জ্ঞানচক্ষু MCQ, জ্ঞানচক্ষু গল্পের প্রশ্ন উত্তর MCQ, জ্ঞানচক্ষু গল্পের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর

মাধ্যমিক জ্ঞানচক্ষু MCQ

[su_posts template=”templates/list-loop.php” posts_per_page=”2″ tax_term=”550″ order=”desc” orderby=”rand”]

১. তপন মামা বাড়িতে এসেছিল—

(ক) পুজোর ছুটি কাটাতে

(খ) গ্রীষ্মের ছুটি কাটাতে

(গ) ছােটো মাসির বিয়ে উপলক্ষ্যে

(ঘ) লেখক মেসসাকে দেখতে

 

২. “সন্ধ্যাতারা’ পত্রিকায় প্রকাশিত তপনের গল্পের নাম—

(ক) প্রথম অভিজ্ঞতা

(খ) ভর্তির দিন

(গ) প্রথম দিন

(ঘ) স্কুলের প্রথম দিন

 

৩. ছােটো মাসির সঙ্গে তপনের বয়সের ব্যবধান প্রায়—

(ক) বছর আটেক 

(খ) বছর দশেক 

(গ) বছর পাঁচেক 

(ঘ) বছর সাতেক

 

৪. যেন নেশায় পেয়েছে’—এক্ষেত্রে নেশাটি হলাে—

(ক) গল্প লেখা 

(খ) খেলাধূলাে করা 

(গ) হােমটাস্ক করা 

(ঘ) বেড়াতে যাওয়া

 

৫. তপনের নতুন মেসসা প্রবলভাবে গল্প করেন—

(ক) পত্রিকার বিষয় নিয়ে

(খ) সিনেমার বিষয় নিয়ে

(গ) খবরের কাগজের কথা নিয়ে 

(ঘ) দেশের ভবিষ্যৎ নিয়ে

 

৬. এদেশের কিছু হবে না বলে তপনের মেসো চলে যান—

(ক) যাত্রা দেখতে 

(খ) গল্প লিখতে 

(গ) দিবানিদ্রা দিতে 

(ঘ) সিনেমা দেখতে

 

৭. ছাদে উঠে তপন চোখ মােছে—

(ক) রুমাল বের করে

(খ) গেঞ্জির তলা উল্টে

(গ) শার্টের তলা উল্টে

(ঘ) দুই হাত দিয়ে

 

৮. তপনের নতুন মেসােমশাইয়ের পেশা ছিল—

(ক) লেখক। 

(খ) গল্পকার 

(গ) স্কুল শিক্ষক

(ঘ) কলেজ প্রফেসর

 

৯. তপন মনে মনে পুলকিত হয়েছিল—

(ক) মাসির হইচইয়ে।

(খ) মায়ের আদরে

(গ) লেখক মেশাের প্রশংসায় 

(ঘ) পত্রিকাতে নিজের গল্প দেখে

 

১০. ছােটো মাসি ডিম ভাজার সঙ্গে খেয়েছিলেন—

(ক) চা

(খ) কফি

(গ) পাউরুটি

(ঘ) মিষ্টি

 

১১. তপনের চিরকালের বন্ধু—

(ক) মা

(খ) মেজ কাকু 

(গ) বড়ােমাসি 

(ঘ) ছােটোমাসি

 

১২. বাড়ির সকলের ঠাট্টা-তামাশার মধ্যে তপন গল্প লিখছিল—

(ক) একটি

(খ) দু-তিনটি 

(গ) তিন-চারটি

(ঘ) বেশ কয়েকটি

 

১৩. তপন তার লেখা গল্পের কথাটি সর্বপ্রথম কাকে জানিয়েছিল ?

(ক) পত্রিকার সম্পাদককে 

(খ) লেখক মেসসাকে

(গ) মা-কে

(ঘ) ছােটোমাসিকে

 

১৪. মাসি বলে, মেসাের উপযুক্ত কাজ হবে সেটা’—উপযুক্ত কাজটি হলাে—

(ক) তপনের গল্প প্রকাশ করা 

(খ) তপনের গল্প কারেকশন করা

(গ) তপনের গল্প ছাপিয়ে দেওয়া 

(ঘ) তপনকে গল্প লিখে দেওয়া

 

১৫. শুধু এটাই জানা ছিল না যে তপনের অজানা বিষয়টি হলাে—

(ক) মানুষই গল্প লিখতে পারে 

(খ) তার নতুন মেসােমশাই একজন লেখক

(গ) তার গল্প পত্রিকায় ছাপা হয়েছে 

(ঘ) লেখকরা আকাশ থেকে পড়া জীব নয়।

 

১৬. যার জন্য হাঁ করে আছে তপন’–তপন কিসের জন্য হাঁ করেছিল?

(ক) পত্রিকা দেখার জন্য

(খ) স্বরচিত গল্পটি আঁটোসাঁটো ছাপার অক্ষরে দেখার জন্য

(গ) লেখক মেসােকে দেখার জন্য

(ঘ) পত্রিকার সূচিপত্র দেখার জন্য

 

১৭. মেসাের মুখে করুণার ছাপ দেখে তপন—

(ক) আহ্লাদে গলে পড়ে

(খ) আহ্লাদে কাদো কাঁদো হয়ে যায়

(গ) উত্তেজনায় গল্প লিখতে থাকে 

(ঘ) আনন্দে উৎফুল্ল হয়ে ওঠে

 

১৮. তপন দুপুরবেলা গল্প লিখতে কোথায় গিয়েছিল?

(ক) চিলেকোঠায়

(খ) তিন তলার সিঁড়িতে

(গ) ছাদে

(ঘ) তিনতলার ঘরে

 

১৯. তপন বইটা ফেলে চলে যায়—

(ক) এক তলাতে

(খ) তিন তলার সিঁড়িতে

(গ) চিলেকোঠায়।

(ঘ) ছাদে

 

২০. তপনের মাথায় ঢােকে না—

(ক) একজন সাধারণ মানুষ কী করে লেখক হতে পারে

(খ) তার গল্পটা কি করে বদলে গেল

(গ) সে কী পড়ছে

(ঘ) দীর্ঘদিন কেটে গেলেও কেন তার গল্প প্রকাশিত হয়নি

 

২১. তপনের পদবী হলাে –

(ক) রায়

(খ) সেন

(গ) বিশ্বাস

(ঘ) দত্ত

 

২২. “তপনের হাত আছে”কথাটির অর্থ—

(ক) চুরির স্বভাব

(খ) মারামারির ইচ্ছা

(গ) হস্তশিল্পের দক্ষতা

(ঘ) ভাষা বা লেখার দক্ষতা

 

২৩. নিজের লেখা গল্পটি পড়ে তপনকে শােনাতে বলেন—

(ক) মা

(খ) ছছাটো মাসি

(গ) সম্পাদক

(ঘ) মেলােমশাই।

 

২৪. তপনের মেলােমশাই কোন্ পত্রিকার সম্পাদককে চিনতেন?/তপনের মেলােমশাই

কোন্ পত্রিকায় তপনের লেখা ছাপানাের কথা বলেছিলেন?

(ক) কিশাের ভারতী

(খ) শুকতারা

(গ) সন্ধ্যাতারা

(ঘ) আনন্দমেলা

 

২৫, “ছুটি ফুরিয়ে এসেছে”—কিসের ছুটি?

(ক) গ্রীষ্মের

(খ) পুজোর

(গ) বড়দিনের

(ঘ) নববর্ষের


[su_posts template=”templates/list-loop.php” posts_per_page=”2″ tax_term=”550″ order=”desc” orderby=”rand”]