কী ঘটনার ফলে মৃত্যুঞ্জয় শুন্যদৃষ্টিতে দেয়ালের দিকে তাকিয়ে রইল

কে বাঁচায় কে বাঁচে (MCQ)
কে বাঁচায় কে বাঁচে (SAQ)
কে বাঁচায় কে বাঁচে Descriptive Question and Answer
উচ্চমাধ্যমিক বাংলা সাজেশন

৫। কী ঘটনার ফলে মৃত্যুঞ্জয় শুন্যদৃষ্টিতে দেয়ালের দিকে তাকিয়ে রইল—আলােচনা করাে। ওই প্রসঙ্গে ‘শুন্যদৃষ্টিতে দেয়ালের দিকে তাকিয়ে থাকার তাৎপর্য বুঝিয়ে দাও। [৩+২]

উ: ঘটনা: মৃত্যুঞ্জয় অফিস যাওয়ার পথে ফুটপাথে অনাহারে প্রথম মানুষ মরতে দেখে। প্রথম দেখার কারণ হল, ফুটপাথে
তার হাঁটার প্রয়ােজন হয় না। বাড়ি থেকে দু-পা হেঁটেই সে ট্রাম ধরে। ট্রাম থেকে নেমেই অফিসের দরজা। শহরের যে পাড়ায় তার বাড়ি, তা বেশ নিরিবিলি। সেখানে ফুটপাথ কম। শহরের যেসব জায়গায় ফুটপাথ বেশি, সেখানে দুর্ভিক্ষপীড়িত নিরন্ন ক্ষুধার্ত মানুষের ভিড়। মৃত্যুঞ্জয়দের পাড়ায় ফুটপাথ কম থাকায় দুর্ভিক্ষপীড়িত ভুখা মানুষগুলি সেখানে থাকে না। সেজন্য মৃত্যুঞ্জয় ফুটপাথে মানুষ মরতেও দেখে না। তা ছাড়া ফুটপাথে তার হাঁটার অভ্যাসও নেই। বাজার করা ও কেনাকাটার জন্য তাকে বাইরে বেরােতেও হয় না। বাজার করা ও কেনাকাটার কাজ করে চাকর কিংবা তার ছােটো ভাই।

অসুস্থতাবােধ ও পৱবর্তী অবস্থা: ফুটপাথে মানুষ মরার কথা মৃত্যুঞ্জয় কাগজে পড়েছে কিংবা লােকমুখে শুনেছে। অনাহারে লোেক মরার দৃশ্য সরাসরি প্রথম দেখার অভিজ্ঞতা তার কাছে খুবই বেদনাদায়ক হয়ে ওঠে। মানসিক বেদনাবােধ তার শারীরিক কষ্টের কারণ হয়। সে অফিসে এসে তার নির্ধারিত কুঠরিতে ঢুকে ধপ করে চেয়ারে বসে পড়ে। একটু বসেই কলঘরে উঠে যায়। দরজা বন্ধ করে বাড়িতে পেট ভরে যা খেয়ে এসেছিল, সব উগরে দেয়। পাশের কুঠরিতে তার সমপদস্থ সহকর্মী নিখিল বসে। সে মৃত্যুঞ্জয়ের খবর নিতে আসে। মৃত্যুঞ্জয় তখন কাচের গ্লাসে জলপান করে খালি গ্লাস নামিয়ে রেখে শূন্যদৃষ্টিতে দেয়ালের দিকে তাকিয়ে থাকে।

তাৎপর্য: মনের বেদনাবােধ শারীরিক কষ্টের কারণ হওয়ায় মৃত্যুঞ্জয় রীতিমতাে কাবু হয়ে পড়ে। কলঘরে গিয়ে বমি করে খানিকটা স্বস্তি নিয়ে নিজের কুঠরিতে ফিরে এসে এক গ্লাস জল খায়। এভাবে নিজেকে খানিকটা সামলে নিয়ে দেয়ালের দিকে তাকায় বটে, কিন্তু তা ভাষাহীন, অর্থহীন শূন্যদৃষ্টি। তাতে কোনাে কিছু দেখার লক্ষণ নেই। প্রকৃতপক্ষে চোখের দৃষ্টি দেয়ালে বটে, কিন্তু মনের ভিতর চিন্তার উত্তাল ঝড় সব মনঃসংযােগকে শুষে নিয়েছে। সেজন্য চোখের চাহনি শূন্য, লক্ষ্যহীন।


কে বাঁচায় কে বাঁচে Descriptive Question and Answer

 ১। ‘কে বাঁচায়, কে বাঁচে!’ গল্পের উৎস নির্ণয় করো এবং গল্পটির সারাংশ লেখো। [1+4]  ‘Ans./উত্তর click here 

২। গল্পকার মানিক বন্দ্যেপাধ্যায়ের লেখা ‘কে বাঁচায়, কে বাঁচে!’ গল্প আলোচনা প্রসঙ্গে নামকরণ কতখানি যথাযথ ও সার্থক হয়েছে আলোচনা করো।  ‘Ans./উত্তর click here 

৩। ‘নইলে দর্শনের অনেক আগেই ঘটে যেত সন্দেহ নেই।’ –কার, কী দর্শনের কথা বলা হয়েছে? অনেক আগেই দর্শন ঘটে যাওয়া সম্ভব হয়নি কেন?  ‘Ans./উত্তর click here 

৪। তখন সে রীতিমতাে কাবু হয়ে পড়েছে।—“তখন’ বলতে কখন? রীতিমতাে কাবু হয়ে পড়ার কারণ কী? সে যে রীতিমতাে কাবু হয়েছে তার কী লক্ষণ দেখা গেল? [১+২+২]  Ans./উত্তর click here 

৫। কী ঘটনার ফলে মৃত্যুঞ্জয় শুন্যদৃষ্টিতে দেয়ালের দিকে তাকিয়ে রইল-আলােচনা করাে। ওই প্রসঙ্গে ‘শূন্যদৃষ্টিতে দেয়ালের দিকে তাকিয়ে থাকার তাৎপর্য বুঝিয়ে দাও। [৩+২]  ‘Ans./উত্তর click here