Nov 1: Bengali current affairs | বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স একনজরে ব্যাংক

একনজরে ব্যাংক

1. পরিবেশ বান্ধব প্রকল্পগুলিকে বাড়ানাের উদ্দেশ্যে কোন ব্যাঙ্ক ভারতে কার্যরত প্রথম বিদেশি ব্যাঙ্ক হিসেবে ‘গ্রিন ডিপােজিট প্রােগ্রাম চালু করল? HSBC India.

2. কৃষকদের ঋণ দেওয়ার ক্ষেত্রে জমি, সেচ ব্যবস্থা, শস্যের প্রকৃতি, জীবনযাত্রা, আর্থিক অবস্থা ইত্যাদি বিচার করে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার উদ্দেশ্যে কোন ব্যাঙ্ক ভারতের প্রথম ব্যাঙ্ক হিসেবে স্যাটেলাইটে ডেটা প্রযুক্তি ব্যবহার করতে চলেছে? ICICI Bank.

3. ডিজিটাল মাধ্যমে ব্যাঙ্কিং পরিষেবার উন্নতি সাধনের উদ্দেশ্যে Adobe Experience Cloud Solutions-lo al gisaalta জন্য কোন ব্যাঙ্ক অ্যাডােব সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হল? HDFC Bank.

4. 10,000 কোটি টাকার দীর্ঘমেয়াদি সিন্ডিকেট লােন ফেসিলিটির জন্য বেদান্ত সংস্থাটি কোন ব্যাঙ্কের সঙ্গে চুক্তিবদ্ধ হল? – ভারতীয় স্টেট ব্যাঙ্ক।

5. এটিএম থেকে কার্ডলেস ক্যাশ উইথড্রয়াল ফেসিলিটি দেওয়ার জন্য কোন ব্যাঙ্ক এম্পেস পেমেন্ট সিস্টেমস সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হল ? – RBL Bank.

6. উচ্চবিত্ত গ্রাহকদের সুবিধার্থে কোন ব্যাঙ্ক ‘Signature Visa Debit Card’ চালু করল ? – ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।

7. বিদ্যুৎ সরবরাহ করার বিকল্প ব্যবস্থা হিসেবে গুজরাটের রাগানেশন। সােলার পার্কে 200 মেগাওয়াট শক্তিসম্পন্ন সােলার পাওয়ার প্ল্যান্ট স্থাপনের উদ্দেশ্যে কোন ব্যাঙ্কের সঙ্গে এনজি গ্রুপ 466 কোটি টাকার একটি ঋণ চুক্তি স্বাক্ষর করল ? –এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক।

8. 30, জুন, 2021-এর মধ্যে কোন অ্যাসেটের অটোমেটিক আইডেন্টিফিকেশনের জন্য সমস্ত ব্যাঙ্ককে নির্দেশ দিল ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক ? নন-পারফর্মিং অ্যাসেট।


[su_posts template=”templates/list-loop.php” posts_per_page=”15″ tax_term=”542″ order=”desc”]


[su_posts template=”templates/list-loop.php” posts_per_page=”15″ tax_term=”1081″ order=”desc”]