ভৌতবিজ্ঞান জি.কে – Physics Bengali GK for West Bengal All Competitive Exams

Physics Bengali GK (১০০ ভৌতবিজ্ঞান প্রশ্ন ও উত্তর)

১. আলাের কোয়ান্টাম তত্বের প্রবর্তক কে?
উত্তর: ম্যাক্স প্লাঙ্ক।
২. উড়ােজাহাজের উচ্চতা মাপার যন্ত্র?
উত্তর: ওডােমিটার
৩. কোনটি হতে মার্বেল হয়?
উত্তর: চুনাপাথর
৪. স্যাকারিন প্রস্তুত হয় কি হতে?
উত্তর: টলুইন
৫. জলজ শামুক,ঝিনুকের খােলক কি দিয়ে গঠিত?
উত্তর: কার্বনেট
৬. পারমানবিক সংখ্যার আবিষ্কারক কে ?
উত্তর: বিজ্ঞানী মােসলে
৭. ফসফিন কি পদার্থ ?
উত্তর: যৌগিক
৮. ভর সংখ্যার অপর নাম কি ?
উত্তর: নিউক্লিয়াস সংখ্যা
৯. MKS পদ্ধতিতে ভরের একক –
উত্তর: কিলােগ্রাম
১০. লােহাকে গ্যালভানাইজিং করতে ব্যবহৃত হয় –
উত্তর: দস্তা

১১. আন্তঃআনবিক শক্তি কি?
উত্তর: আকর্ষন শক্তি
১২. অনুর তাপ মাত্রা বাড়লে কোনটি হয় না ?
উত্তর: আকর্ষন শক্তি বৃদ্ধি পায়
১৩. পদার্থের তিন অবস্থার কারন কি ?
উত্তর: আন্তঃআনবিক শক্তির পার্থক্য
১৪. কোনটির আয়তন নেই?
উত্তর: গ্যাসীয় পদার্থের
১৫. বায়ু একটি
উত্তর: মিশ্র পদার্থ
১৬. যে তাপমাত্রায় পদার্থ কঠিন হতে শুরু করে তাকে কি বলে?
উত্তর: হিমাঙ্ক

১৭. সর্বশেষ আবিষ্কৃত মৌলিক পদার্থ ?
উত্তর: আনান সেপটিয়াম
১৮. যৌগিক পদার্থ নয় কোনটি ?
উত্তর: বায়ু
১৯. নিষ্ক্রিয় মৌল কোনটি ?
উত্তর: জেনন
২০. কোনটি সিমেন্ট তৈরির অন্যতম কাঁচামাল?
উত্তর: জিপসাম

২১. কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বরফ পানি হয়?
উত্তর: 0
২২. চুলায় পানি দিলে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফুটতে থাকে?
উত্তর: ১০০
২৩. রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহন করে না ?
উত্তর: অনু
২৪. পরমানুর নিউক্লিয়াসে থাকে না কোনটি ?
উত্তর: ইলেকট্রন
২৫. পরমানুতে কি সমান থাকে ?
উত্তর: ইলেকট্রন প্রােটনের সংখ্যা
২৬. নিষ্ক্রিয় গ্যাসের অনুতে কয়টি পরমানু থাকে?
উত্তর:
২৭. প্রতিটি কক্ষে ইলেক্ট্রনের সংখ্যা
উত্তর: 2n^2
২৮. পরমানুর প্রােটনের সংখ্যাকে কি বলে?
উত্তর: পারমানবিক সংখ্যা
২৯. সংকর ধাতু পিতলের উপাদান-
উত্তর: তামা ও দস্তা
৩০. কোনটি নবায়নযােগ্য শক্তির উৎস?
উত্তর: সূর্যরশ্মি

৩১. প্রথম পারমানবিক ভরের ধারনা দেন ?
উত্তর: জন ডাল্টন
৩২. ১ মােল বস্তুতে অনুর সংখ্যাকে বলে-
উত্তর: অ্যাভােগেড্রো সংখ্যা

৩৩. অ্যাভােগেড্রো সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করা হয় ?
উত্তর: N
৩৪. আইসােটোপে কি ভিন্ন থাকে ?
উত্তর: ভর সংখ্যা
৩৫. আইসােটনে কি সমান থাকে ?
উত্তর: নিউট্রন।
৩৬. আইসােবারে কি ভিন্ন থাকে ?
উত্তর: প্রােটন সংখ্যা
৩৭. আইসােবারে সমান থাকে কোনটি ?
উত্তর: ভর সংখ্যা
৩৮. হীরা চকচক করে কেন?
উত্তর: হীরার সংকট কোণ বেশি বলে বা আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্য
৩৯. গ্যাসের চাপ নির্ধারণ যন্ত্রের নাম কী?
উত্তর: ম্যানােমিটার
৪০. টেলিভিশনে কি ধরণের তরঙ্গ ব্যবহার করা হয় ?
উত্তর: মাইক্রোওয়েব

