অসহযোগ আন্দোলনে নারীদের ভুমিকা আলোচনা করো।

অসহযোগ আন্দোলনে নারীদের ভুমিকা আলোচনা করো।
উত্তর : সূচনা : গান্ধিজির আন্দোলনের অন্যতম বৈশিষ্ট্য হল নারীদের অংশগ্রহণ। অসহযোগ আন্দোলন পর্বে (১৯২০-২২ খ্রিস্টাব্দে) বহু ভারতীয় নারী নিঃসংকোচ গান্বি আন্দোলনে অংশ নিয়ে আলাদা বৈশিষ্ট্য তৈরি করেছিল।

সরোজিনী নাইডু : অহিংস অসহযোগ আন্দোলনে উল্লেখযোগ্য ভূমিকা নেন সরোজিনী নাইডু। তিনি জাতীয়বাদী আন্দোলনের নারীদের অংশগ্রহণের জন্য অনুপ্রেরণা জোগান।

নেলি সেনগুপ্তা : ১৯২২ খ্রিস্টাব্দে স্টিজার ধর্মঘটে তিনি নেতৃত্ব দেন।
আ্যানি বেসান্ত : ১৯১৬ খ্রিস্টাব্দে হোমরুল লিগ প্রতিষ্ঠা করে আ্যানি বেসাস্ত জাতীয় আন্দোলনে আলাদা জায়গা করে নিয়েছেন।

উর্মিলাদেবী : “নারী সত্যাগ্রহ কমিটি” প্রতিষ্ঠা করে উর্মিলা দেবী দৃষ্টান্ত স্থাপন করেন। তিনি সরকারি নিষেধাজ্ঞাকে অমান্য করে শোভাযাত্রা বের করেন।

বি. আম্মা : গাম্বিজীর ডাসে সাড়া দিয়ে আমেদাবাদে প্রায় ৬০০০ মহিলার সভায় বি. আম্মা বলেন। অসহযোগ আন্দোলনে যোগ দেওয়া প্রতিটি মহিলার একান্ত কর্তব্য।

উপসংহার : গাম্ধিজির আন্দোলনে নারীদের অংশগ্রহণ ইতিহাসের এক অন্যতম অধ্যায়। বহু সংখ্যক নারীর অংশগ্রহণ অসহযোগ আন্দোলনকে ভিন্ন মাত্র প্রদান করে।