WBP CONSTABLE MAINS 2019 PRACTICE & Mock Test 2020

WBP CONSTABLE MAINS & Mock Test 2020


১. মারাঠী সংবাদপত্র ‘কেশরী’ কে শুরু করেছিলেন?
(A) বাল গঙ্গাধর তিলক

(B) লালা লাজপত রায়
(C) মহাত্মা গান্ধী

(D) বীর সাভারকার

২.কোন রাজ্যটির সঙ্গে বাংলাদেশের আন্তর্জাতিক সীমারেখা নেই?
(A) অসম
(B) মেঘালয়
(C) ত্রিপুরা
(D) মণিপুর

৩. ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদ-এ বলা আছে নারী ও পুরুষ উভয়ের জন্যই চাকুরি ক্ষেত্রে সমানতার অধিকার ?
(A) অনুচ্ছেদ 14
(B) অনুচ্ছেদ 16
(C) অনুচ্ছেদ 17
(D) অনুচ্ছেদ 23

৪. আবুল ফজল কার সমসাময়িক ছিলেন?
(A) ঔরঙ্গজেব
(B) শাহজাহান
(C) আকবর
(D) জাহাঙ্গীর

৫. বৃষ্টির ফোঁটা গােলাকার হওয়ার কারণ কী ?
(A) মহাকর্ষীয় টান
(B) বায়ুমণডলীয় চাপ
(C) পৃষ্ঠটান
(D) প্রত্যাবর্ত ক্রিয়া

৬. মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা কত ডিগ্রি সেন্টিগ্রেড?
(A) 98.4°C
(B) 37°C
(C) 94.8°C
(D) 38°C

৭. একটি কাঁচ দণ্ডের সঙ্গে রেশমের ঘর্ষণের ফলে উৎপন্ন তড়িৎ আধান?
(A) ধনাত্মক

(B) ঋণাত্মক

(C) উভয়ই

(D) কোনটিই নয়

৮. কোন তরঙ্গের মাধ্যমে বায়ুতে শব্দ বিস্তার লাভ করে?
(A) অনুদৈর্ঘ্য
(B) তীর্যক
(C) অনুদৈর্ঘ্য ও তীর্যক
(D) কোনা েটিই নয়

৯.কোন ভিটামিন সহজেই তাপ ও বায়ুর সংস্পর্শে এলে নষ্ট হয়ে যায়?
(A) ভিটামিন-A
(B) ভিটামিন-B
(C) ভিটামিন-C
(D) ভিটামিন-D

১০. নীচের কোনটিতে সিলভার থাকে না?
(A) হর্ন সিলভার
(B) জার্মান সিলভার
(C) রুবি সিলভার
(D) লুনার সিলভার

১১. পেশির ক্লান্তির জন্য দায়ী কে?
(A) ATP

(B) ADP

(C) কার্বোলিক অ্যাসিড

(D) ল্যাকটিক অ্যাসিড

১২. নীচের কোন গ্যাসটি বাল্ক এ ব্যবহার করা হয়?
(A) আর্গন

(B) হিলিয়াম

(C) হাইড্রোজেন

(D) ক্রিপটন

১৩. কোন ভারতীয় অভিনেত্রী ইউনিসেফ- এর ব্র্যান্ড অ্যাম্বাসাডার?
(A) পারিনীতি চোপড়া

(B) দীপিকা পাডুকন
(C) অনুষ্কা শর্মা
(D) প্রিয়াঙ্কা চোপড়া

WBP MAINS STUDY 2020

১৪. ভারতীয় সংবিধানের একাদশতম মৌলিক কর্তব্যটি যুক্ত হয়েছে কত সালে ?

A) 2005

B) 2002

C) 1976
D) 1978

১৫, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন?
(A)সরােজিনী নাইডু

(B) অ্যানি বেসান্ত
(C) নিলী সেনগুপ্ত

(D) সুচেতা কৃপালিনী

১৬. আদ্দিস আবাবা কোন দেশের রাজধানী?
(A) ঘানা
(B) ইথিওপিয়া
(C) কেনিয়া
(D) জাম্বিয়া

১৭. আলেকজান্ডার ও পুরুর যুদ্ধ হয়েছিল কোন নদীর তীরে?
(A) চেনাব।

(B) ঝিলাম

(C) রাভি

(D) সিন্ধু

১৮. নীচের কোন শহরটিতে পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম সমুদ্র সৈকত আছে?
(A) গােয়া

(B) মুম্বাই

(C) চেন্নাই

(D) বিশাখাপত্তনম

১৯. ‘অ্যা ব্রিফ হিস্ট্রি অফ টাইম’ বইটি কে লেখেন?
(A) রবাট হুক
(B) স্টিফেন্স হকিংস
(C) নিউটন
(D) হেনরি ক্যাভেনডিস

২০. ‘রামচরিতমানস’ এর রচয়িতা কে?
(A) সন্ধাকর নন্দী
(B) তুলসী দাস
(C) রামদাস
(D) গুলবদন বেগম

২১. সােমনাথ মন্দির কোথায় অবস্থিত?
(A) কর্ণাটক
(B) ওড়িশা
(C) কেরল
(D) গুজরাট

২২. ২০২২ সালের কমনওয়েলথ গেমস কোথায় অনুষ্ঠিত হবে?
(A) গ্লাসগাে
(B) বীরমিনঘম
(C) দিল্লি
(D) হংকং

২৩. গান্ধীজীর প্রথম সত্যাগ্রহ আন্দোলন কোন স্থানে হয়েছিল?
(A) গুজরাট
(B) বিহার
(C) মহারাষ্ট্র
(D) আহমেদাবাদ

28. ‘হুমায়ুন টম্ব’ কোথায় অবস্থিত?
(A) লাহাের
(B) ফৈজাবাদ
(C) দিল্লি
(D) আহমেদাবাদ

২৫. সুভাষচন্দ্র BOSE ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি হয়েছিলেন কোন অধিবেশনে?
(A) ত্রিপুরি

(B) করাচি

(C) লাহাের

(D) হরিপুরা


 

[su_posts posts_per_page=”10″ tax_term=”427″ order=”desc” ignore_sticky_posts=”yes”]

[sc name=”last”]