৪১. কোন গ্যাসকে অত্যধিক চাপে তরল করে সােড়া আকারে ওয়াটার তৈরি করা হয়?
উত্তর: কার্বন-ডাই-অক্সাইড (C02)
৪২. পেট্রোল ইঞ্জিন আবিষ্কার করেনকে?
উত্তর: নিকোলাস অটো
৪৩, ৬৭-পি’ কী?
উত্তর: ধূমকেতু
৪৪. আলাে সাতটি বর্ণের সমষ্টি – এটি প্রমাণ করেন কে?
উত্তর: আইজ্যাক নিউটন
৪৫. তড়িত প্রবাহরে এককের নাম কি?
উত্তর: অ্যাম্পিয়ার (A mp)
৪৬. উত্তাপের ফলে চর্বি ভেঙে কিসে পরিণত হয় ?
উত্তর: ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল
৪৭. লেখার চক কী দিয়ে তৈরি?
উত্তর: ক্যালসিয়াম সালফেট
৪৮, রেকটিফাইড স্পিরিট কী?
উত্তর: ৯৫.৬% ইথাইল এলকোহল এবং ৪.৪% জলের মিশ্রণকে রেকটিফাইড
স্পিরিট বলে ।অথবা, ৯৫% ইথাইল অ্যালকোহল ৫% জল
৪৯. ভিনিগার কাকে বলে?
উত্তর: ৪-১০% অ্যাসিটিক অ্যাসিডের জলীয় দ্রবণকে
৫০. অ্যাকোয়া রেজিয়া বা অম্লরাজ কাকে বলে?

উত্তর: ১:৩ অনুপাতের নাইট্রিক ও হাইড্রোক্লরিক অ্যাসিড
৫১. ইস্পাতে কার্বনের শতকরা পরিমাণ কত?
উত্তর: ০.১৫-১.৫%
৫২. ইস্পাত তৈরিতে লােহার সঙ্গে কী মেশাতে হয়?
উত্তর: কার্বন
৫৩. ‘উড স্পিরিট কী?
উত্তর: মিথাইল অ্যালকোহল
৫৪. বিশ্বে আবিষ্কৃত মৌলিক পদার্থ কতটি?
উত্তর: ১১৮টি
৫৫, সর্বাপেক্ষা হালকা ধাতু কোনটি?
উত্তর: লিথিয়াম
৫৬. সর্বাপেক্ষা ভারি মৌলিক গ্যাস কোনটি?
উত্তর: রেডন
৫৭, পাইরােমিটার কী?
উত্তর: সূর্যের উত্তাপ নির্ণায়ক যন্ত্র বা উচ্চ তাপমাত্রা মাপক যন্ত্র
৫৮. সােনায় মরিচা ধরে না কেন?
উত্তর: সােনা অনেকটা নিষ্ক্রিয় ধাতু বলে
৫৯. মুক্তার ওজনের এককের নাম কী?
উত্তর: গ্রেন

৬০. কলের জলে সাধারণত কোন উপাদান বেশি থাকে?
উত্তর: আয়রণ (লৌহ)
৬১. ডিডিটির (DDT) পূর্ণরূপ কি?
উত্তর: ডাই-ক্লোরাে-ডাই-ফিনাইল-ট্রাই-ক্লোরাে-ইথেন
৬২. টিএনটির (TNT) পূর্ণরুপ কি?
উত্তর: ট্রাই নাইট্রো টলুইন
৬৩. সাবানের রাসায়নিক নাম কি?
উত্তর: সােডিয়াম স্টিয়ারেট
৬৪. টেস্টিং সল্ট এর রাসায়নিক নাম কি?
উত্তর: সােডিয়াম মনােগ্লুটামেট
৬৫. পেট্রোলের অপর নাম কি?
উত্তর: গ্যাসােলিন
৬৬. বেকিং পাউডার কি?
উত্তর: সােডিয়াম বাই কার্বনেট , এলুমিনিয়াম সালফেট ও পটাসিয়াম
হাইড্রোজেন টারটারেটের মিশ্রণকে বেকিং পাউডার বলে
৬৭. লাফিং গ্যাস কি?
উত্তর: নাইট্রাস অক্সাইডকে লাফিং গ্যাস বলে।এটি হাস্য উদ্দীপক

