বাঁচায় কে বাঁচে Descriptive Question and Answer
Higher Secondary Bengali Exam Preparation

প্রশ্ন ৮। মানিক বন্দ্যোপাধ্যায়ের কে বাঁচায়, কে বাঁচে!’ গল্প অবলম্বনে মৃত্যুঞ্জয় ও নিখিল চরিত্রের পার্থক্য বুঝিয়ে দাও। [5]

উ: সমপদস্থ সহকর্মী হয়েও একে অপরের বিপরীত কোটির মানুষ: মৃত্যুঞ্জয় ও নিখিল এক অফিসে একই পদস্থ সহকর্মী। মৃত্যুঞ্জয় একটি বিশেষ দায়িত্ব পালন করে বলে সে পঞ্চাশ টাকা মাইনে বেশি পায়। উভয়েই উচ্চবিত্ত শ্রেণির চাকুরে মানুষ। কিন্তু স্বভাব, চরিত্র ও মনের দিক থেকে একে অপরের বিপরীত কোটির মানুষ।

মৃত্যুঞ্জয় চরিত্র ও নিখিল চরিত্র: মৃত্যুঞ্জয়ের চেহারা ও শরীরের গঠনের কথা বলা নেই। নিখিল কিন্তু শারীরিক গঠনের দিক থেকে রােগাটে। তবে তীক্ষ্ণবুদ্ধি ও আলসে প্রকৃতির মানুষ। বিবাহিত জীবনে সংসারটি ছােটো রাখার দিকে হিসেবি। কিন্তু সংসার- অন্ত প্রাণ নয়। অধীত বিদ্যার চিন্তাজগৎ গড়ে সেই ভাবলােকে অবসর জীবন কাটানাের বিলাসিতার পক্ষপাতী। অপরপক্ষে মৃত্যুঞ্জয় উচ্চবিত্ত সমাজের হয়েও স্বভাব-চরিত্রের গঠনের দিক থেকে স্বতন্ত্র। সে শান্ত, নিরীহ, দরদি ও ভালাে মানুষ। সৎ ও সরল। দুর্বলচিত্ত, ভাবপ্রবণ ও আদর্শবাদী নয়, মানসিক দিক থেকে শ্লথ ও নিস্তেজও নয়, তার মধ্যে শক্তির উৎস আছে। তার যুক্তি ও বক্তব্যের কাছে নিখিল হার মানে। মৃদু ঈর্ষান্বিত হয়ে ভাবে, সে নিখিল না হয়ে মৃত্যুঞ্জয় হলে মন্দ হত না।

অনাহাৱে মৃত্যুর প্রতিক্রিয়ার তারতম্য: ফুটপাথে অনাহারে মৃত্যু নিখিলের কাছে সাধারণ ও স্বাভাবিক ঘটনা। ফলে এই ঘটনা তাকে নাড়া দেয় না। কিন্তু এই ঘটনার প্রত্যক্ষ দর্শন মৃত্যুঞ্জয়ের মধ্যে প্রচণ্ড প্রতিক্রিয়া সৃষ্টি করে তার মধ্যে মহত্তম মানবতাবােধকে জাগিয়ে তােলে। তার মধ্যবিত্ত আত্মসুখী স্বার্থসর্বস্ব মনােভাবের সঙ্গে প্রচণ্ড সংঘাত বেঁধে যায়। নিখিল তা প্রত্যক্ষ করে, কিন্তু তা তার ভাবনাচিন্তার স্তরেই থেকে যায়। কিন্তু মৃত্যুঞ্জয় অকপটে স্বীকার করে, ভাবছি, আমি বেঁচে থাকতে যে লােকটা না খেয়ে মরে গেল, এ অপরাধের প্রায়শ্চিত্ত কি? তা ছাড়া মানুষ যখন খেয়ে মরছে, তখন বিত্তশালীর চারবেলা পেট ভরে খাওয়া, তার মতে ধিক্কারজনক কাজ। মৃত্যুঞ্জয় নিজেকে শত ধিক্কার দেয়।

