রাষ্ট্রবিজ্ঞান ABTA SQA সমাধান ২০২০ (উচ্চমাধ্যমিক-১২)

রাষ্ট্রবিজ্ঞান ABTA SQA সমাধান

west bengal

ABTA Page no. AC 1

২।নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও(বিকল্পনীয় প্রশ্নগুলি লক্ষনীয়)


১।১৯৯২ সালের কোন সংবিধান সংশােধনী আইন গ্রামীণ স্থায়ত্বশাসনের সাথে জড়িত?
উঃ- ১৯৯২ সালের ৭৩ তম সংবিধান সংশােধনী আইন গ্রামীণ স্থায়ত্বশাসনের সাথে জড়িত।

অথবা– সপারিষদ মেয়রের মােট সদস্য সংখ্যা কত?
উঃ- সপারিষদ মেয়রের মােট সদস্য সংখ্যা ১২ জন।

২। বিচার বিভাগীয় অতিসক্রিয়তা বলতে কী বােঝ?
উঃ- বিচার বিভাগীয় অতিসক্রিয়তা বলতে আদালতের সেই ভূমিকাকে বােঝায় যা আইন বিভাগ ও শাসন বিভাগের কর্মক্ষেত্রের ওপর বিচার বিভাগের প্রাধান্য বিস্তারকে সূচীত করে।

অথবা– পরমাদেশ কথার অর্থ কী ?
উঃ-পরমাদেশ কথার অর্থ হল -আমরা আদেশ করছি।

৩। ভারতের রাষ্ট্রপতি কোন পদ্ধতিতে পদচ্যুত হন?
উঃ- ভারতের রাষ্ট্রপতি ইমপিচমেন্ট পদ্ধতিতে পদচ্যুত হন।

৪। সম্মিলিত জাতিপুঞ্জের দিবস রূপে বছরের কোন দিনটি পালিত হয়?
উঃ-২৪ অক্টোবর দিনটি সম্মিলিত জাতিপুঞ্জের দিবস রূপে পালিত হয়।

অথবা- জাতিপুঞ্জের ১৯৩ তম সদস্য রাষ্ট্রটির নাম কী ?
উঃ—জাতিপুঞ্জের ১৯৩ তম সদস্য রাষ্ট্রটির নাম হল দক্ষিণ সুদান।

৫। নিরাপত্তা পরিষদে ভেটো প্রদানের ক্ষমতা আছে এমন দুটি রাষ্ট্রের নাম করাে।
উঃ নিরাপত্তা পরিষদে ভেটো প্রদানের ক্ষমতা আছে এমন দুটি রাষ্ট্র হল – মার্কিন যুক্তরাষ্ট্র ও চীন।

অথবা– জাতিপুঞ্জের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের মােট সদস্য সংখ্যা কত?
উঃ-জাতিপুঞ্জের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের মােট সদস্য সংখ্যা ৫৪জন।

৬।কোন বছর বান্দুং সম্মেলন অনুষ্ঠিত হয়?
উঃ-১৯৫৫ সালে বান্দুং সম্মেলন অনুষ্ঠিত হয়।

৭। পেরেস্ত্ৰৈকা কী ?
উঃ—‘পেরেস্ত্রৈকা’ বলতে বােঝায় অর্থনৈতিক বিকেন্দ্রীকরন।

৮। কোন সম্মেলনকে ঠান্ডা লড়াইয়ের সুত্রপাত হিসাবে চিহ্নিত করা হয়?
উঃ-পটুডাম’সম্মেলনকে ঠান্ডা লড়ায়ের সূত্রপাত হিসেবে চিহ্নিত করা হয়?

