গোরা উপন্যাসটি.কীভাবে জাতীয়তাবাদী চেতনা বিস্তারে সহায়তা করেছিল | নোট

 চতুর্থ অধ্যায় 

সংঘবদ্ধতার গােড়ার কথা বিশ্লেষণ ও বৈশিষ্ট্য

[su_posts template=”templates/list-loop.php” posts_per_page=”3″ tax_term=”559″ order=”desc”]

বিশ্লেষণধর্মী প্রশ্নোত্তর: প্রশ্নমান ৪

‘গোরা’ উপন্যাসটি.কীভাবে জাতীয়তাবাদী চেতনা বিস্তারে সহায়তা করেছিল?

উত্তর: বাংলা উপন্যাসে স্বদেশচিন্তা ও জাতীয়তাবােধের বিকাশের এক উজ্জ্বলতম দৃষ্টান্ত হলাে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘গােরা।

প্রকাশ: ১৯১০ খ্রিস্টাব্দে ‘গােরা’ গ্রন্থাকারে প্রকাশিত হয়।

বিষয়বস্তু: উপন্যাসের মূল বিষয়বস্তু হলাে—এর কেন্দ্রীয় চরিত্র গােরা (গৌরমােহন) একজন আইরিশ দম্পতির পুত্র। সে বিদেশি, বিধর্মী। নিজের জন্ম পরিচয় না জেনে একটি হিন্দু পরিবারে সে মানুষ হয়। নিষ্ঠাবান হিন্দু হিসাবে সে ক্রমশ ইংরেজ বিদ্বেষী ও খ্রিস্ট-বিরােধী হয়ে ওঠে। কিন্তু একসময়ে সে তার প্রকৃত পরিচয় জানতে পারে। কিন্তু এতাে বড়াে আঘাতেও গােরা ভেঙে পড়েনি বা দূরে সরে যায়নি। আত্মপরিচয় জানার পর তার সমস্ত সংকীর্ণতা নিমেষে ভেঙে যায়। পালিকা মাতা আনন্দময়ীকে প্রণাম করে সে বলে—“মা, তুমিই আমার মা, যে মাকে খুঁজে বেড়াচ্ছিলুম, তিনি আমার ঘরের মধ্যে এসে বসেছিলেন। তােমার জাত নেই, বিচার নেই, ঘৃণা নেই, শুধু তুমি কল্যাণের প্রতিমা। তুমিই আমার ভারতবর্ষ।

জাতীয়তাবােধের জাগরণ: সুবিশাল ‘গােরা’ উপন্যাসে রবীন্দ্রনাথের দেশপ্রেম,মানবপ্রেম ও বিশ্বভ্রাতৃত্ববােধ মিলে মিশে একাকার হয়ে গেছে। আনন্দময়ী-র মতাে ভারতমাতার কাছেও কোনাে জাত-পাতের ভেদাভেদ নেই, জাত থাকলে ভারতবর্ষ যুগে যুগে মহামানবের মিলনক্ষেত্র হয়ে উঠতাে না। অপরিসীম সহনশীলতা ও সুগভীর স্নেহ দিয়ে ভারতবর্ষ বহু শতাব্দী ধরে কত বিচিত্র জনগােষ্ঠীকে বেঁধে রেখেছে। কবির ভারতবর্ষে সহস্র বৈচিত্র্য থাকতে পারে, কিন্তু সংকীর্ণতার কোনাে স্থান নেই সেখানে। সংকীর্ণ। জাত-পাত-বর্ণের গণ্ডী যারা ভাঙতে পেরেছে, তারাই কবির ভারতবর্ষের নাগরিকত্ব লাভ করে ধন্য হয়েছে। গােরা, সুচরিতা, আনন্দময়ী, বিনয়, ললিতা—এঁরা সকলেই সংকীর্ণতার উর্ধ্বে উঠে স্থান পেয়েছে ভারতমাতার অন্তরে। 

মন্তব্য: কবিগুরুর ‘গােরা’ উপন্যাসে জাতীয়তাবাদের অসাম্প্রদায়িক সর্বভারতীয় রূপটি তুলে ধরা হয়েছে। ঐতিহাসিকতায় এই উপন্যাসের গুরুত্ব অনন্য।


[su_posts template=”templates/list-loop.php” posts_per_page=”10″ tax_term=”555″ order=”desc”]

Madhyamik History Notes

[su_posts template=”templates/list-loop.php” posts_per_page=”10″ tax_term=”1090″ order=”desc”]

Madhyamik Suggestion

[su_posts template=”templates/list-loop.php” tax_term=”559″ order=”desc”]

Madhyamik Result & Routine

[su_posts template=”templates/list-loop.php” posts_per_page=”5″ tax_term=”1091″ order=”desc”]