IACS পরিচালিত গোষ্ঠী এবং প্রতিষ্ঠার সঙ্গে যুত্ত ব্যক্তিদের সম্পর্কেআলোচনা করো।অথবা- বিজ্ঞান চায় ইন্ডিয়ান আযাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স এরঅবদান আলোচনা করো।

IACS পরিচালিত গোষ্ঠী এবং প্রতিষ্ঠার সঙ্গে যুত্ত ব্যক্তিদের সম্পর্কে আলোচনা করো।
       অথবা
বিজ্ঞান চায় ইন্ডিয়ান আযাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স এর অবদান আলোচনা করো।
উত্তর : ভূমিকা : ইন্ডিয়ান আ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স যা প্রতিষ্ঠিত হয়েছিল ১৮৭৫ খ্রিস্টাব্দের ২৯ জুলাই। ডাঃ মহেন্দ্রলাল সরকার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানটির সভাপতি ছিলেন তিনিই ।
পরিচালন গোষ্ঠী : IACS-এর প্রথম অধিকর্তা ছিলেন প্যারিমোহন মুখার্জি । ১৯১২ খ্রিস্টাব্দে প্রথম ভারতীয় হিসাবে তিনি এর প্রেসিডেন্ট পদ লাভ করেন।

IACS এর সঙ্গে যুত্ত ব্যস্তিবর্গ : IACS নামক প্রতিষ্ঠানটির বহু গুণী ব্যস্তিবর্গ যুত্ত ছিলেন। এখানে যাঁরা গবেষণার কাজে যুত্ত ছিলেন তাঁদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন জগদীশচন্দ্র বসু, আশুতোষ মুখোপাধ্যায় প্রমুখ

১। সি. ভি. রমন : ১৯০৭ খ্রিস্টাব্দে কলকাতায় কেন্দ্রীয় হিসাব রক্ষক অফিসের ১৯ বছর বয়সের এক সাধারণ যুবক সি.ভি.রমন এই প্রতিষ্ঠানে গবেষণার কাজে যোগ দেন।
২। মেঘনাদ সাহা : বিখ্যাত বিজ্ঞানী মেঘনাদ সাহা এই প্রতিষ্ঠানে গবেষণা করেছেন। তিনি এখানে একটি পৃথক গবেষণা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন।
৩। জগদীশচন্দ্র বসু : এই প্রতিষ্ঠানে বিজ্ঞান বিষয়ে বিভিন্ন বন্তৃতা রাখা হত। এই সমস্ত বস্তাদের মধ্যে জগদীশচন্দ্র বসু ছিলেন অন্যতম।
উপসংহার : মহেন্দ্রলাল সরকারের মৃত্যুর পর তার পুত্র অমৃতলাল সরকার এই প্রতিষ্ঠানটির দায়ভার নেন। বাংলাদেশের বিজ্ঞান গবেষণায় এর অবদান অবিস্মরণীয়।