অথবা- টুম্যান নীতি কাকে বলে ?
উঃ—আমেরিকা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি হ্যারি ট্রুম্যান ১৯৪৭ খ্রিস্টাব্দের ১২ র্মাচ মার্কিন কংগ্রেসে একটি বক্তৃতায় তিনি তুরস্ক, গ্রীস সহ বিশ্বের যে-কোনাে দেশকে সােভিয়েত আগ্রাসনের বিরুদ্ধে সামরিক ও আর্থিক সাহায্যদানের প্রতিশ্রুতি দেন। ওই ঘােষনাই টুম্যান নীতি নামে পরিচিত।

৯। জেলা পরিষদের আয়ের দুটি উৎসের উল্লেখ করাে।
উঃ- জেলা পরিষদের দুটি উৎস হল (১)যানবাহন,খেয়াঘাট,সেচ প্রভৃতি খে সংগৃহীত কর। (২)সরকারের দেওয়া ঋণ ও আর্থিক সাহায্য।

অথবা- পঞ্চায়েত ব্যবস্থায় মহিলাদের জন্য কত আসন সংরক্ষিত থাকে ?
উঃ—পঞ্চায়েত ব্যবস্থায় মহিলাদের জন্য ৫০ শতাংশ আসন সংরক্ষিত থাৎ

১০। লােক আদালত কোথায় প্রথম প্রতিষ্ঠিত হয়েছিল ?
উঃ লােক আদালত দিল্লি ও গুজরাটে প্রথম প্রতিষ্ঠিত হয়েছিল ।

১১। সমমর্যাদাসম্পন্ন ব্যক্তিদের মধ্যে অগ্রগণ্য কাকে অভিহিত করা হয়।
উঃ ‘সমমর্যাদাসম্পন্ন ব্যক্তিদের মধ্যে অগ্রগণ্য’বলে প্রধানমন্ত্রীকে করা হয়।

অথবা- রাজ্যের বিধানসভার নেতা বা নেত্রী কে ?
উঃ-রাজ্যের বিধানসভার নেতা বা নেত্রী হলেন মুখ্যমন্ত্রী।

১২।সম্মিলিত জাতিপুঞ্জের সনদের যে কোনাে একটি নীতির উল্লেখ করাে।
উঃ-সম্মিলিত জাতিপুঞ্জের সনদের একটি নীতি হল সকল সদস্য রাষ্টের সমসার্বভৌমত্ব।

১৩।আন্তজাতিক বিচারালয় কোথায় অবস্থিত ?
উঃ—আন্তজাতিক বিচারালয় নেদারল্যান্ডের হেগ শহরের অবস্থিত।

১৪।সার্কের সদস্য দেশগুলির নাম উল্লেখ করাে।
উঃ- সার্কের সদস্য দেশগুলির নাম হল-ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, মালদ্বীপ, আফগানিস্তান।

অথবা- SAPTAর পূর্ণ রূপ কী ?
উঃ- SAPTAর পূর্ণ রূপ হল South Asian Preferential Trade Arrangement,

১৫। ভারতের কোন প্রধানমন্ত্রী ১৯৮৭ সালে শ্রীলঙ্কা সরকারের সাথে শান্তি স্থাপনের উদ্দেশ্য চুক্তি করেন ?
উঃ-১৯৮৭ সালে রাজীব গান্ধি শ্রীলঙ্কা সরকারের সাথে শান্তি স্থাপনের উদ্দেশ্য চুক্তি করেন ?

১৬। দাঁতাত ও ঠান্ডা লড়াইয়ের মধ্যে প্রধান পার্থক্য কী।
উঃ- দাঁতাত ও ঠান্ডা লড়াইয়ের মধ্যে প্রধান পার্থক্য হল -দাঁতাত বলতে বােঝায় ‘উত্তেজনা প্রশমনের সচেতন ও স্বেচ্ছাকৃত’নীতি। অন্যদিকে ঠান্ডা লড়াই বলতে ঝােঝায় ‘উত্তেজনাকে সচেতনভাবে সর্বোচ্চ পর্যায়ে চালিত করার একটি অবস্থা।


ABTA Page no. AC 1

ABTA Page no. AC 103

ABTA Page no. AC 135


Bengali Song Lyrics

রাষ্ট্রবিজ্ঞান ABTA SQA সমাধান
রাষ্ট্রবিজ্ঞান ABTA SQA সমাধান