Railway Recruitment Board Exam Date
আপনাদের সকলের জন্য Good News
আগামী 15 ডিসেম্বর থেকে শুরু হবে রেলের নিয়োগ পরীক্ষা। ১,৪০,৬৪০ টি শূন্যপদের এই নিয়োগ পরীক্ষা, কেন্দ্রীয় মন্ত্রী নিজে ঘোষণা করেছেন 15 ডিসেম্বর এই পরীক্ষা হবে, সম্পূর্ণ পরীক্ষাটি হবে কম্পিউটারের মাধ্যমে।
অবশেষে দেড় বছরের বেশি সময় অপেক্ষার পর অন্তত পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন চাকরি প্রার্থীরা।
৩ ধরনের পদের জন্য পরীক্ষাটি নেওয়া হবে – ৩৫,২০৮ নন-টেকিনিক্যাল , যেমন গার্ড, অফিস ক্লার্ক, কর্মাশিয়াল ক্লার্ক ও অন্যান্য, ১৬৬৩টি পদ আইসোলেটেড ও মিনিস্ট্রিয়াল যেমন স্টেনো। লেভেল ওয়ানে (ট্র্যাক মেইটেনার ও পয়েন্টসম্যান) শূন্যপদ ১,০৩,৭৬৯টি।
পরীক্ষা শুরু হবে | ১৫ ডিসেম্বর |
মোট শূন্য পদ | ১,৪০,৬৪০টি |
মোট আবেদনকারী | ২.৪২ কোটি |
পরীক্ষাটি হবে | কম্পিউটারের মাধ্যমে |
- উচ্চ মাধ্যমিক পাশ ছেলে ও মেয়েদের জন্য, ১৭০০ ছেলে-মেয়ের নার্সিং ট্রেনিং দিয়ে চাকরি
- রাজ্যে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাশে নতুন চাকরির বিজ্ঞপ্তি | NHM new Recruitment notice WB govt job notice 2020
- Railway Recruitment Board Exam Date | আগামী 15 ডিসেম্বর থেকে শুরু হবে রেলের নিয়োগ পরীক্ষা