ফরাজি আন্দোলনের গুরুত্ব কী ছিল ?

ফরাজি আন্দোলনের গুরুত্ব কী ছিল ?
উত্তর : ১৮১৮-৬০ খ্রিস্টাব্দ পর্যন্ত চলা ফরাজি আন্দোলনের পুরুত্বগুলি ছিল-_ (১) জমিদার ও নীলকরদের বিরুদ্ধে কৃষকেরা এঁক্যবদ্ধ হয়েছিল। (২) ইসলাম ধর্মের অভ্যস্তরীণ সংস্কারের কাজে উল্লেখযোগ্য অগ্রগতি ঘটেছিল। (৩) ধর্মীয় আন্দোলনরূপে শুরু হয়ে এটি ব্রিটিশ বিরোধী আন্দোলনে পরিণতি পেয়েছিল।