Madhyamik Bengali Suggestion 2021 PDF | মাধ্যমিক বাংলা সাজেশন 2021 [Part-1]

Madhyamik Bengali Suggestion 2021 [Part-1]

আপনারা যারা 2021 সালের মাধ্যমিক পরীক্ষার জন্য বাংলা সাজেশন খুঁজে চলেছেন তারা নিচে দেওয়া 2021 সালের মাধ্যমিক বাংলা সাজেশনটি পড়তে পারেন। এই সাজেশনটি পার্ট অনুযায়ী ভাগ করা আছে। এটি হলো (পার্ট – ১) অন্যান্য পাট গুলির জন্য পোষ্টের শেষে লিংক দেওয়া আছে। সাজেশনটির PDF ডাউনলোড করার জন্য আমাদের টেলিগ্রাম এর সাথে যুক্ত থাকুন

West Bengal Madhyamik Bengali Examination 2021. মাধ্যমিক বাংলা সাজেশন 2021 প্রশ্ন ও উত্তর গুলো ভালো করে পড়তে পারেন। Madhyamik Bengali  2021 পরীক্ষা তে এই কোশ্চেন গুলো আসার সম্ভাবনা খুব বেশি।

মাধ্যমিকে ভালো রেজাল্ট করার জন্য আমাদের ওয়েবসাইটটিতে যুক্ত থাকবেন, পরীক্ষার আগে 90% common suggestion PDF দিয়ে দেবো , সেটি পড়ে ভালো রেজাল্ট করতে পারবে , আমাদের ওয়েবসাইট ভিজিট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ

MCQ বহু বিকল্পভিত্তিক প্রশ্ন – প্রশ্নের মান [১]

১. তপন মামা বাড়িতে এসেছিল
(ক) পুজোর ছুটি কাটাতে
(খ) গ্রীষ্মের ছুটি কাটাতে
(গ) ছােটো মাসির বিয়ে উপলক্ষ্যে
(ঘ) লেখক মেসােকে দেখতে

[su_spoiler title=”ANSWER” style=”fancy” icon=”arrow”](গ) ছােটো মাসির বিয়ে উপলক্ষ্যে[/su_spoiler]

২. “সন্ধ্যাতারা পত্রিকায় প্রকাশিত তপনের গল্পের নাম-
(ক) প্রথম অভিজ্ঞতা
(খ) ভর্তির দিন
(গ) প্রথম দিন
(ঘ) স্কুলের প্রথম দিন

[su_spoiler title=”ANSWER” style=”fancy” icon=”arrow”](গ) প্রথম দিন[/su_spoiler]

৩. ছােটো মাসির সঙ্গে তপনের বয়সের ব্যবধান প্রায়
(ক) বছর আটেক
(খ) বছর দশেক
(গ) বছর পাঁচেক
(ঘ) বছর সাতেক

[su_spoiler title=”ANSWER” style=”fancy” icon=”arrow”](ক) বছর আটেক[/su_spoiler]

৪, যেন নেশায় পেয়েছে’—এক্ষেত্রে, নেশাটি হলাে—
(ক) গল্প লেখা
(খ) খেলাধূলাে করা
(গ) হােমটাস্ক করা
(ঘ) বেড়াতে যাওয়া

[su_spoiler title=”ANSWER” style=”fancy” icon=”arrow”](ক) গল্প লেখা[/su_spoiler]

৫. তপনের নতুন মেসসা প্রবলভাবে গল্প করেন-
(ক) পত্রিকার বিষয় নিয়ে
(খ) সিনেমার বিষয় নিয়ে
(গ) খবরের কাগজের কথা নিয়ে
(ঘ) দেশের ভবিষ্যৎ নিয়ে

[su_spoiler title=”ANSWER” style=”fancy” icon=”arrow”](গ) খবরের কাগজের কথা নিয়ে[/su_spoiler]

