কে বাঁচায় কে বাঁচে MCQ প্রশ্ন ও উত্তর উচ্চমাধ্যমিক 2020-21

শ্রেণীদ্বাদশ
বিষয়বাংলা
গল্পকে বাঁচায় কে বাঁচে
লেখকমানিক বন্দ্যোপাধ্যায়
প্রতিটি প্রশ্নের মান১ (এক)
কে বাঁচায় কে বাঁচে MCQ Mock Test

 ঠিক উত্তরটি নির্বাচন করাে ।

১। মৃত্যুঞ্জয় অফিস যাওয়ার পথে প্রথম মৃত্যু দেখল, কারণ—
    (ক) লােকটা বাসে চাপা পড়েছিল।
    (খ) হাঁটতে হাঁটতে লােকটার স্ট্রোক হয়েছিল।
    (গ) লোকটার দিনের পর দিন অনাহারে কাটছিল।
    (ঘ) লােকটা মারামারিতে গুরুতর জখম হয়েছিল।

ANS. (গ) লোকটার দিনের পর দিন অনাহারে কাটছিল।

২। মৃত্যুঞ্জয় এতদিন শুধু কী শুনে আর কী পড়ে এসেছিল ?
    (ক) ফুটপাথে ক্ষুধার্ত মানুষের ভিড়ের কথা।
    (খ) ফুটপাথে অনাহারে মানুষের মৃত্যুর কথা।
    (গ) ফুটপাথে সমাজবিরােধীদের উৎপাতের কথা।
    (ঘ) ফুটপাথে বাসিন্দাদের দুঃখকষ্টের কথা।

ANS. (খ) ফুটপাথে অনাহারে মানুষের মৃত্যুর কথা।

৩। ফুটপাথে মৃত্যুঞ্জয়ের বেশি হাঁটার প্রয়ােজন হয় না, কারণ
  (ক) বাড়ি থেকে বেরিয়ে দু-পা হেঁটেই ট্রামে ওঠে, ট্রাম থেকে নেমেই অফিসের দরজা।
  (খ) নিজের প্রাইভেট কারে অফিস যাওয়া-আসা করে।
  (গ) বাড়ি থেকে অফিস যাওয়া-আসার পথে ফুটপাথ না থাকা।
  (ঘ) ফুটপাথে হাঁটার অভ্যাস না থাকা।

(ক) বাড়ি থেকে বেরিয়ে দু-পা হেঁটেই ট্রামে ওঠে, ট্রাম থেকে নেমেই অফিসের দরজা।

৪। সেখানে ‘লােকে মরতেও যায় না, কারণ-
   (ক) মৃত্যুঞ্জয়ের বাড়িটা শহরের নিরিবিলি অঞ্চলে।
   (খ) মৃত্যুঞ্জয়ের বাড়ির কাছে ফুটপাথ বেশি নেই।
   (গ) খাবার না পাওয়ায় ভুখা মানুষের ভিড় নেই।
   (ঘ) মৃত্যুঞ্জয়ের বাড়িটা শহরের নিরালা অঞ্চলে ও সেখানে ফুটপাথ বেশি নেই।

   (ঘ) মৃত্যুঞ্জয়ের বাড়িটা শহরের নিরালা অঞ্চলে ও সেখানে ফুটপাথ বেশি নেই।

৫। মৃত্যুঞ্জয়কে বাজার ও কেনাকাটা করতে হয় না, কারণ—
   (ক) বাড়ির বাজার সরকার বাজার করার কাজটা সামাল দেয়।
   (খ) বাড়ির চাকর ও মৃত্যুঞ্জয়ের ছােটো ভাই বাজার ও কেনাকাটা করে।
   (গ) বাড়ির গিন্নি ওই দায়িত্ব পালন করে।
   (ঘ) জিনিসপত্রের জোগানদাররা সবকিছু জোগান দেয়।

