রূপনারানের কূলে MCQ

১। কবি রূপনারানের কূলে জেগে উঠে কী জানলেন?
(ক) এ জগৎ স্বপ্নময়
(খ) এ জগৎ স্বপ্ন নয়
(গ) এ জগৎ মায়াময়
(ঘ) এ জগৎ মায়ামুক্ত

ANS. (খ) এ জগৎ স্বপ্ন নয়

২। কবি রক্তের অক্ষরে আঁকা কী দেখলেন ?
(ক) কবি দেখলেন জগৎ ব্ৰষ্মময়
(খ) কবি দেখলেন জগৎ ও জীবন অলীক
(গ) কবি দেখলেন জগৎ ও জীবন দুঃখকষ্টে ভরা
(ঘ) কবি দেখলেন আপনার রূপ

ANS. (ঘ) কবি দেখলেন আপনার রূপ

৩। কবি নিজেকে কীভাবে চিনলেন ?
 (ক) কবি নিজেকে চিনলেন আঘাতে আঘাতে ও বেদনায় বেদনায়।
(খ) কবি নিজেকে চিনলেন কঠিন আত্মােপলদ্ধিতে।
(গ) কবি নিজেকে চিনলেন সত্যোপলদ্ধিতে।
(ঘ) কবি নিজেকে চিনলেন দুঃখের তপস্যায়।

ANS.  (ক) কবি নিজেকে চিনলেন আঘাতে আঘাতে ও বেদনায় বেদনায়।

৪। কবি সত্যের দারুণ মূল্য লাভ করবেন, কারণ—
(ক) পরলােকের জন্য কিছু সয় হবে।
(খ) পরলােকগমনের পাথেয় হবে।
(গ) মৃত্যুতে সকল দেনা শােধ করে দেবেন।
(ঘ) কারও কাছে ঋণী হয়ে থাকবেন না।

ANS. (গ) মৃত্যুতে সকল দেনা শােধ করে দেবেন।

৫। কবি কাকে ভালােবেসেছিলেন ?
(ক) কঠিনকে।
 (খ) কোমলকে।

(গ) নম্রতাকে।
(ঘ) কঠোরতাকে।

ANS. (ক) কঠিনকে।

৬। রূপনারানের কূলে কবিতাটি রবীন্দ্রনাথের কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে ?
(ক) আরােগ্য।
(গ) জন্মদিনে।
(খ) রােগশয্যায়। 
(ঘ) শেষলেখা।

ANS. (ঘ) শেষলেখা।

৭। কবি কোথায় জেগে উঠেছেন ?
(ক) অজয়ের তীরে। 
(খ) দামােদরের তীরে। 
(গ) রূপনারানের কূলে।
(ঘ) ভাগীরথীর তীরে।

ANS. (গ) রূপনারানের কূলে।

৮ | কবি কাকে চিনলেন ?
(ক) সত্যকে।
(গ) আপনাকে।
(খ) সুন্দরকে।
(ঘ) মৃত্যুকে।।

ANS. (গ) আপনাকে।

৯। সে কখনও কী করে না ?
(ক) আঘাত।
(খ) বঞ্চনা।

(গ) প্রত্যাঘাত।
(ঘ) রক্তক্ষয়।

ANS. (খ) বঞ্চনা।

১০। এ জীবনে দুঃখের তপস্যার পরিধি কত ?
(ক) আজীবন।
(খ) জীবনভর।
(গ) মৃত্যু অবধি।
(ঘ) আমৃত্যু।

ANS. (ঘ) আমৃত্যু।

১১। চিনিলাম আপনারে’-কবি কীভাবে নিজেকে চিনলেন?
(ক) দুঃখে-শােকে।
(খ) সুখে-আনন্দে।
(গ) বেদনায়-আঘাতে।
(ঘ) আঘাতে আঘাতে বেদনায় বেদনায়।

ANS. (ঘ) আঘাতে আঘাতে বেদনায় বেদনায়।

১২ “রক্তের অক্ষরে দেখিলাম”-
(ক) মৃত্যুর রূপ।
(খ) প্রকৃতির রূপ। 
(গ) আপনার রূপ।
(ঘ) রূপনারানের রূপ।

ANS. (গ) আপনার রূপ।