বাংলার ফরাজি আন্দোলন সম্পর্কে যা জানো লেখো।

বাংলার ফরাজি আন্দোলন সম্পর্কে যা জানো লেখো।
উত্তর : ভূমিকা : ইসলামের শুদ্ধিকরণের উদ্দেশ্য নিয়ে ফরাজি আন্দোলনের সূত্রপাত ঘটেছিল। এই আন্দোলনের ফলে পরবর্তীকালে ফলে নতুন বৈশিষ্ট্যের সমাগম ঘটেছিল।
১। সূত্রপাত : ফরাজি আন্দোলনের সূত্রপাত করেছিলেন হাজি শরিয়ৎ উল্লাহ। এই উদ্দেশ্য তিনি ফরাজি নামে একটি আলাদা সম্প্রদায়ের সূত্রপাত করেন।

২। বিশ্বাস : ভারতবর্ষকে বিধর্মীদের দেশ বা “দার-উল-হারব’ বলে মনে করতেন হাজি শরিয়ৎ উল্লাহ এবং তিনি অনুগামীদের কোরাণ নির্দিষ্ট মুসলমানের আদর্শ ও কর্তব্যগুলি বিশ্বাসের সাথে পালনের নির্দেশ দেন।
৩। ইসলামের শুদ্ধিকরণ : চরিত্রগত দিক থেকে এটি ছিল ধর্মীয় আন্দোলন। কারণ ইসলামের শুদ্ধিকরণ ছিল এই আন্দোলনের মুখ্য উদ্দেশ্য।
৪। আন্দোলনের অবসান : দুদুমিঞার মৃত্যুর পর তার পুত্র নোয়ামিঞার নেতৃত্বে আন্দোলন দূর্বল হয়ে পড়ে এবং তার ধর্মীয় চরিত্র প্রবল ভাবে প্রকট হয়ে পড়ে।
উপসংহার : ফরাজি আন্দোলনের মধ্যে যেমন চরিত্রগত ভাবে কৃষক আন্দোলনের বৈশিষ্ট্য লক্ষ করা যায়, তেমনি ধর্মীয় না৷ তাকে অস্বীকার করার উপায় নেই। না বৈশিষ্ট্য ও এই আন্দোলনের মধ্যে রয়ে গেছে,