   (খ) বাড়ির চাকর ও মৃত্যুঞ্জয়ের ছােটো ভাই বাজার ও কেনাকাটা করে।

৬। সে রীতিমতাে কাবু হয়ে পড়েছে। কারণ—
   (ক) হাঁটাহাঁটির অতিরিক্ত পরিশ্রমে।
   (খ) কাজের অত্যন্ত চাপে।
   (গ) মনের চাপা অশান্তির ফলে।
   (ঘ ফুটপাথে অনাহারে মৃত্যুর দৃশ্য দেখে মনে আঘাত পাওয়ার ফলে।

   (ঘ ফুটপাথে অনাহারে মৃত্যুর দৃশ্য দেখে মনে আঘাত পাওয়ার ফলে।

৭। মৃত্যুঞ্জয়ের রকম দেখে নিখিল কী অনুমান করল ?
   (ক) মৃত্যুঞ্জয় প্রচণ্ড অশান্তির মধ্যে রয়েছে।
   (খ) বড়াে একটা সমস্যার সঙ্গে মৃত্যুঞ্জয়ের সংঘর্ষ হয়েছে।
   (গ) মৃত্যুঞ্জয়ের মধ্যে ঝড় উত্তাল হয়ে বইছে।
   (ঘ) মৃত্যুঞ্জয় পাগলের মতাে উন্মত্ত হয়ে উঠেছে।

   (খ) বড়াে একটা সমস্যার সঙ্গে মৃত্যুঞ্জয়ের সংঘর্ষ হয়েছে।

১.৮। আরও কয়েকটা প্রশ্ন করে নিখিলের কী মনে হল ?
   (ক) মৃত্যুঞ্জয়ের ভিতরটা সে যেন পরিষ্কার দেখতে পাচ্ছে।
   (খ) মৃত্যুঞ্জয় উত্তর দেওয়ার অবস্থায় নেই।
   (গ) মৃত্যুঞ্জয় মনের দিক থেকে ভেঙে পড়েছে।
   (ঘ) মৃত্যুঞ্জয় মানুষটা আগের মতাে নেই।

   (ক) মৃত্যুঞ্জয়ের ভিতরটা সে যেন পরিষ্কার দেখতে পাচ্ছে।

১.৯। একস্থানে তীক্ষ্ণধার হা-হুতাশভরা মন্তব্য করা হয়েছে। কারণ—
   (ক) যা আশা করা গিয়েছিল তা পাওয়া যায়নি।
   (খ) অনাহারে মানুষ মরছে প্রতি মুহূর্তে।
   (গ) ঠিকমতাে সঙ্গতির ব্যবস্থা না থাকায় গােটা কুড়ি  শব স্বর্গে পাঠানাে হয়নি।
   (ঘ) পরাধীন ভারতে শাসকের বৈমাতৃসুলভ আচরণ।

   (গ) ঠিকমতাে সঙ্গতির ব্যবস্থা না থাকায় গােটা কুড়ি  শব স্বর্গে পাঠানাে হয়নি।

১০। মৃত্যুঞ্জয় একতাড়া নোট নিখিলের সামনে রাখল। কারণ-
    (ক) টাকাটা কোনাে রিলিফ ফান্ডে দিয়ে আসতে হবে।
    (খ) হরিসেবার জন্য টাকাটা বৈয়বদের হাতে দিতে হবে।
    (গ) কোনাে শিক্ষাপ্রতিষ্ঠানে টাকাটা দান হিসেবে দেওয়া হবে।
    (ঘ) কোনাে উৎসব-অনুষ্ঠানে টাকাটা পুণ্য অর্জনের উদ্দেশ্যে দেওয়া হবে।

(ক) টাকাটা কোনাে রিলিফ ফান্ডে দিয়ে আসতে হবে।

১১। মৃত্যুঞ্জয় ও তার স্ত্রী একবেলা খাওয়া ছেড়ে দিয়েছে, কারণ—
    (ক) তারা শরীর ও ভুড়ি কমাতে চায়।
   (খ) তারা খাবার বাঁচাতে চায়।
   (গ) তারা একবেলার খাবার বিলিয়ে দেয়
   (ঘ) তারা ডায়াবেটিস সামাল দিতে খাওয়া কমাতে চায়

