আনন্দমঠ উপন্যাসটি কীভাবে জাতীয়তাবাদী চেতনা বিস্তারে সহায়তা করেছিল

 চতুর্থ অধ্যায় 

সংঘবদ্ধতার গােড়ার কথা বিশ্লেষণ ও বৈশিষ্ট্য

[su_posts template=”templates/list-loop.php” posts_per_page=”3″ tax_term=”559″ order=”desc”]

বিশ্লেষণধর্মী প্রশ্নোত্তর: প্রশ্নমান ৪

‘আনন্দমঠ উপন্যাসটি কীভাবে জাতীয়তাবাদী চেতনা বিস্তারে সহায়তা করেছিল?

উত্তর: বাংলা উপন্যাসে স্বদেশচিন্তা ও জাতীয়তাবােধের বিকাশের এক উজ্জ্বলতম দৃষ্টান্ত হলাে বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ।

প্রকাশ: ১৮৮২ খ্রিস্টাব্দে আনন্দমঠ গ্রন্থাকারে প্রকাশিত হয়।

বিষয়বস্তু: ছিয়াত্তরের মন্বন্তর ও সন্ন্যাসী-ফকির বিদ্রোহের পটভূমিকায় রচিত আনন্দমঠ উপন্যাসে জনজীবনের কোলাহল থেকে দূরে এক নিভৃত স্থানে একটি মঠ গঠনের কথা বলা হয়েছে। এই মঠে বসবাসকারী সর্বত্যাগী সন্ন্যাসীরা দেশমাতৃকার মুক্তির জন্য নিবেদিতপ্রাণ। তাদের লক্ষ্য আত্মমুক্তি নয়, দেশমাতৃকার মুক্তি। আনন্দমঠে তাদের মুক্তি সংগ্রামের কাহিনিই বিবৃত হয়েছে।

বন্দেমাতরম্ সংগীত: আনন্দমঠ’-এ উল্লেখিত বন্দেমাতরম্ হলো দেশপ্রেমের মহাসংগীত, জাতীয়তাবাদের বেদ-বাইবেল-গীতা। এই ‘মা’ হলেন জননী-জন্মভূমি দেশমাতৃকা। তিনি মাতৃভক্ত সন্তানের একমাত্র আরাধ্যা। ‘বন্দেমাতরম্ সংগীত সশস্ত্র বিপ্লবীদের অন্যতম অভিমন্ত্রে পরিণত হয়। এই মন্ত্রে উজ্জীবিত হয়েই তারা মৃত্যুভয়হীন চিত্তে মাতৃমুক্তির যজ্ঞে নিজেদের আহূতি দিতেন।

সন্তানাদল: ‘আনন্দমঠ’-এ বঙ্কিমচন্দ্র সন্তানদলকে দেশমাতৃকার সেবায় নিবেদিতপ্রাণ হিসাবে তুলে ধরেছেন। তারা অত্যাচারী ব্রিটিশ শাসনের ধ্বংসের শপথ নেয়। এই লক্ষ্যে গভীর অরণ্যাশ্রমে তারা মাতৃমূর্তি প্রতিষ্ঠা করে। সন্তানদলের ত্যাগ, বৈরাগ্য ও মাতৃভূমির স্বাধীনতার জন্য সর্বস্ব সমর্পণের আদর্শ পরবর্তীকালে বাংলা তথা ভারতের বিপ্লবীদের স্বাধীনতা সংগ্রামের প্রেরণা জোগায়।

মন্তব্য: উনিশ শতকের শেষলগ্নে জাতীয় জীবনের এক ক্রান্তীলগ্নে প্রকাশিত হয়ে এই মহাগ্রন্থটি ভারতবাসীকে জাতীয়তাবােধ ও দেশপ্রেমের এক মহত্তর আদর্শে দীক্ষিত করেছে। ভাবসম্পদ, চিন্তার ঐশ্বর্য এবং বুদ্ধির দীপ্তিতে আনন্দমঠ’ ফরাসি বিপ্লবের অন্যতম অনুপ্রেরণা রুশাের ‘সােশ্যাল কন্ট্রাক্ট’কেও ছাপিয়ে যায়।


[su_posts template=”templates/list-loop.php” posts_per_page=”10″ tax_term=”555″ order=”desc”]

Madhyamik History Notes

[su_posts template=”templates/list-loop.php” posts_per_page=”10″ tax_term=”1090″ order=”desc”]

Madhyamik Suggestion

[su_posts template=”templates/list-loop.php” tax_term=”559″ order=”desc”]

Madhyamik Result & Routine

[su_posts template=”templates/list-loop.php” posts_per_page=”5″ tax_term=”1091″ order=”desc”]