রাষ্ট্রবিজ্ঞান ABTA SQA সমাধান ২০২০ (উচ্চমাধ্যমিক-১২)

রাষ্ট্রবিজ্ঞান ABTA SQA সমাধান ২০২০

west bengal

ABTA Page no. AC 135

২। নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও।


১। জোট নিরপেক্ষ আন্দোলনের প্রধান লক্ষ্য কী ?
উঃ- পুজিবাদি ও সমাজতান্ত্রিক শিবির থেকে সমদূরত্ব বজায় রেখে স্বাধীন বিদেশ নীতি অনুসরন করা।

অথবা, NAM এর একটি নীতি উল্লেখ করাে।
উঃ- জোটনিরেপেক্ষ আন্দোলনের অন্যতম একটি নীতি হল সদস্য রাষ্ট্রগুলি বৃহৎ শক্তির পারস্পরিক বিরােধের পরিপ্রেক্ষিতে গড়ে ওঠা কোনাে বহুপাক্ষিক সামরিক জোটের সদস্য হতে পারে না।


২। ভারতের বিদেশনীতির প্রধান স্তম্ভ কী ?
উঃ- ভারতের বিদেশনীতির প্রধান স্তম্ভ হল জোটনিরপেক্ষতা।


৩। জাতিপুঞ্জের সনদে কতগুলি ধারা আছে ?
উঃ- ১১১ টি।


৪। গ্রাম পঞ্চায়েতের সভায় কে সভাপতিত্ব করেন ?
উঃ- প্রধান ও উপপ্রধান এবং তাদের অনুপস্থিতিতে পঞ্চায়েতের সদস্যরাই সভাপতিত্ব করেন।

অথবা,পঞ্চায়েত ব্যবস্থায় মহিলাদের জন্য কত শতাংশ আসন সংরক্ষিত থাকে ?
উঃ- ৫০%।


৫। নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য কারা।
উঃ- রাশিয়া, চীন ,ফ্রান্স।

অথবা,অর্থনৈতিক ও সামাজিক পরিষদের একটি কাজ লেখাে।
উঃ- ১) বিভিন্ন প্রতিবেদন সাধারণ সভায় উত্থাপন করা।২) মানবাধিকার ও মৌলিক স্বাধীনতার সংরক্ষন করা।


৬। জাতিপুঞ্জের মহাসচিব গঠিত হয় ?
উঃ- নিরাপত্তা পরিষদের সুপারিশ ক্রমে সাধারণ সভা কর্তৃক নির্বাচিত হন মহাসচিব,।।

অথবা, পৌরসভায় আয়ের উৎস লেখাে।
উঃ- ১) রাজ্য সরকারের দেওয়া আর্থিক অনুদান,২) নিজস্বসূত্র থেকে প্রাপ্ত অর্থ ৩) ঋণ।


৭। জাতিপুঞ্জের মহাসচিব কীভাবে নির্বাচিত হন ?
উঃ- নরাপত্তা পরিষদের সুপারিশক্রমে সাধারনসভা কর্তৃক নির্বাচিত হন।


৮। অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর একটি কাজ লেখাে।
উঃ- রাজ্যপালের প্রধান পরামর্শদাতা হিসাবে কাজ।


৯। ভারত রাষ্ট্রের সাংবিধানিক প্রধান কে ?
উঃ- রাষ্ট্রপতি।


১০। দ্বি কক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে একটি যুক্তি দাও।
উঃ- সূচীন্তিত আইন প্রণয়ন ও নিম্নকক্ষের স্বৈরাচার রােধ সম্ভব।

অথবা, Spirit of Laws গ্রন্থটি কার রচনা।
উঃ- Spirit of Laws গ্রন্থটি মতেস্কুঁর লেখা।


১১। CTBT কী ?
উঃ- The Comprehensive Nuclear-Test-Ban Treaty।

অথবা, ৭৭ বলতে কী বােঝাে?
উঃ- G-77 হল সম্মিলিত জাতিপুঞ্জের একটি সংস্থা। উন্নয়নশীল দেশগুলির অর্থনৈতিক ও বানিজ্যক স্বার্থরক্ষার উদ্দেশ্যে ১৯৬৪ সালে এটি গঠন করা হয়।


১২। দ্বি মেরুকেন্দ্রীক রাজনীতি বলতে কী বােঝায় ?
উঃ- দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসানের পর প্রথমে ইউরােপে ও পরে সমগ্র বিশ্বে সভিয়েত ও মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে যে মতাদর্শ ভিত্তিক সংগ্রাম শুরু হয়। তাকেই দ্বিমেরুকেন্দ্রিক রাজনীতি বলে।


১৪। পঞ্চশীল নীতি কে প্রথম ঘােষনা করেছিলেন ?
উঃ- জওহরলাল নেহেরু।

অথবা, চাণক্য পরিকল্পনা কী ?
উঃ- সার্কের মতাে একটি দক্ষিণ এশীয় আঞ্চলিক সংস্থা গড়ে তােলার প্রয়াসকে পাকিস্থান চানক্য পরিকল্পনা বলে উল্লেখ করেছে।


১৫। UNICEF কী?
উঃ- সম্মিলিত জাতিপুঞ্জের শিশুকল্যাণ সংক্রান্ত সংস্থা হলাে UNICEF

অথবা, BRICS কী।
উঃ-BRICS হল ব্রাজিল, রাশিয়া, ভারত চিন ও দক্ষিণ আফ্রিকাকে নিয়ে গঠিত উন্নয়নশীল দেশগুলির জাতীয় অর্থনীতি বিকাশের একটি সংস্থা।


১৬। দেতাঁত ও ঠান্ডা লড়াই এর মধ্যে প্রধান পার্থক্য কী ?
উঃ-দাঁতাত হল সহযােগিতার বাতাবরন আর ঠান্ডা লড়াই হলাে চাপা উত্তেজনা।


ABTA Page no. AC 1

ABTA Page no. AC 103

ABTA Page no. AC 135


Bengali Song Lyrics

রাষ্ট্রবিজ্ঞান ABTA SQA সমাধান ২০২০
রাষ্ট্রবিজ্ঞান ABTA SQA সমাধান ২০২০