ভাত গল্পের ‌MCQ, উচ্চ মাধ্যমিক বাংলা ভাত MCQ, | ভাত প্রশ্ন উত্তর | ভাত MCQ, SAQ, DTQ

SAQ,উচ্চ মাধ্যমিক বাংলা ভাত গল্পের ‌MCQ

উচ্চমাধ্যমিক ভাত গল্পের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর (SAQ)

উচ্চমাধ্যমিক ভাত গল্পের বড় প্রশ্ন উত্তর (DTQ)

উচ্চমাধ্যমিক সাজেশন, ও অন্যান্য বিষয় গুলি, কে বাঁচায় কে বাঁচে ইত্যাদি


১।
লােকটার চাহনি বড়াে বাড়ির বউয়ের প্রথম থেকেই ভালাে লাগেনি’, কারণ—ঠিক উত্তরটি নির্বাচন কবাে :

(ক) চাহনি কীরকম যেন হিংস্র।
(খ) চাহনি ক্রোধে ক্ষোভে কেমন যেন রক্তাভ।
(গ) চাহনি কীরকম যেন উগ্র।
(ঘ) চাহনি কীরকম যেন প্রতিহিংসাপরায়ণ।

২। লােকটা সম্পর্কে বামুন ঠাকুর কী বলল ?
(ক) ভাত খাবে কাজ করবে।
(খ) দিনমজুরি হিসেবে কাজ করবে।
(গ) মাসকাবারি মজুরির ভিত্তিতে কাজ করবে।
(ঘ) সময়-অবসরে এসে কাজ করবে।

৩। বড়াে পিসির বিয়ের ব্যাপারে খুবই অদ্ভুত কথা, কারণ—
(ক) তার নাকি কয়েক বার বিয়ে হয়েছে।
(খ) তাঁর বিয়ে হয়নি।
(গ) তিনি বিধবা হয়ে বাপের সংসার সামলেছেন।
(ঘ) তিনি বর ছেড়ে এসে বাপের ঘরে থেকেছেন।

৪। অমন বড়ােলােক হয়েও বড়াে পিসির বিয়ে দেয়নি তাঁর বাপ, কারণ—
(ক) বড়াে পিসি ছােটো থেকে বড্ড রুষ্ণ ছিল বলে।
(খ) বড়াে পিসি বিয়ে করতে রাজি হয়নি বলে।
(গ) বড় পিসির পছন্দ মতন বর জোটেনি বলে।
(ঘ) বিপত্নীক বুড়াে বাপের সংসার ঠেলবার জন্যে।

৫। বড়ো পিসির বিয়ের ব্যাপারে বাড়ির লােকেরা কী বলে?
(ক) বিয়ের ব্যাপারে বড়াে পিসির ছিল অসম্মতি।
(খ) বিয়ের ব্যাপারে বড়াে পিসি বর পছন্দ করে উঠতেই পারেনি।
গ) বড় পিসির বিয়ে হয়েছিল ঠাকুরের সঙ্গে।
(ঘ) বড়াে পিসি বিয়ের ছাদনাতলা থেকে সেই যে পালিয়ে
এসেছিল আর ওমুখাে হয়নি।

৬। বড়াে বউ চুপ করে যায়’, কারণ-
(ক) বড়াে পিসির কথায় কেমন যেন রাগরাগ ভাব।
(খ) বড়াে পিসির কথায় আজকাল কেমন যেন একটা ঠস থাকে।
(গ) বড়াে পিসির কথায় কেমন যেন একটা ঈর্ষার ভুল থাকে।
(ঘ) বড়াে পিসির কথায় কেমন যেন প্রতিহিংসার খোচা থাকে।

