ভারতসভা কোন্‌ কোন্‌ আন্দোলন করেছিল ?

ভারতসভা কোন্‌ কোন্‌ আন্দোলন করেছিল ?

উত্তর : সর্বভারতীয় রাজনৈতিক প্রতিষ্ঠান রূপে যে সকল আন্দোলনে উল্লেখযোগ্য ভূমিকা নেয় সেগুলি হল–(১) আই. সি. এস. পরীক্ষায় পরীক্ষার্থীদের বয়সসীমা ২১ বছর থেকে কমিয়ে ১৯ বছর করার বিরুদ্ধে আন্দোলন, (২) লর্ড লিটন ও অন্যান্য গভর্নরদের আমলে চালু হওয়া নানাবিধ কালা-কানুন যথা মাতৃভাষা সংবাদপত্র আইন, অস্ত্র আইন প্রভৃতির বিরুদ্ধে প্রতিবাদী আন্দোলন গড়ে তোলা, (৩) লর্ড রিপন আইন ব্যবস্থায় সমতা প্রতিষ্ঠার জন্য ইলবার্ট বিল তৈরি করলে তার সমর্থনে আন্দোলন প্রভৃতি