স্বার্থপৱতার পাশাপাশি স্বার্থত্যাগের আদর্শ ও মানসিকতা: মৃত্যুঞ্জয় মাইনের সব টাকা রিলিফ ফান্ডে দান করে। অনুতপ্ত, আত্মপীড়িত, অনুশােচনায় অন্তর্দন্ধ মৃত্যুঞ্জয় সস্ত্রীক অর্ধাহারে থেকে বাকি খাবার ক্ষুধার্তদের বিলিয়ে দেয়। নিখিল কিন্তু এই আদর্শ ও মনােভাবে বিশ্বাসী নয়। সে ভাবে মৃত্যুঞ্জয়কে বুঝিয়ে বলবে যে, এভাবে দেশের ক্ষুধার্ত মানুষদের বাঁচানাে যায় না। দেশের এই পরিস্থিতিতে ভূরিভােজনটা অন্যায়, কিন্তু তাই বলে না খেয়ে নিজে মরাটা ঠিক নয়। নীতিধর্মের কথা সে ধরছে না। সমাজধর্মের দিক থেকে বিচার করলে দশজনকে খুন করার চেয়ে নিজেকে না খাইয়ে মারা বড়াে পাপ । মৃত্যুঞ্জয় নিখিলের এই স্বার্থপরতায় বিশ্বাসী নয়, বরং একে মনে করে সে ‘পাশবিক স্বার্থপরতা।

একজন মধ্যবিত্ত মনােভর ও বিশ্বাসের ঘেরাটোপে বন্দি, অপরজন ব্যক্তি থেকে সমষ্টির মধ্যে একাত্ম: নিখিল তার মধ্যবিত্ত মনােভাব ও বিশ্বাস নিয়ে নিজের জায়গায় থেকে যায়। মৃত্যুঞ্জয় কিন্তু অফিস ও নিজের সংসার থেকে মুক্ত হয়ে সবকিছু ত্যাগ করে মিশে যায় নিরন্ন সর্বহারাদের মাঝে। ব্যক্তি নয়, সমষ্টিই তার কাছে এখন বড়াে। মৃত্যুঞ্জয় চরিত্রের এই হল ক্রমপরিণতি। এখন তার বাস্তব অভিজ্ঞতার কাছে নিখিলের মধ্যবিত্তসুলভ থিয়ােরিসর্বস্ব যুক্তি নিরর্থক ও নিষ্ফল। মােদ্দা কথা, ঘটনা ও কাহিনির প্রয়ােজনে  নিখিল চরিত্রের উপস্থিতি নয়, চরিত্রনির্ভর কাহিনিতে মৃত্যুঞ্জয় চরিত্রকে উজ্জ্বলতর করার প্রয়ােজনে নিখিল চরিত্রের উপস্থাপনা।


 ১। ‘কে বাঁচায়, কে বাঁচে!’ গল্পের উৎস নির্ণয় করো এবং গল্পটির সারাংশ লেখো। [1+4]  ‘Ans./উত্তর click here 

২। গল্পকার মানিক বন্দ্যেপাধ্যায়ের লেখা ‘কে বাঁচায়, কে বাঁচে!’ গল্প আলোচনা প্রসঙ্গে নামকরণ কতখানি যথাযথ ও সার্থক হয়েছে আলোচনা করো।  ‘Ans./উত্তর click here 

৩। ‘নইলে দর্শনের অনেক আগেই ঘটে যেত সন্দেহ নেই।’ –কার, কী দর্শনের কথা বলা হয়েছে? অনেক আগেই দর্শন ঘটে যাওয়া সম্ভব হয়নি কেন?  ‘Ans./উত্তর click here 

৪। তখন সে রীতিমতাে কাবু হয়ে পড়েছে।—“তখন’ বলতে কখন? রীতিমতাে কাবু হয়ে পড়ার কারণ কী? সে যে রীতিমতাে কাবু হয়েছে তার কী লক্ষণ দেখা গেল? [১+২+২]  Ans./উত্তর click here 

৫। কী ঘটনার ফলে মৃত্যুঞ্জয় শুন্যদৃষ্টিতে দেয়ালের দিকে তাকিয়ে রইল-আলােচনা করাে। ওই প্রসঙ্গে ‘শূন্যদৃষ্টিতে দেয়ালের দিকে তাকিয়ে থাকার তাৎপর্য বুঝিয়ে দাও। [৩+২]  ‘Ans./উত্তর click here 

৬। মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা কে বাঁচায়, কে বাঁচে!’ গল্পেৱ নিখিল চরিত্রটি আলােচনা করাে। [৫] ‘Ans./উত্তর click here

৭। মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা কে বাঁচায়, কে বাঁচে। গল্পের মৃত্যুঞ্জয় চরিত্রটি আলােচনা করাে। [৫] ‘Ans./উত্তর click here

৮। মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘কে বাঁচায়, কে বাঁচে। গল্প অবলম্বনে মৃত্যুঞ্জয় ও নিখিল চরিত্রের পার্থক্য বুঝিয়ে দাও। [৫]  Ans./উত্তর click here