৭। বড়াে পিসিমা কী শেষ খোচা মারেন ?
(ক) তােমার মরতে-বসা শ্বশুরের জন্যই তাে লােকের ব্যবস্থা।
(খ) তােমার মরতে-বসা শশুরের দেখভালের জন্যই তাে লােক আনা।
গ) তােমার মরতে-বসা শ্বশুরের হােম-যজ্ঞির জন্যে একটা লােক খাবে।
(ঘ) তােমার মরতে-বসা শ্বশুরের পরকালের পুণ্যির জন্যে লােক খাওয়ানাে।

৮। বড়াে বউ কোনাে কথা বলে না, কারণ—
(ক) বড়াে পিসিমার সব কথাই সত্যি।
(খ) বড়াে পিসিমার সব কথাই বানানাে।
(গ) বড় পিসিমার সব কথাই মিথ্যে।
(ঘ) বড়ো পিসিমার সব কথাই হুল-ফোটানােনা।

১.৯। ‘বড়াে বউ প্রায় দৌড়ে চলে যায়, কারণ—
(ক) আজ হােম-যজ্ঞির বাড়িতে কত আয়ােজন করতে হবে।
(খ) আজ হােম-যজ্ঞির বাড়িতে কত কাজ।
(গ) আজ হােম-যজ্ঞির বাড়িতে বসবার ফুরসত কী আছে ?
(ঘ) আজ হােম-যজ্ঞির বাড়িতে গপ্পো করার সময় নেই।

১.১০। এ বাড়ির ছেলেদের চাকরি করা হয়ে ওঠেনি, কারণ—
(ক) তারা বাড়ির কাজে খুবই ব্যস্ত।
(খ) তারা ঘুম থেকে এগারােটার আগে ওঠে না।
(গ) তারা বড্ড বেশি অলস।
(ঘ) তাদের কোনাে কাজে মন ও একাগ্রতা নেই।

১১। আজ এই হােম-যজ্ঞি হচ্ছে, কারণ—
(ক) ডাক্তাররা বলে দিয়েছে।
(খ) গণৎকার হাত দেখে বলেছে।
(গ) তান্ত্রিক সাধু রােগনিরাময়ের জন্য উদ্যোগী হয়েছে।
(ঘ) বাড়ির লােক শেষ চেষ্টা হিসেবে হােম-যজ্ঞি করতে চেয়েছে।

১২। আজ খাওয়াদাওয়া ঝপ করে সারতে হবে, কারণ-
(ক) সবাই তান্ত্রিকের হােম-যজ্ঞি দেখবে।
(খ) সকলে হােম-যজ্ঞিতে অংশ নেবে।
(গ) সকলে হােম-যজ্ঞির সময় বাড়ির বাইরে থাকবে।
(ঘ) হােম-যক্তির আগে সবাইকে খেয়ে নিতে হবে।

১৩। চাল এনে পাহাড় করেছে, কারণ-
(ক) এরা খুব বড়ােলােক।
(খ) এরা চাল জমিয়ে কালােবাজারি করতে চায়।
(গ) বাদায় এদের অনেক জমি, তাই।
(ঘ) এদের আড়তদারি ব্যাবসা আছে।

১৪। কপালটা মন্দ উচ্ছবের ; কারণ-
(ক) রানা খিচুড়ি দেওয়া দিনগুলিতে সে অসুস্থ ছিল।
(খ) রান্না খিচুড়ি যতদিন দেওয়া হচ্ছিল সে ততদিন খেতে পারেনি।
(গ) রান্না খিচুড়ি দেওয়া দিনগুলিতে তার খাওয়া নিষিদ্ধ ছিল।
(ঘ) রান্না খিচুড়ি দেওয়া দিনগুলিতে তাকে খেতে দেওয়া হয়নি।

১৫। মুখবন্ধ টিনের কৌটোর মধ্যে উচ্ছবের কী ছিল ?
(ক) নিভুই উচ্ছব নাইয়ার জমি চেয়ে দরখাস্তের নকল।
(খ) উচ্ছব নাইয়ার শ্রমের সঞ্চিত টাকা।
(গ) উচ্ছবের প্রতিদিন খাওয়ার ওষুধপাতি।
(ঘ) উচ্ছবের ছােটো খােকার ফুড।

