নইলে দর্শনের অনেক আগেই ঘটে যেত সন্দেহ নেই, | কে বাঁচায় কে বাঁচে [H.S]

নইলে দর্শনের অনেক আগেই ঘটে যেত সন্দেহ নেই।—কার, কী দর্শনের কথা বলা হয়েছে? অনেক আগেই দর্শন ঘটে যাওয়া সম্ভব হয়নি কেন? 

কে বাঁচায় কে বাঁচে (MCQ)
কে বাঁচায় কে বাঁচে (SAQ)
কে বাঁচায় কে বাঁচে Descriptive Question and Answer
উচ্চমাধ্যমিক বাংলা সাজেশন

প্রশ্ন ৩। নইলে দর্শনের অনেক আগেই ঘটে যেত সন্দেহ নেই।—কার, কী দর্শনের কথা বলা হয়েছে? অনেক আগেই দর্শন ঘটে যাওয়া সম্ভব হয়নি কেন? [১+8]

উত্তর: মৃত্যুঞ্জয়ের মৃত্যুদর্শন: অফিস যাওয়ার পথে মৃত্যুঞ্জয় ফুটপাথে অনাহারে মানুষ মরতে দেখে। এটাই তার অনাহারে মানুষ মৃত্যুর প্রথম দর্শন।

ফুটপাথে না হাঁটা ও অপৱিচয়ের কারণ: অফিসের মােটা মাইনের চাকুরে মৃত্যুঞ্জয় উচ্চবিত্ত শ্রেণির মানুষ। তার বাড়ি শহরের নিরিবিলি অঞ্চলে। সেখানে ফুটপাথ বেশি নেই। মৃত্যুঞ্জয়কে ফুটপাথে হাঁটতে হয় না। বাড়ি থেকে মাত্র দু-পা হেঁটে ট্রামে চড়ে। ট্রাম থেকে নেমেই অফিসের দরজা। কাজেই ফুটপাথে হাঁটার প্রয়ােজন হয় না। ফুটপাথে হাঁটার অভ্যাসও নেই। তা ছাড়া বাজার ও কেনাকাটার কাজ করে বাড়ির চাকর কিংবা মৃত্যুঞ্জয়ের ছােটো ভাই। সে-কারণেও ফুটপাথের সঙ্গে মৃত্যুঞ্জয়ের পরিচয় কম।

আগে দেখা অসম্ভব ছিল কেন: দুর্ভিক্ষপীড়িত নিরন্ন ভুখা মানুষের ভিড় শহরের ফুটপাথে। কিন্তু মৃত্যুঞ্জয়ের পাড়ায় ফুটপাথ কম থাকায় সেখানে ভুখা মানুষের আশ্রয় নেওয়ার মতাে ঠাই নেই। কাজেই তারা সেখানে থাকে না। উচ্চবিত্তদের আভিজাত্যের ঘেরাটোপ ডিঙিয়ে ক্ষুধার্ত মানুষের অন্নভিক্ষার ক্ষীণ আওয়াজ সেখানে প্রায়শ পৌছায় না। এইসব কারণে মৃত্যুঞ্জয়ের পাড়ায় কোন্ দুঃখেই বা নিরন্ন ভুখা মানুষ মরতে যাবে ? সেজন্য সেদিনের আগে ফুটপাথে অনাহারে মানুষ মরতে দেখা মৃত্যুঞ্জয়ের পক্ষে সম্ভব হয়নি।


কে বাঁচায় কে বাঁচে Descriptive Question and Answer

১। ‘কে বাঁচায়, কে বাঁচে!’ গল্পের উৎস নির্ণয় করো এবং গল্পটির সারাংশ লেখো। [1+4]  ‘Ans./উত্তর click here 

২। গল্পকার মানিক বন্দ্যেপাধ্যায়ের লেখা ‘কে বাঁচায়, কে বাঁচে!’ গল্প আলোচনা প্রসঙ্গে নামকরণ কতখানি যথাযথ ও সার্থক হয়েছে আলোচনা করো।  ‘Ans./উত্তর click here 

৩। ‘নইলে দর্শনের অনেক আগেই ঘটে যেত সন্দেহ নেই।’ – কার, কী দর্শনের কথা বলা হয়েছে? অনেক আগেই দর্শন ঘটে যাওয়া সম্ভব হয়নি কেন?  ‘Ans./উত্তর click here 

[sc name=”last”]