টীকা : ভারতসভা।

টীকা : ভারতসভা।
উত্তর : ভূমিকা : উনিশ শতকের যে সব রাজনৈতিক সভা সমিতি প্রতিষ্ঠা হয়েছিল সেইগুলি আঞলিক এবং শ্রেণিস্বার্থের বাহক। ভারতসভা তাদের মধ্যে অন্যতম।

ভারত সভার প্রতিষ্ঠা : ১৮৭৬ খ্রি. ২৬ জুলাই শিবনাথ শাস্ত্রী, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে কলকাতায় ভারতসভা এক বিশাল জনসভা প্রতিষ্ঠা হয়।

উদ্দেশ্য : সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় প্রতিষ্ঠিত এই সভার বিভিন্ন উদ্দেশ্য ছিল তা হল-_

১. হিন্দু মুসলমানের মধ্যে সম্প্রীতি স্থাপন করা।
২. জনসাধারণকে গণ আন্দোলনে সামিল করা।
৩. সারা দেশ ব্যাপি শক্তিশালি জনমত গঠন করা।
৪. রাজনৈতিক প্রয়োজনে জাতিধর্ম বিভিন্ন গোষ্ঠীকে দলবদ্ধ করা। কার্যকলাপ : ভারতসভা জাতীয় স্বার্থে বিভিন্ন কাজ করেছিল। 
যেমন-_
১. আই সি এস পরীক্ষার্থীর বয়স হ্রাসের বিরুদ্ধে প্রতিবাদ : ব্রিটিশ সরকার আই সি এস পরীক্ষার বয়সসীমা ১৯-২১ বছর করে। এর প্রতিবাদে ভারতসভা আন্দোলন করে। এবং পরে তা পরিবর্তিত হয়।
২. সংবাদপত্র : সরকার দেশীয় সংবাদপত্রের আইন পাস করে সংবাদপত্রের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। ভারতসভার প্রচেষ্টায় তা বাতিল হয়।
৩. ইলবার্ট বিল : ইংরেজরা এই ইলবার্ট বিল-এর তৈরি হওয়ার জন্য প্রতিবাদ করেন। ভারতসভা বিল-এর সমর্থনে আন্দোলন করেন।

উপসংহার : জাতীয় জনগণের ইতিহাসে ভারতীয় গণ আন্দোলনে ভারতসভা গুরুত্বপূর্ণ অধিকার লাভ করেছে।