১৬। বাসিনীর বােন আর ভাজ কলকাতা যাচ্ছিল, কারণ—
(ক) ওরা কলকাতায় বাস করবে।
(খ) ওরা কলকাতায় লেখাপড়া করবে।
(গ) ওরা কলকাতায় হাতের কাজ শিখবে।
(ঘ) ওরা কলকাতায় কিছুকাল ঠিকে কাজ করবে।

১৭। গ্রামের সবাই বাসিনীর মনিব বাড়ির কী গল্প শুনেছে ?
(ক) বাড়িতে হেলাফেলা ভাত।
(খ) বাড়িতে চাকর-চাকরানির মেলা।
(গ) বাড়িতে অঢেল টাকাপয়সা।
(ঘ) বাড়িতে আসা-যাওয়ার ব্যাপারে খুব কড়াকড়ি।

১৮। কী দেখে উচ্ছব মাথায় হাত দিয়েছিল ?
(ক) মাঠে পাকা ধান নষ্ট হতে দেখে।
(খ) মাঠে ফসল হল না দেখে।
(গ) কার্তিক মাসেই ধান খড় হয়ে গেছে দেখে।
(ঘ) মাঠের ধানে শিষ হয় না দেখে।

১৯। “অঃ উচ্ছব, মনিবের ধান যায় তাে তুই কাদিস কেন ?
(ক) মনিবের ধান না হলে আমাদের পেট চলবে কী করে সেজন্য।
(খ) মনিবের আয় না থাকলে আমাদের কাজ-কাম থাকবে কেন, সেজন্য।
(গ) মনিবের ঘরে ফসল না উঠলে আমরা ভিখিরি হব সেজন্য।
(ঘ) লক্ষ্মী না আসতে সেধেভাসান যাচ্ছে কাঁদব না এতটুকু।

২০। ক্ষুধার্ত উচ্ছব তাড়াতাড়ি হাত চালায়, কারণ—
(ক) হােমের কাঠ তাড়াতাড়ি দরকার।
(খ) কাঠ না হলে হােম-যজ্ঞি শুরুই হবে না।
গ) কাঠ কাটলে হােম হবে, হােম হলে তবে ভাত।
(ঘ) হােমের কাঠ জোগান দিতে না পারলে ভাত পাবে না।

২১। উচ্ছৰ চান করবে না, কারণ—
(ক) তার বেশ বেলা করে চান করা অভ্যেস।
(খ) মাথায় জল দিলে পেট মানতে চায় না মােটে।
(গ) যে-কোনাে জায়গার জল তার সহ্য হয় না।
(ঘ) চান করলে শরীরটা কেবল খাই খাই করে।

২২। বাসিনী থমকে দাঁড়ায়, কারণ-
(ক) উচ্ছবকে ভাতের ডেকচি নিয়ে ছুটে পালাতে দেখে।
(খ) উচ্ছৰকে ভাত গােগ্রাসে গিলতে দেখে।
(গ) উচ্ছবকে দাঁত বের করে কামটের মতাে হিংস্র ভঙ্গি করতে দেখে।
(ঘ) উচ্ছবকে ডেকচিটি গায়েব করার মতলব আঁটতে দেখে।

১.২৩। মারতে মারতে উচ্ছবকে ওরা থানায় নিয়ে যায়, কারণ—
(ক) পিতলের ডেকচি চুরি করার অপরাধে।
(খ) বাবুর বাড়ি চুরি করার মতলব আঁটার অপরাধে।
(গ) ভাতের জন্য খুনখারাবির অপরাধে।
(ঘ) বউ-ছেলেমেয়েকে খেতে না দেওয়ার অপরাধে।

