কে বাঁচায়, কে বাঁচে গল্পের নিখিল চরিত্র | উচ্চমাধ্যমিক বাংলা বড় প্রশ্ন উত্তর

কে বাঁচায় কে বাঁচে (MCQ)
কে বাঁচায় কে বাঁচে (SAQ)
কে বাঁচায় কে বাঁচে Descriptive Question and Answer
উচ্চমাধ্যমিক বাংলা সাজেশন

প্রশ্ন ৩.৬। মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা কে বাঁচায়, কে বাঁচে। গল্পের নিখিল চরিত্রটি আলােচনা করাে। [৫]

উঃ উপস্থাপনা: মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা ‘কে বাঁচায়, কে বাঁচে। গল্পের তিনটি চরিত্রের মধ্যে নিখিল চরিত্র অন্যতম। গল্পে তার পরিসর মৃত্যুঞ্জয়ের স্ত্রী টুনুর মায়ের মতাে অল্প। তার যেটুকু নড়াচড়া তা মৃত্যুঞ্জয় চরিত্রের টানে। মৃত্যুঞ্জয় চরিত্রকে উজ্জ্বলতর করার জন্যেই গল্পে যেন তার উপস্থিতি। সেদিক থেকে মৃত্যুঞ্জয় চরিত্রের বিপরীতে তার অবস্থান। সে যেন মৃত্যুঞ্জয় চরিত্রের কনট্রাস্ট।

শৱীৱেৱ গঠন, বুদ্ধি,স্বভাব ও অন্যান্য বৈশিষ্ট্য: নিখিল মৃত্যুঞ্জয়ের সমপদস্থ সহকর্মী। শরীরের গঠনের দিক থেকে সে রােগাটে। তীক্ষবুদ্ধি। একটু আলসে স্বভাবের। ছােটো সংসারের দিকে ঝোঁক থাকায় আট বছরের বিবাহিত জীবনে দুই সন্তানের পিতা। তার নাকি সংসারে মন নেই। অবসর জীবনটা সে বই পড়ে আর একটা চিন্তাজগৎ গড়ে তুলে কাটিয়ে
দিতে চায়।

বন্ধুতুল্য সত্ত্বেও তারতম্য: মৃত্যুঞ্জয়ের সঙ্গে তার সম্পর্ক বন্ধুতুল্য। আর সবার মতাে মৃত্যুঞ্জয়কে সে খুব পছন্দ করে, ভালােবাসে, তবে সামান্য – একটু অবজ্ঞার সঙ্গে। মানসিক শক্তিতে ও যুক্তিতর্কে নিখিল মাঝে মাঝে মৃত্যুঞ্জয়ের কাছে হার মানে। তখনই মৃদু ঈর্ষা হয় এই ভেবে যে, সে নিখিল না হয়ে মৃত্যুঞ্জয় হলে মন্দ হত না।

মধ্যবিত্ত মানসিকতার পােষক: নিখিল মধ্যবিত্ত সমাজের মানসিকতায় মানুষ। ফুটপাথে অনাহারে মৃত্যু তার কাছে সহজবােধ্য সাধারণ ঘটনা। তা তার মনকে আহত করে না। মনে বেদনাবোেধও অনুভব করে না। তার দৃঢ় ধারণা, ব্যক্তিগতভাবে সাহায্য করে সমাজের বিপুল সংখ্যক মানুষের দুঃখদৈন্য, অন্নকষ্ট ও অনাহারে মৃত্যুর মতাে সমস্যার সমাধান করা সম্ভব নয়। নিজেকে উপােসে রেখে কিংবা আধপেটা খেয়ে তিল তিল করে আত্মহত্যা করা তুল্য মৃত্যু মহাপাপ। মৃত্যুঞ্জয়ের মানবিক দৃষ্টিতে তা ‘পাশবিক স্বার্থপরতা’ হলেও ওই স্বার্থপরতার পােষক হল নিখিল। এই দিক থেকে সে টিপিক্যাল মধ্যবিত্ত।

বন্ধুবৎসল: নিখিল বন্ধুবৎসল। নিখিল বারবার আসে মৃত্যুঞ্জয়ের বাড়ি, মৃত্যুঞ্জয়ের স্ত্রীর খোঁজখবর নিতে। মৃত্যুঞ্জয়ের খোঁজখবর রাখে।  মৃত্যুঞ্জয়ের চাকরি যাতে না যায় সেজন্য চেষ্টা করে মৃত্যুঞ্জয়ের ছুটির ব্যবস্থা করে রাখে। ঘন্টার পর ঘণ্টা নিখিল তার সঙ্গে কাটিয়ে দেয়।


 ১। ‘কে বাঁচায়, কে বাঁচে!’ গল্পের উৎস নির্ণয় করো এবং গল্পটির সারাংশ লেখো। [1+4]  ‘Ans./উত্তর click here 

২। গল্পকার মানিক বন্দ্যেপাধ্যায়ের লেখা ‘কে বাঁচায়, কে বাঁচে!’ গল্প আলোচনা প্রসঙ্গে নামকরণ কতখানি যথাযথ ও সার্থক হয়েছে আলোচনা করো।  ‘Ans./উত্তর click here 

৩। ‘নইলে দর্শনের অনেক আগেই ঘটে যেত সন্দেহ নেই।’ –কার, কী দর্শনের কথা বলা হয়েছে? অনেক আগেই দর্শন ঘটে যাওয়া সম্ভব হয়নি কেন?  ‘Ans./উত্তর click here 

৪। তখন সে রীতিমতাে কাবু হয়ে পড়েছে।—“তখন’ বলতে কখন? রীতিমতাে কাবু হয়ে পড়ার কারণ কী? সে যে রীতিমতাে কাবু হয়েছে তার কী লক্ষণ দেখা গেল? [১+২+২]  Ans./উত্তর click here 

৫। কী ঘটনার ফলে মৃত্যুঞ্জয় শুন্যদৃষ্টিতে দেয়ালের দিকে তাকিয়ে রইল-আলােচনা করাে। ওই প্রসঙ্গে ‘শূন্যদৃষ্টিতে দেয়ালের দিকে তাকিয়ে থাকার তাৎপর্য বুঝিয়ে দাও। [৩+২]  ‘Ans./উত্তর click here 

৬। মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা কে বাঁচায়, কে বাঁচে!’ গল্পেৱ নিখিল চরিত্রটি আলােচনা করাে। [৫] ‘Ans./উত্তর click here