Higher secondary new question and answer sheet model 2020//class 12 WBCHSE answer sheet model.(Bengali)

উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য সুখবর । আগামী বছর থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে QAB সিস্টেমে । উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশের দিন সাংবাদিকদের এমন বার্তা আগেভাগেই দিয়েছিলেন পর্ষদ সভাপতি মহুয়া দাস । বুধবার পর্ষদের বৈঠকে সেই সিদ্ধান্তেই শিলমােহর দিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ ।

এদিন , উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের বৈঠকে সিদ্ধান্ত হয় আগামী বছর থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে QAB সিস্টেমে । উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশের দিন এই সিদ্ধান্তের আগাম বার্তা দিয়েছিলেন পর্ষদ সভাপতি । এবার তাতে শিলমােহর পড়ল । উচ্চ মাধ্যমিকের ফলাফল | প্রকাশের দিন পর্ষদ সভাপতি জানান আগামী বছর থেকে কারচুপি রুখতে এবং ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার আঙ্গিকে এগিয়ে নিয়ে যেতে সর্বোপরি তাদের সুবিধার্থেই আগামী বছর থেকে উচ্চ মাধ্যমিকে চালু হতে পারে QAB ( কোশ্চেন আন্সার বুকলেট ) সিস্টেম । যে পদ্ধতিতে আলাদা করে প্রশ্ন ও উত্তরপত্র থাকবে না । পুরাে বিষয়টাই হবে একসাথে – এক পত্রে ।

একটি খাতাতেই পরীক্ষা নেওয়া হবে উচ্চ মাধ্যমিকের । আলাদা করে দুটো ভাগে থাকবে না । এরফলে প্রশ্নপত্র কেউ বাড়ি নিয়ে যেতে পারবে না । প্রশ্ন ফাঁসের সমস্যাও অনেকখানি মিটবে । এছাড়া উত্তরপত্রে ছাত্রছাত্রীরা মেন আমার সিটের পাশাপাশি আলাদা করে সিট নিইয়ে তা জুড়ে দেন । সেক্ষেত্রে খাতা দিলে অনেক সময় খাতা খুলে যাওয়ার সম্ভবনা থেকেই যায় । এই বিষয়টি থেকেও রেহাই মিলবে । উচ্চ শিক্ষা ক্ষেত্রে যেমনভাবে পরীক্ষা হয় সেভাবে পরীক্ষা হলে আগামী দিনে ছাত্রছাত্রীদের সুবিধা হবে ।

1. একাদশ শ্রেণি বাংলা বিষয়

2. একাদশ শ্রেণি “SAQ” বিষয় ইংরেজি

3. দ্বাদশ শ্রেণী ইংরেজি বিষয়

4. রূপনাৱানেৱ কূলে কবিতার বড় প্রশ্ন এবং উত্তর (উচ্চমাধ্যমিক)

5. রাষ্ট্রবিজ্ঞান দ্বাদশ শ্রেণী

6. দ্বাদশ শ্রেণীর ইতিহাস বিষয়

7. দ্বাদশ শ্রেণী ভূগোল বিষয়

8. দ্বাদশ শ্রেণী ইংরেজি বিষয়

9. কম্পিউটার অ্যাপ্লিকেশন বিষয় দ্বাদশ শ্রেণি

10. একাদশ শ্রেণি বিষয় ইংরেজি

12. উচ্চমাধ্যমিক”শিক্ষা বিজ্ঞান বিষয় এর (SAQ)” অধ্যায়(1) “শিখন(Learning)”

13. উচ্চমাধ্যমিক”শিক্ষা বিজ্ঞান বিশ্বের বড় প্রশ্ন এবং উত্তর” অধ্যায়(1) “শিখন(Learning)”

14. উচ্চমাধ্যমিক শিক্ষা বিজ্ঞান বিষয়

15. CLASS 12 BENGALI MCQ

http://wbanswer.com