(গ) তারা একবেলার খাবার বিলিয়ে দেয়

১.১২। মৃত্যুঞ্জয়ের মুখখানা জ্বর হলে যেমন হয় তেমনই থমথম করছে, কারণ-
   (ক) মৃত্যুঞ্জয় ভিতরে খুবই কষ্ট পাচ্ছে।
   (খ) মৃত্যুঞ্জয় ভিতরে পুড়ছে।
   (গ) মৃত্যুঞ্জয় ভিতরে যন্ত্রণায় কুঁকড়ে মরছে।
   (ঘ) মৃত্যুঞ্জয়ের ভিতরে আছে অনুতাপ ও অনুশােচনা।

(খ) মৃত্যুঞ্জয় ভিতরে পুড়ছে।

১৩। “নিখিল ভাবছিল বন্ধুকে বুঝিয়ে বলবে, কারণই
   (ক) এভাবে দেশের লােককে বাঁচানাে যায় না।
   (খ) এভাবে সমাজসেবা হয় না।
   (গ) এভাবে নিজেকে মেরে পরােপকার করা হয় না।
   (ঘ) এভাবে দেশের কাজ হয় না।

(ক) এভাবে দেশের লােককে বাঁচানাে যায় না।

১৪। নেশায় আচ্ছন্ন অর্ধচেতন মানুষের প্যানপ্যানানির মতাে ঝিমানাে সুরে ভুখা মানুষগুলি কী বলে ?
   (ক) খেতে পাই নে বাপ, খেতে দাও।
   (খ) আমরা গায়ের লােক, আমাদের খেতে দাও।
   (গ) আমাদের ভাত না দাও, ফ্যান দাও।
   (ঘ) তারা বলে সেই এক ভাগ্যের কথা, দুঃখের কাহিনি।

(ঘ) তারা বলে সেই এক ভাগ্যের কথা, দুঃখের কাহিনি।

১.১৫। কারও বুকে নালিশ নেই, কারণ—
   (ক) কারর ওপর বিদ্বেষ নেই।
  (খ) কারও মনে প্রতিবাদ নেই।
  (গ) কারওর বিরুদ্ধে অভিযোেগ নেই।
  (ঘ) কারওর ওপর প্রতিহিংসা নেই।

(খ) কারও মনে প্রতিবাদ নেই।

১.১৬। ছেলেমেয়েগুলি চেঁচিয়ে কাঁদে, কারণ—
  (ক) বাবাকে দেখতে না পেয়ে।
  (খ) বাবা বাড়ি আসছে না দেখে।
  (গ) অনাদরে অবহেলায় ক্ষুধার জ্বালায় অতিষ্ঠ হয়ে।
  (ঘ) তাদের ক্ষুধার কথা কেউ কানে নিচ্ছে না দেখে।

(গ) অনাদরে অবহেলায় ক্ষুধার জ্বালায় অতিষ্ঠ হয়ে।

১.১৭। দারুণ একটা হতাশা মৃত্যুঞ্জয়ের মনে জেগেছে, কারণ-
(ক) তার ধারণা জন্মেছে, যথাসর্বস্ব দিয়েও ভালাে কিছু করা যাবে না।
(খ) তার বিশ্বাস মানুষের জন্য বড়াে কিছু করা অসম্ভব।
(গ) সে মনে করে, যা কিছু করার ইচ্ছে আছে তা সফল হবে না।
(ঘ) তার ধারণা দিনরাত খেটেও সব পণ্ডশ্রম হবে।

(ক) তার ধারণা জন্মেছে, যথাসর্বস্ব দিয়েও ভালাে কিছু করা যাবে না।

[sc name="last"]