৬৮. দার্শনিকের উল কি?
উত্তর: জিঙ্ক অক্সাইড (Zn0) দার্শনিকের উল নামে পরিচিত
৬৯. সাপের বিষে কোন ধাতুর অনু থাকে?
উত্তর: জিঙ্ক

৭০. কোন ধাতুর উপর আঘাত করলে শব্দ হয় না?
উত্তর: অ্যান্টিমনি
৭১. টেস্টিং সল্ট এর রাসায়নিক নাম কি?
উত্তর: সােডিয়াম মনােগ্লুটামেট।
৭২. পেট্রোলের অপর নাম কি?
উত্তর: গ্যাসােলিন।
৭৩. টেস্টিং সল্ট এর রাসায়নিক নাম কি?
উত্তর: সােডিয়াম মনােগ্লুটামেট।
৭৪. লাফিং গ্যাস কি?
উত্তর: নাইট্রাস অক্সাইডকে লাফিং গ্যাস বলে।এটি হাস্য উদ্দীপক।
৭৫. পেট্রোলের অপর নাম কি?

৭৬. ইস্পাতে কার্বনের শতকরা পরিমাণ কত?
উত্তর: ০.১৫-১.৫%
৭৭. বিশ্বে আবিষ্কৃত মৌলিক পদার্থ কতটি?
উত্তর: ১১৮টি
৭৮. পাইরােমিটার কী?
উত্তর:: সূর্যের উত্তাপ নির্ণায়ক যন্ত্র বা উচ্চ তাপমাত্রা মাপক যন্ত্র
৭৯, পরমানুর নিউক্লিয় তত্ত্বের প্রবক্তা ?
উত্তর: রাদার ফোর্ড
৮০. কলের জলে সাধারণত কোন উপাদান বেশি থাকে?
উত্তর: আয়রণ (লৌহ)
৮১. কোন ধাতুর উপর আঘাত করলে শব্দ হয় না?
উত্তর: অ্যান্টিমনি
৮২. বিজারক হিসেবে ক্রিয়া করে এমন একমাত্র অধাতু কোনটি?
উত্তর: কার্বন
৮৩. নির্বোধের সােনা কি?
উত্তর: আয়রণ ডি সালফাইড

৮৪. জল কয় অবস্থায় থাকতে পারে ?
উত্তর:
৮৫. সরাসরি বাষ্পে পরিনত হওয়াকে কি বলে ?
উত্তর: উর্ধ্বপাতন।
৮৬. কোনটি উদ্বায়ী পদার্থ নয় ?
উত্তর: লবন
৮৭. আন্তঃআনবিক আকর্ষন সবচেয়ে কম কোন পদার্থের?
উত্তর: নাইট্রোজেন
৮৮. তাপ বর্জন করে তরল না হয়ে সরাসরি কঠিন হওয়াকে কি বলে?
উত্তর: সমীভবন
৮৯, সবচেয়ে হালকা মৌল কোনটি?
উত্তর: হাইড্রোজেন
৯০. সবচেয়ে ভারী মৌল?
উত্তর: ইউরেনিয়াম
৯১. ইউরেনিয়ামের আনবিক ভর কত?
উত্তর: ২৩৮
৯২. পরম তাপমাত্রা স্কেলের আবিষ্কারক-
উত্তর: কেলভিন |

৯৩. ‘আলাে আমাদের চোখে আসে বলেই আমরা দেখতে পাই
একথা বলেন-
উত্তর: আল হাজেম
৯৪. সবচেয়ে স্থায়ী শক্তিশালি চুম্বক কোনটি?
উত্তর: নিকেল
৯৫. ব্যাটারিতে কোন এসিড থাকে না ?
উত্তর: সালফিউরিক এসিড
৯৬. বেতার যােগাযােগ উদ্ভাবন করেন কে?
উত্তর: মার্কনী
৯৭. মাদাম কুরী রসায়নে পুরষ্কার পান কত সালে?
উত্তর: ১৯০৩
৯৮. চুম্বকের আকর্ষন কোথায় কম?
উত্তর: মাঝখানে
৯৯. কে প্রমান করেন যে পৃথিবী একটি বিরাট চুম্বক ক্ষেত্র’?
উত্তর: গিলবার্ট
১০০. সাবানের রাসায়নিক নাম কি?
উত্তর: সােডিয়াম স্টিয়ারেট


General Science GK in Bengali. 100 Important General Science Questions & Answers for West Bengal All Competitive Exams