১.২৪। আসল বাদাটার খোঁজ করা হয় না আর উচ্ছবের, কারণ—
(ক) তার গাড়িভাড়ার পয়সা নেই।
(খ) মেহনত করার মতাে তার শরীরে আর বল নেই।
(গ) খুঁজতে যাওয়ার মতাে সাহসী সঙ্গী নেই।
(ঘ) সে থানায় কয়েদ হওয়ার জন্য বেরােতে পারছে না।

২৫। লােকটার চাহনি প্রথম থেকেই বড়ােবাড়ির কার ভালাে লাগছিল না ?
(ক) বড় বউয়ের।  (গ) বড়াে পিসির।
(খ) মেজো বউয়ের। (ঘ) ছােটো বউয়ের।

২৬। লােকটার চাহনি কেমন ছিল?
(ক) নরম। (গ) উগ্র।
(খ) নম্র। (ঘ) প্রখর।

২৭। বড়ােবাড়ির সংসারে সবকিছু চলে কার নিয়মে ?
(ক) বড়াে বউয়ের। (গ) বড়াে কর্তার।
(খ) বড়ো পিসির। (ঘ) বড়াে ছেলের।

২৮ | বাসিনী বড়ােবাড়ির কে ?
(ক) বউ। (গ) গিন্নি।
(খ) মেয়ে। (ঘ) চাকরানি।

২৯। বড়ােবাড়ির বুড়াে কর্তার বয়স কত?
(ক) একাশি। (গ) তিরাশি।
(খ) বিরাশি। (ঘ) চুরাশি।

৩০। রেঁধে-বেড়ে শাশুড়িকে খাওয়ানাে কার কাজ ?
(ক) মেজো বউয়ের। (গ) ছােটো বউয়ের।
(খ) বড় বউয়ের। (ঘ) সেজো বউয়ের।

৩১। বড়ােবাড়ির দেবত্র বাড়ি ক-খানা ?
(ক) যােলাে। (গ) আঠারাে।
(খ) সতেরাে। (ঘ) উনিশ।

৩২। কার কাছে শ্বশুর আর ঠাকুরদেবতা সমান ?
(ক) ছােটো বউয়ের। (গ) সেজো বউয়ের।
(খ) মেজো বউয়ের। (ঘ) বড়াে বউয়ের।

৩৩। বড়ােবাড়ির হােম-যজ্ঞি করতে কে এসেছে?
(ক) ব্রাত্মণ পুরােহিত। (গ) তান্ত্রিক।
(খ) বেদজ্ঞ পণ্ডিত। (ঘ) শাস্ত্রজ্ঞ শিরােমণি।

৩৪। হােম করে তান্ত্রিক শ্বশুরের প্রাণটিকে কীসে ধরে রাখবে ?
(ক) হাত-আরশিতে। (গ) বেশ্যাঘরের মাটিতে।
(খ) বিড়ালের লােমে। (ঘ) মন্ত্রের নাগপাশে।

৩৫। কী চালের ভাত নিরামিষ ডাল-তরকারির সঙ্গে ?
(ক) পদ্মজালি। (গ) কনকপানি।
(খ) মােটা সাপটা। (ঘ) ঝিঙেশাল।

৩৬। বড়ােবাড়িতে ভাত হয় মােট ক-ভাগে ?
(ক) চার। (গ) ছয়।
খ) পাঁচ। (ঘ) সাত।

৩৭। ঝড়বৃষ্টির বাতাসের চাবুকে কার জল ছটফটিয়ে উঠেছিল ?
(ক) বিদ্যাধরীর। (গ) মাতলার।
(খ) ইছামতীর। (ঘ) রায়মঙ্গলের।

৩৮। নিভুই উচ্ছবের জমি চেয়ে দরখাস্তের নকল ছিল কীসে?
(ক) কৌটোয়। (গ) সিন্দুকে।
(খ) বাক্সে। (ঘ) আলমারিতে।

৩৯। কে হঠাৎ খুব বুদ্ধিমান সাজতে চায় ও বলে, সে এটা কতা বটে ?
(ক) সতীশবাবু। (গ) চনুনীর মা।
(খ) উচ্ছব। (ঘ) বড়াে পিসি।

