নিরপেক্ষ বচনের গুণ ও পরিমাপ বলতে কী বোঝো?

বচন

রচনাধর্মী প্রশ্নোত্তর    প্রশ্নমান 8 

___________________

(i) নিরপেক্ষ বচনের গুণ ও পরিমাপ বলতে কী বোঝো?

(ii) দৃষ্টান্তসহ নিরপেক্ষ বচনের চতুর্বর্গ পরিকল্পনা ব্যাখ্যা করো বা গুণ ও পরিমাপ অনুসারে নিরপেক্ষ বচনের শ্রেণিবিভাগ করো ।

উত্তর ঃ) (i) বচনের গুণ বলতে বচনটির উদ্দেশ্যপদ সম্পর্কে বিধেয়পদের কোনো কিছু স্বীকার করা বা অস্বীকার করাকে বোঝায়। স্বীকার করলে বচনটির গুণ হয় সদর্থক এবং অস্বীকার করলে গুণ হয় নঞর্থক। আর বচনের পরিমাণ বলতে বচনটির উদ্দেশ্য শ্রেণি সম্পর্কে বিধেয় শ্রেণিটির সামগ্রিক বা আংশিকভাবে স্বীকার বা অস্বীকার করাকে বোঝায়।

(ii) একটি আদর্শ নিরপেক্ষ বচনকে বিশ্লেষণ করলে চারটি অংশ পাওয়া যায়। যথা—(1) মানক বা পরিমাণক, (2) উদ্দেশ্যপদ, (3) সংযোজক বা গুণ এবং (4) বিধেয় পদ। গুণ অনুসারে নিরপেক্ষ বচন দুই প্রকার : সদর্থক এবং নঞর্থক। সদর্থক বচনে উদ্দেশ্য সম্পর্কে বিধেয় পদ কিছু স্বীকার করে। আর নঞর্থক বচনে উদ্দেশ্য সম্পর্কে বিধেয় পদ কিছু অস্বীকার করে। পরিমাণ অনুসারেও নিরপেক্ষ বচন দুই প্রকার : সামান্য বা সার্বিক বচন এবং বিশেষ বচন। সামান্য বচনে বিধেয়পদটি উদ্দেশ্য পদের সমগ্র পরিমাণকে স্বীকার বা অস্বীকার করে। আর বিশেষ বচনে বিধেয়পদটি উদ্দেশ্যপদের কিছু অংশকে স্বীকার বা অস্বীকার করে। সামান্য বচন সদর্থক ও নঞর্থক দুই-ই হতে পারে। সুতরাং, গুণ ও পরিমাণের সংযুক্ত ভিত্তিতে মোট চার প্রকার নিরপেক্ষ বচন পাওয়া যায়। যুক্তিবিজ্ঞানে একে নিরপেক্ষ বচনের চতুর্বর্গ পরিকল্পনা বলা হয়। এই চার প্রকার নিরপেক্ষ বচন হল : (ক) সামান্য সদর্থক বচন, (খ) সামান্য নঞর্থক বচন, (গ) বিশেষ সদর্থক বচন, (ঘ) বিশেষ নঞর্থক বচন। এই চার প্রকার আদর্শ নিরপেক্ষ বচনকে A, E, I, O—এই চারটি সাংকেতিক চিহ্ন বা অক্ষরের দ্বারা প্রকার করা হয়। নীচে এই চারপ্রকার নিরপেক্ষ বচনের দৃষ্টান্ত এবং আকার উল্লেখ করা হল

(ক) সামান্য সদর্থক বা A বচন :
▲উদাহরণ : সকল ফুল হয় সুন্দর
▲ আকার : সকল S হয় P

(খ)সামান্য নঞর্থক বা E ৰচন :
▲উদাহরণ : কোনো মানুষ নয় দেবতা
▲আকার : কোনো S নয় P

(গ) বিশেষ সদর্থক বা I বচন :
▲উদাহরণঃ কোনো কোনো ছাত্র হয় মেধাবী
▲আকার : কোনো কোনো S হয় P

(ঘ) বিশেষ নঞর্থক বা 0 বচন :
▲উদাহরণ : কোনো কোনো মানুষ নয় সৎ
▲আকার : কোনো কোনো S নয় P

________________

Your Queries:

নিরপেক্ষ বচনের গুন ও পরিমাণ বলতে কি বোঝো?
নিরপেক্ষ বচন বলতে কি বুঝায়?
গুন অনুসারে নিরপেক্ষ বচন কয় প্রকার ও কি কি?
নিরপেক্ষ বচন কি নিরপেক্ষ ও সাপেক্ষ বচন এর পার্থক্য লেখ গুণ ও পরিমাণ অনুযায়ী নিরপেক্ষ বচনের শ্রেণীবিভাগ করো?
বচন বলতে কী বোঝো
নিরপেক্ষ বচন বলতে কী বোঝো
নিরপেক্ষ বচনের পদের ব্যাপ্যতা বলতে কী বোঝো
গুণ ও পরিমাণ অনুযায়ী নিরপেক্ষ বচনের শ্রেণীবিভাগ
বিশেষ সদর্থক বচন কাকে বলে
নিরপেক্ষ বচনের শ্রেণীবিভাগ কর
নিরপেক্ষ বচন ও সাপেক্ষ বচনের পার্থক্য
উদাহরণ সহযোগে নিরপেক্ষ এবং সাপেক্ষ বচনের মধ্যে পার্থক্য দেখাও