WBBSE Madhyamik Life Science suggestion 2022 FREE PDF | মাধ্যমিক সাজেশন 2022 জীবন বিজ্ঞান PDF
পশ্চিমবঙ্গ মাধ্যমিক জীবন বিজ্ঞান ২০২১ সালের পরীক্ষার জন্য আমরা আমাদের ওয়েবসাইটে সাজেশন পাবলিশ করেছি তোমরা যারা মাধ্যমিকের ছাত্র-ছাত্রী আছো তাদের জন্য এই সাজেশন টি খুবই গুরুত্বপূর্ণ । আশা করি এই সাজেশনটি পড়লে মাধ্যমিকে খুব ভালো রেজাল্ট করতে পারবে, অবশ্যই সাজেশন টি পড়ো এবং বন্ধুবান্ধব দের শেয়ার করো এতে তারাও খুব উপকৃত হবে। Best of luck
মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন 2021 এর PDF DOWNLOAD লিংক নিচে দেওয়া রইল। তোমরা চাইলে ডাউনলোড করে নিতে পারো
EXAM NAME | Madhyamik Exam 2020 |
Subject | Life Science |
EXAM DATE | Publishing soon |
Cost of Madhyamik Life Science Suggestion | FREE |
Chapter 1
জীবজগতে নিয়ন্ত্রণ ও সমণ্বয় | Control and Co-ordination in Living Organisms
দীর্ঘ উত্তরভিত্তিক প্রশ্ন : মান 5
1. একটি প্রতিবর্তপথের চিত্র অঙ্কন করাে ও নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করাে।
(i) গ্রাহক, (ii) কারক, (iii) স্নায়ুকেন্দ্র, (iv) সংজ্ঞাবহ নিউরােণ, (v) আজ্ঞাবহ নিউরােণ।
2. একটি আদর্শ নিউরােণের চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করাে।
(i) ডেনড্রন, (ii) অ্যাক্সন, (iii) কোশদেহ, (iv) নিসল দানা, (v) অ্যাক্সন হিলক, (vi) নিউরেলেমা, (vii) র্যানভিয়ারের পর্ব, (viii) মায়ােলিন আবরণী, (ix) সাইন্যাপটিক নব।
3. CSF এর কাজ লেখাে। দ্বিনেত্র দৃষ্টি বলতে কী বােঝ উদাহরণ সহযােগে লেখাে। [2+3=5]
4. অ্যাবডাকশন ও অ্যাডাকশনের পার্থক্য লেখাে। দূরদৃষ্টি কীভাবে সম্পন্ন হয় লেখাে। [3+2]
Chapter 2
জীবনের প্রবাহমানতা | Continuity of Life
দীর্ঘ উত্তরভিত্তিক প্রশ্ন : মান 5
1. একটি ক্রোমােজোমের চিত্র অঙ্কন করাে ও নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করাে।
(i) ক্রোমাটিড, (ii) সেন্ট্রোমিয়ার, (iii) টেলােমিয়ার, (iv) গৌণখাঁজ, (v) ক্রোমােমিয়ার, (vi) ক্রোমােনিমাটা।
2. মাইটোসিসের প্রফেজ দশাটি বর্ণনা করাে।
3. মাইটোসিস কোশ বিভাজনের টেলােফেজ দশাটির সংক্ষিপ্ত বর্ণনা দাও। স্টক ও সিয়ন কী? [3+2]
4. মাইটোসিস কোশ বিভাজনের অ্যানাফেজ দশার বৈশিষ্ট্য লেখাে।
অটোজোম ও সেক্স ক্রোমােজোমের দুটি পার্থক্য লেখাে। নিম্নলিখিত বৈশিষ্ট্যের ভিত্তিতে (i) সংজ্ঞা (ii) উদাহরণ। [3+2]
5. যৌন ও অযৌন জননের পার্থক্য লেখাে। তিন ধরনের অযৌন জনন পদ্ধতির উদাহরণ। [2+3]
6. বয়স সন্ধির দুটি বৈশিষ্ট্য লেখাে। কোনাে একটি উদ্ভিদের ক্রোমােজোম সংখ্যা 2n = 12 হলে ওই উদ্ভিদের পাতার কোশ, ডিম্বাণু, সস্যতে ক্রোমােজোম সংখ্যা কত হবে তা নির্ণয় করাে।
7. ফার্ণের জনুক্রমের শব্দচিত্র দেখাও। এন্টোমোফিলি কী?
