তখন সে রীতিমতাে কাবু হয়ে পড়েছে। রীতিমতাে কাবু হয়ে পড়ার কারণ কী [H.S]

কে বাঁচায় কে বাঁচে (MCQ)
কে বাঁচায় কে বাঁচে (SAQ)
কে বাঁচায় কে বাঁচে Descriptive Question and Answer
উচ্চমাধ্যমিক বাংলা সাজেশন

প্রশ্ন ৪। তখন সে রীতিমতাে কাবু হয়ে পড়েছে।—“তখন বলতে কখন? রীতিমতাে কাবু হয়ে পড়ার কারণ কী? সে যে রীতিমতাে কাবু হয়েছে তার কী লক্ষণ দেখা গেল? [১+২+২]

উ: কখন: ‘তখন বলতে মৃত্যুঞ্জয় যখন ট্রাম থেকে নেমে অফিসে ঢুকে তার জন্য নির্দিষ্ট কুঠরিতে এসে চেয়ারে ধপ করে বসে পড়ল, সেই সময়।

কাবু হওয়ার কারণ: মৃত্যুঞ্জয় ট্রামগাড়িতে চড়ে প্রতিদিনের মতাে অফিসে আসছিল। আসার সময় ফুটপাথে দুর্ভিক্ষপীড়িত অনাহারী মানুষকে মরতে দেখে। এরকম মৃত্যু তার প্রথম দেখা। তার কারণ সে ফুটপাথে হাঁটে না। ফুটপাথের নিরন্ন ভুখা মানুষের জীবন ও তাদের জীবনযাত্রার সঙ্গে, তাদের ক্ষুধার্ত জীবনের দুঃখকষ্ট ও যন্ত্রণার সঙ্গে সে পরিচিত নয়। সে অফিস চাকুরে উচ্চবিত্ত শ্রেণির মানুষ। অনাহারে মানুষ ফুটপাথে মরছে—এই কথা ও এই খবর সে খবরের কাগজের মাধ্যমে কিংবা লােকমুখে শুনেছে। এর আগে সরাসরি দেখেনি। প্রথম দর্শনের দুঃখজনক ঘটনা তার মনকে দস্তুরমতন আহত করে। মৃত্যুঞ্জয়ের সুস্থ শরীর কয়েক মিনিটের মধ্যে অসুস্থ হয়ে পড়ে। মনে আঘাত পাওয়ার প্রতিক্রিয়া তার মনকে অসুস্থ করার সঙ্গে সঙ্গে তার প্রভাবে শরীরও অসুস্থ হয়। মনের বেদনাবােধ শরীরের কষ্টবােধের কারণ হয়ে দাঁড়ায়। ফলে মৃত্যুঞ্জয় রীতিমতাে কাবু হয়ে পড়ে।’

কাবু যে হয়েছে তার লক্ষণ: মৃত্যুঞ্জয় এমনই অসুস্থতা বােধ করতে লাগল যে, একটু বসার পরেই উঠে পড়ল। সে কলঘরে গেল। দরজা বন্ধ করল। তার অসুস্থতার লক্ষণস্বরূপ দেখা গেল, সে বমি করতে লাগল। বাড়ি থেকে পেট ভরে যা কিছু খেয়ে এসেছিল ডাল, ভাজা, তরকারি, মাছ, দই আর ভাত প্রায় সবই উগরে দিল। পেট খালি করে।


কে বাঁচায় কে বাঁচে Descriptive Question and Answer

১। ‘কে বাঁচায়, কে বাঁচে!’ গল্পের উৎস নির্ণয় করো এবং গল্পটির সারাংশ লেখো। [1+4]  ‘Ans./উত্তর click here 

২। গল্পকার মানিক বন্দ্যেপাধ্যায়ের লেখা ‘কে বাঁচায়, কে বাঁচে!’ গল্প আলোচনা প্রসঙ্গে নামকরণ কতখানি যথাযথ ও সার্থক হয়েছে আলোচনা করো।  ‘Ans./উত্তর click here 

৩। ‘নইলে দর্শনের অনেক আগেই ঘটে যেত সন্দেহ নেই।’ –কার, কী দর্শনের কথা বলা হয়েছে? অনেক আগেই দর্শন ঘটে যাওয়া সম্ভব হয়নি কেন?  ‘Ans./উত্তর click here 

৪। তখন সে রীতিমতাে কাবু হয়ে পড়েছে।—“তখন’ বলতে কখন? রীতিমতাে কাবু হয়ে পড়ার কারণ কী? সে যে রীতিমতাে কাবু হয়েছে তার কী লক্ষণ দেখা গেল? [১+২+২]  Ans./উত্তর click here 


[sc name=”last”]