১৮৫৭ খ্রিস্টাব্দের বিদ্রোহকে ‘জাতীয় অভ্যুত্থান ‘ বলা হয় কেন?

১৮৫৭ খ্রিস্টাব্দের বিদ্রোহকে ‘জাতীয় অভ্যুত্থান ‘ বলা হয় কেন?
উত্তর : বিনায়ক দামোদর সাভারকর, এঁতিহাসিক ড. সুশোভন সরকার প্রমুখের মতে ১৮৫৭-র বিদ্রোহ ছিল “জাতীয় স্বাধীনতার অভ্যুত্থান”। তাদের মতে ঘটনাপ্রবাহটিকে “জাতীয় উত্থান” বলার কারণগুলি হল–(১) দেশের বিভিন্ন অংশের মানুষ এতে অংশ নিয়েছিলেন এবং (২) ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের মানুষ, বিশেষত উত্তর ভারতের মানুষের ব্যাপকভাবে অংশগ্রহণ করায় বিদ্রোহের আঞলিক বিস্তৃতিটিও ছিল যথেষ্ট