৪. উদ্ভিদের নিষেকের চিত্র অঙ্কন করো ও নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করাে।
(i) পরাগ নালী, (ii) গর্ভদণ্ড, (iii) গর্ভমুণ্ড, (iv) ডিম্বাশয়, (v) ডিম্বক, (vi) ডিম্বাণু, (vii) প্রতিপাদ কোশ, (viii) নির্ণীত কোশ, (ix) সহকারী কোশ।
9. রেখাচিত্রের সাহায্যে ফার্ণের জনুক্রম বর্ণনা করাে।
10. মানব বিকাশের শৈশব ও বার্ধক্য দশার তিনটি করে বৈশিষ্ট্য লেখাে। বিভাজন অযৌন জনন বলতে কী বােঝ? [3+2]
11. সপুষ্পক উদ্ভিদের ডিম্বকের লম্বচ্ছেদের চিত্র অঙ্কন করাে ও নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করাে ? [3+2] (i) সহকারী কোশ (ii) ডিম্বাণু (iii) প্রতিপাদ কোশ (iv) নির্ণতি নিউক্লিয়াস (v) ডিম্বক ত্বক।
Chapter 3
বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত বােগ | Heredity and Common Genetic Disease
1. হােমােজাইগাস জীব ও লােকাস কী ? মেন্ডেল তার বংশগতি সংক্রান্ত পরীক্ষায় মটর গাছ কেন নির্বাচন করেছিল? 3+2=5
2. মেন্ডেলের একসংকর জননের পরীক্ষাটি চেকার বাের্ড সহযােগে বর্ণনা করাে।
3. থ্যালাসেমিয়ার কারণ ও দুটি লক্ষণ লেখাে।
4. হিমােফিলিয়া এর কারণ উল্লেখ করাে। পুরুষদের কেন হেটেরাে গ্যামেটিক লিঙ্গ বলে? [3+2=5]
Chapter 4
অভিব্যক্তি ও অভিযােজন | Evolution and Adaptation
দীর্ঘ উত্তরভিত্তিক প্রশ্ন : মান 5
1. জিরাফের লম্বা গলা সম্পর্কিত ল্যামার্ক এর মতবাদ ব্যাখ্যা করাে। নিষ্ক্রিয় অঙ্গ কী ও এর সঙ্গে অভিব্যক্তির সম্পর্ক কী? [3+2=5]
2. বিভিন্ন প্রাণী গােষ্ঠীর হৃদপিণ্ডের গঠনগত পরিবর্তনের সঙ্গে অভিব্যক্তির সম্পর্ক স্থাপন করাে।
3. ক্যাকটাসের অভিযােজন লেখাে।
অথবা, একটি জাঙ্গল উদ্ভিদের অভিযােজন সম্পর্কে বর্ণনা দাও। মিলার ও উরের পরীক্ষা থেকে কী সিদ্ধান্তে আসা যায় তা লেখাে। [3+2=5]
4. উটের অতিরিক্ত জলক্ষয় সহনেতােমার জানা অভিযােজন লেখাে। অভিসারী অভিব্যক্তি কী? [3+2=5]
Chapter 5
পরিবেশ ও তার সম্পদ এবং তাদের সংরক্ষণ | Environment, It’s Resources and Their conservation
দীর্ঘ উত্তরভিত্তিক প্রশ্ন : মান 5
1. নাইট্রোজেন চক্র একটি রেখাচিত্রের সাহায্যে উপস্থাপন করো। মানুষের কার্যকলাপে মাটি দূষণ কীভাবে ঘটছে তা বর্ণনা করাে। [3+2=5]
2. বায়ুদূষক হিসাবে বিভিন্ন গ্রীন হাউস গ্যাসগুলি কী কী? ডিনাইট্রিফিকেশন ও অ্যামােনিফিকেশন এর পার্থক্য লেখাে। নিম্নলিখিত বৈশিষ্ট্যের ভিত্তিতে। (i) পরিবর্তন যােগ্য উপাদান (ii) উৎপাদিত পদার্থ (iii) সাহায্যকারী ব্যাকটেরিয়া [2+3=5]
3. অ্যালগালরুম কী? জীববৈচিত্র্য হ্রাসের তিনটি কারণ বিশ্লেষণ করাে। [2+3=5]
4. জলদূষণের কারণ উল্লেখ করাে। অ্যাজমা বা হাপানির কারণ কী?
5. ভারতের তিনটি হটস্পটের অঞলের একটি করে জীববৈচিত্র্যের উদাহরণ দাও। একটি করে কুমির এবং ব্যাঘ্র প্রকল্পের উদাহরণ দাও। [2+3=5]
6. কুমির সংরক্ষণের দুটি পদক্ষেপ আলােচনা করাে। বাঘের সংখ্যা হ্রাসের তিনটি কারণ লেখাে।
[2+3=5]
DOWNLOAD FILE | |
Madhyamik Life Science 2021 | Click here |
Madhyamik History 2021 | Click here |
Madhyamik Suggestion
- Madhyamik Life Science suggestion 2022 PDF
- Madhyamik Bengali Suggestion 2021 PDF | মাধ্যমিক বাংলা সাজেশন 2021 [Part-1]
- Madhyamik Physical Science Suggestion 2021 | মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশন 2021
- Madhyamik Geography suggestion 2021 PDF | মাধ্যমিক ভূগোল সাজেশন (Part-1)
- মাধ্যমিক ইতিহাস উত্তর সহ সাজেশন ফ্রী | Madhyamik History suggestion 2021
- Madhyamik History Suggestion 2023 | মাধ্যমিক ইতিহাস সাজেশন ২০২৩ [PDF]
QNA
class 10 life science question answer in bengali pdf | madhyamik suggestion 2021 bengali | madhyamik life science suggestion 2020 pdf | madhyamik physical science suggestion 2021 | madhyamik life science question paper 2020 pdf download | madhyamik 2020 life science question paper pdf | madhyamik history suggestion 2021 | madhyamik life science suggestion 2019 pdf
Student Question
1.madhyamik life science book pdf
2. class 10 life science
3. madhyamik life science question paper 2020
4. madhyamik life science question paper 2021
5. class 10 life science question answer in bengali
6. life science class 10 in bengali
7. madhyamik life science project
8. class 10 life science question answer in bengali pdf