corona virus current affairs (23Mar)করোনা ভাইরাস কারেন্ট অ্যাফেয়ার্স

  ১. করোনা ভাইরাস প্রথম কত  সালে আবিষ্কার হয় ?

উঃ- করোনা ভাইরাস প্রথম আবিষ্কার হয় ১৯৬০ সালে।

২. বর্তমানে যে করোনা ভাইরাস টি হচ্ছে তার নাম কী?

উঃ বর্তমানে যে করোনা ভাইরাস টি হচ্ছে তার নাম হল নভেল করোনা ভাইরাস।


৩. এখনো পর্যন্ত কতগুলি দেশে করোনা ভাইরাস হয়েছে?

উঃ মোট 121 টি দেশে করোনা ভাইরাস হয়েছে।

 

৪. চীনের কোন শহরে প্রথম করোনা ভাইরাস দ্বারা মানুষ সংক্রামিত হয়?

উঃ চীনের উহান শহরে প্রথম করোনা ভাইরাস দ্বারা মানুষ সংক্রামিত হয়।

৫. করোনা ভাইরাস দ্বারা আক্রান্ত ব্যক্তির প্রাথমিক লক্ষণ কী?

উঃ জ্বর, অবসাদ, কাশি, বমি হওয়া, শ্বাসকষ্ট, গলা ব্যাথা, অঙ্গ বিকল হওয়া, মাথাব্যথা, পেটের সমস্যা, ইত্যাদি।

৬. করোনা ভাইরাসের কতগুলি প্রজাতি মানুষের দেহে সংক্রামিত হতে পারে ?

উঃ ৭ টি

৭. করোনা ভাইরাসে কাদের মৃত্যুর সম্ভাবনা সবথেকে বেশি?

উঃ চীন থেকে পাওয়া তথ্য অনুযায়ী নারীদের থেকে পুরুষদের মৃত্যুর সম্ভাবনা সামান্য বেশি, (বুড়ো ও বাচ্চা)

৮. কোন প্রাণী থেকে করোনা ভাইরাসটি ছরিয়েছে ?

উঃ সঠিক ভাবে প্রাণীটিকে সণাক্ত করা যায়নি। মুরগি, বাদুড়, খরগোশ, সাপ, এসব প্রাণী করোনা ভাইরাসের উৎস হতে পারে।

৯. করোনা ভাইরাস কিভাবে হয়?

উঃ হাঁচি ও কাশির মাধ্যমে এক ব্যক্তির শরীর থেকে অপর ব্যক্তির শরীরে এই ভাইরাসটি চলে যায়।

১০. মাস্ক ইউজ করলে কী করোনা ভাইরাস থেকে বাঁচা যাবে ?

উঃ যেকোন ভাইরাস এত সুক্ষ হয় যে তা মেডিক্যাল মাস্কের ভেতর দিয়ে সহজেই প্রবেশ করতে পারে তবে আপনি যদি এন 95 নামে বিশেষ এই মাস্ক পড়তে পারেন তবে ঝুঁকি অনেকটাই কমে যায় এছাড়া অন্যদের হাঁচি ও কাশি থেকে অবশ্যই আপনাকে দূরে থাকতে হবে।

১১. টাকার মাধ্যমে বা অন্য কোন জিনিসের মাধ্যমে করোনা ভাইরাস কী ছড়াতে পারে?

উঃ পণ্যের মাধ্যমে করোনা ভাইরাস ছড়ানোর কোন প্রমাণ এখনও পাওয়া যায়নি। এই ভাইরাস দ্বারা আক্রান্ত ব্যক্তি যদি কোন জিনিসের ওপর কফ ফেলেন বা হাঁচি দিয়ে থাকলে তাহলে ওই বস্তু পরিবহন করা হলে কিছুটা সম্ভাবনা থাকতে পারে। তবে এই সম্ভাবনা অনেকটাই কম। কারণ এই ভাইরাস গুলি মানবদেহের বাইরে ২৪ ঘন্টা বেশি সক্রিয় থাকে না।

১২. এই ভাইরাসটির নাম করোনা রাখা হলো কেন?

উঃ অণুবীক্ষণ যন্ত্র দিয়ে তোলা ছবিতে এই ভাইরাসটি দেখতে মুকুটের মতো বলেই এই নামকরণ করা হয়। করোনা শব্দের বাংলা অর্থ হল মুকুট।