রাষ্ট্রবিজ্ঞান গুরুত্বপূর্ণ 16 টি শর্ট প্রশ্ন এবং উত্তর (HS/12)

রাষ্ট্রবিজ্ঞান গুরুত্বপূর্ণ 16 টি শর্ট প্রশ্ন এবং উত্তর

রাষ্ট্রবিজ্ঞান গুরুত্বপূর্ণ 16 টি শর্ট প্রশ্ন এবং উত্তর
রাষ্ট্রবিজ্ঞান গুরুত্বপূর্ণ 16 টি শর্ট প্রশ্ন

[sc name=”c2pss”]

নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও-


১। কাদের মধ্যে ঠান্ডা লড়াই হয়েছিল ?

উঃ- মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্ব পুজিবাদি এবং সােভিয়েত ইউনিয়ণ এর নেতৃতে সমাজ্ব তান্ত্রিক জোট।

২। সুয়েজ সংকট কবে দেখা দেয় ?
উঃ- ১৯৫৬ খ্রীষ্টাব্দে সুয়েজ সংকট সংগঠিত হয়।

৩) দক্ষিণ দক্ষিণ সহযােগিতা বলতে কি বােঝ?
উঃ- দক্ষিণ গােলার্ধের উন্নয়নশীল দেশগুলির মধ্যে পারস্পরিক সহযােগিতা।

অথবা,- জোটনিরপেক্ষ রাষ্ট্রগুলির প্রথম শীর্ষ সম্মেলন কবে কোথায় অনুষ্ঠিত হয় ?
উঃ- বেলগ্রেট,।

৪। ভারতের পররাষ্ট্রনীতির লক্ষ্য কী?
উঃ- বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করা।

৫। সিমলা চুক্তি কবে এবং কেন সম্পাদিত হয় ?
উঃ- ১৯৭২ কাশির সমস্যা সমাধানের জন্য ভারত ও পাকিস্থানের মধ্যে।

৬। C T BT-এর পুরাে কথা কী ?
উঃ- The Comprehensive Nuclear-Test-Ban Treaty

অথবা, সার্ক গঠনের প্রস্তাব কে প্রথম দেন ?
উঃ- বাংলাদেশের প্রক্তন রাষ্ট্রপতি জিয়াউর রহমান।

৭। সম্মিলিত জাতিপুঞ্জের পূর্বসুরি প্রতিষ্ঠানটির নাম কী ?
উঃ- জাতিসংঘ।

৮। সাধারণ সভার বার্ষিক অধিবেশন কবে বসে?
উঃ- প্রতিবছর সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার।

৯। নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের ভেটো প্রদান ক্ষমতার অর্থ কী ?
উঃ- পদ্ধতিগত বিষয় ছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তাদের অসম্মতি সূচক ভােটদানের অধিকার রয়েছে।

১০। অর্থনৈতিক ও সামাজিক পরিষদের অধীন দুটি আঞ্চলিক কমিশনের নাম লেখাে।
উঃ- ECA-Economic commission for Africa
ECA-Economic commission for Europe.

১১। দ্বিকক্ষবিশিষ্ট রাজ্য আইনুসভার দ্বিতীয় কক্ষটির নাম কী ?
উঃ- বিধান পরিষদ।

১১। বহু পরিচালক বিশিষ্ট শাসন বিভাগের একটি উদাহরণ দাও।
উঃ- সুইজারল্যান্ড।

অথবা, বিচারবিভাগের স্বাধীনতা রক্ষার দুটি পদ্ধতি উল্লেখ করাে। 

উঃ- ক) বিচারপতিদের সুনির্দিষ্ট যােগ্যতা। খ) বিচারপতিদের নিয়ােগ পদ্ধতি। গ) যথাযথ বেতন ও ভাতা।

১৩। ভারতে উপরাষ্ট্রপতির প্রধান কাজ কি?
উঃ- রাজ্যসভায় সভাপতিত্ব করাই হল উপরাষ্ট্রপতির প্রধান কাজ।

১৪।ভারতের প্রধানমন্ত্রীর যে কোনাে দুটি ক্ষমতার উল্লেখ করাে।
উঃ—অন্তত ৩৫ বছর বয়স হতে হবে রাজ্যপাল পদে নিযুক্ত হওয়ার জন্য।

৩। ভারতের প্রধান মন্ত্রীর যে কোনাে দুটি ক্ষমতার উল্লেখ করাে। ২০১৮
উঃ—ভারতের প্রধানমন্ত্রীর অন্যতম দুটি ক্ষমতা হল(১)মন্ত্রীদের নিয়ােগ বা পদচ্যুতির বিষয়ে তিনিই সিদ্ধান্ত নেন।তাঁর পরামর্শ অনুযায়ী রাষ্ট্রপতি মন্ত্রীদের নিয়ােগ বা পদচ্যুতকরেন।(২) লােকসভার নেতা হিসাবে লােকসভার অধিবেশন সংক্রান্ত সিদ্ধান্ত তিনিই নেন।

১৫। গ্রাম পঞ্চায়েতের প্রধান কর্মকর্তা কে ?
উঃ- গ্রাম প্রধান।

১৬। পৌরসভার দুটি আবশ্যিক কাজ উল্লেখ করাে।
উঃ- ১) পূর্ত বিষয়ক ২) নগর পরিকল্পনা ও উন্নয়ন ৩)প্রশাসন বিষয়ক।

অথবা, বরাে -কমিটি কিভাবে গঠিত হয় ?
উঃ-  প্রতিটি বরাে এলাকার নির্বাচিত কাউন্সিলারদের নিয়ে বরাে কমিটি গঠিত হয়।

 

[sc name=”last”]