বাংলা গুরুত্বপূর্ণ ২০টি শর্ট প্রশ্ন উত্তর (উচ্চমাধ্যমিক-১২)

বাংলা গুরুত্বপূর্ণ ২০টি শর্ট প্রশ্ন উত্তর

Class / শ্রেণী 12 / দ্বাদশ
বিষয় বাংলা
প্রশ্নের মান 5 নম্বরের প্রশ্ন

সঠিক উত্তরটি নির্বাচন করো –


১। নিখিলের অবসর জীবনটা কাটাতে চায়-
উত্তর- বই পড়ে আর চিন্তার জগৎ গড়ে।

২। কনক পানি চালের ভাত খায়-
উত্তর- বড়োবাবু

৩। একসময় দাগি ডাকাত ছিল-
উত্তর- নিবারণ বাগদি

৪। রূপনারাণের কূলে/ জেগে উঠিলাম’- জেগে উঠে কবি কি দেখলো।
উত্তর- এ জগৎ স্বপ্ননয়

৫। আকাশে জ্বলছে এখনও আকাশে জ্বলছে
উত্তর- তারা

৬। অবসন্ন মানুষের শরীরে দেখি –
উত্তর- ধুলোর কলঙ্ক

৭। আমার দরকার শুধু-
উত্তর- গাছ দেখে যাওয়া

৮। সে তো কবিতায় জাগে’- সে ই হল–
উত্তর- কবির বিবেক।

৯। বহুরূপী তখন লাটে উঠবে’ বহুরূপী একটি–
উত্তর- নাট্যগোষ্ঠী

১০। গ্ৰিণরুমে ঘুমাই – কে ঘুমোন ?
উত্তর- কালিনাথ সেন

১১। আমাদের মনে হয় এর নাম, হওয়া উচিত…’
উত্তর- অভাব নাটক

১২। নানা রঙেরদিন নাটকের অভিনেতা রজনীকান্তর বয়স ?
উত্তর- ৬৮ রছর

১৩। থিবসের দরজা ছিল-
উত্তর- সাতটি

১৪। -বলী কান্ধারী ছিলেন একজন-
উত্তর- দরবেশ

১৫। প্রথম ভারতীয় সবক ছবি-
উত্তর- আলম আরা

১৬। মারকিউরাস নাইট্রাইট এর আবিষ্কারক-
উত্তর- প্রফল্লচন্দ্র রায়

১৭। কোন্ ছদ্মনামে রবীন্দ্রনাথ ঠাকুর বৈষ্ণবপদাবলির অণুকরণে পদ লিখেছিলেন?
উত্তর- ভানু সিংহ

১৮। ল’ধ্বনিটি-
উত্তর- পার্শ্বিক ধ্বনি

১৯। অষ্টাধ্যায়ী গ্রন্থের রচয়িতা কে ?
উত্তর- পাণনি

২০। তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত করেছিল-
উত্তর- স্যার উইলিয়াম জোনস্

[su_posts posts_per_page=”3″ tax_term=”91″ order=”desc” ignore_sticky_posts=”yes”]


[sc name=”last”]