৪০। বড় খিদে নেগেচে মা গাে!-মা কে?
(ক) বাড়ির গিন্নি। (গ) বড়াে পিসি
(খ) বাড়ির বড়াে বউ। (ঘ) বুড়াে কর্তার খাস ঝি।

৪১। গরিবের গতর এরা শস্তা দেকে’—কে বলেছে ?
(ক) রাঁধুনি ঠাকুর। (গ) বুড়াে কর্তার খাস ঝি।
(খ) বাসিনী। (ঘ) বাড়ির দরােয়ান।

৪২। কার মৃতিচ্ছনের কথা বলেছিলেন সতীশবাবু ?
(ক) উচ্ছবের। (গ) চনুনীর মায়ের।
(খ) সাধনবাবুর। (ঘ) বাসিনীর।

৪৩। পেটে ভাত নেই বলে উচ্ছবও কী হয়ে আছে ?
(ক) পাগল। গ) প্রেত।
(খ) ক্ষুব্ধ (ঘ) আধমরা।

৪৪। উচ্চব ক-ভাগে কাঠ রেখে আসে দালানে ?
(ক) দুই। (গ) চার।
(খ) তিন। (ঘ) পাঁচ।

৪৫। ডাক্তারকে কল দিন’—এ কথা কে বলল ?
(ক) বড় বউ। (গ) বড়াে পিসি।
(খ) নার্স। (ঘ) বুড়াে কর্তার খাস ঝি।

৪৬। চাতালে শুয়ে-থাকা উচ্ছবের ঘুম ভাঙে কখন ?
(ক) সকালে। (গ) সাঁঝবেলায়।
(খ) দুপুরে। (ঘ) রাত্রিতে।

৪৭। উচ্ছব বাড়িতে ঢুকে বড়াে পিসির কী শােনে ?
(ক) খেদ। (গ) কান্না।
(খ) আক্ষেপ। (ঘ) বিলাপ।

৪৮। বড়ো পিসি কাকে জিজ্ঞেস করে কেত্তন বলা হয়েছে কি না ?
(ক) বড়াে খোকা। (গ) ছােটো খােকা।
(খ) মেজো খােকা। (ঘ) বাড়ির ম্যানেজার।

৪৯। উচ্ছবের মাথা থেকে কী সরে যায় ?
(ক) ভাবনা। (গ) মেঘ।
(খ) বদচিন্তা। (ঘ) দুর্ভাবনা।

৫০। কনকপানি’ চালের ভাত খান-
(ক) বড়ােবাবু। (গ) ছােটোবাবু।
(খ) মেজোবাবু। (ঘ) পিসিমা।

৫১। বড়াে বাড়িতে মেজো আর ছােটো ছেলের জন্য বারােমাস কোন্ চাল রান্না হয় ?
(ক) ঝিঙেশাল। (গ) পদ্মজালি।
(খ) রামশাল। (ঘ) কনকপানি।

১.৫২। এ বাড়ির ছেলেদের চাকরি করা হয়ে ওঠেনি’, কারণ—
(ক) তারা ঘরজামাই থাকে।
(খ) তারা এগারােটার আগে ঘুম থেকে ওঠে না।
(গ) তারা অসুস্থ।
(ঘ) তারা বাড়ির কাজে ব্যস্ত।

১.৫৩। বড়াে বাড়িতে কনকপানি চালের ভাত রান্না হয়—
(ক) বামুন চাকর ঝি-দের জন্য।
(খ) মেজো আর ছােটোর জন্য।
(গ) বড়ােবাবুর জন্য।
(ঘ) নিরামিষ ডাল তরকারির সঙ্গে খাবার জন্য।

১.৫৪। “কালাে বিড়ালের ললাম আনতে গেছে”
(ক) ভজন চাকর (গ) উচ্ছব
(খ) বড়ােপিসিমা (ঘ) বড়াে বউ।