৬. এদেশের কিছু হবে না বলে তপনের মেসে চলে যান
(ক) যাত্রা দেখতে
(খ) গল্প লিখতে
(গ) দিবানিদ্রা দিতে
(ঘ) সিনেমা দেখতে

[su_spoiler title=”ANSWER” style=”fancy” icon=”arrow”](ঘ) সিনেমা দেখতে[/su_spoiler]

৭. ছাদে উঠে তপন চোখ মােছে-
(ক) রুমাল বের করে
(খ) গেঞ্জির তলা উল্টে
(গ) শার্টের তলা উল্টে
(ঘ) দুই হাত দিয়ে

[su_spoiler title=”ANSWER” style=”fancy” icon=”arrow”](গ) শার্টের তলা উল্টে[/su_spoiler]

৮. তপনের নতুন মেসােমশাইয়ের পেশা ছিল-
(ক) লেখক
(খ) গল্পকার
(গ) স্কুল শিক্ষক
(ঘ) কলেজ প্রফেসর

[su_spoiler title=”ANSWER” style=”fancy” icon=”arrow”](ঘ) কলেজ প্রফেসর[/su_spoiler]

৯. তপন মনে মনে পুলকিত হয়েছিল
(ক) মাসির হইচইয়ে
(খ) মায়ের আদরে
(গ) লেখক মেশাের প্রশংসায়
(ঘ) পত্রিকাতে নিজের গল্প দেখে

[su_spoiler title=”ANSWER” style=”fancy” icon=”arrow”](ক) মাসির হইচইয়ে[/su_spoiler]

১০. ছােটো মাসি ডিম ভাজার সঙ্গে খেয়েছিলেন—
(ক) চা
(খ) কফি
(গ) পাউরুটি
(ঘ) মিষ্টি

[su_spoiler title=”ANSWER” style=”fancy” icon=”arrow”](ক) চা[/su_spoiler]

১১. তপনের চিরকালের বন্ধু
(ক) মা
(খ) মেজ কাকু
(গ) বড়ােমাসি
(ঘ) ছােটোমাসি

[su_spoiler title=”ANSWER” style=”fancy” icon=”arrow”](ঘ) ছােটোমাসি[/su_spoiler]

১২. বাড়ির সকলের ঠাট্টা-তামাশার মধ্যে তপন গল্প লিখছিল—
(ক) একটি
(খ) দু-তিনটি
(গ) তিন-চারটি
(ঘ) বেশ কয়েকটি

[su_spoiler title=”ANSWER” style=”fancy” icon=”arrow”](খ) দু-তিনটি[/su_spoiler]

১৩. তপন তার লেখা গল্পের কথাটি সর্বপ্রথম কাকে জানিয়েছিল ?
(ক) পত্রিকার সম্পাদককে

(খ) লেখক মেসােকে
(গ) মা-কে
(ঘ) ছােটোমাসিকে

[su_spoiler title=”ANSWER” style=”fancy” icon=”arrow”](ঘ) ছােটোমাসিকে[/su_spoiler]

১৪. মাসি বলে, মেসাের উপযুক্ত কাজ হবে সেটা’—উপযুক্ত কাজটি হলাে—
(ক) তপনের গল্প প্রকাশ করা
(খ) তপনের গল্প কারেকশন করা
(গ) তপনের গল্প ছাপিয়ে দেওয়া
(ঘ) তপনকে গল্প লিখে দেওয়া

[su_spoiler title=”ANSWER” style=”fancy” icon=”arrow”](গ) তপনের গল্প ছাপিয়ে দেওয়া[/su_spoiler]

১৫, শুধু এটাই জানা ছিল না যে তপনের অজানা বিষয়টি হলাে—
(ক) মানুষই গল্প লিখতে পারে
(খ) তার নতুন মেসােমশাই একজন লেখক
(গ) তার গল্প পত্রিকায় ছাপা হয়েছে।
(ঘ) লেখকরা আকাশ থেকে পড়া জীব নয়

[su_spoiler title=”ANSWER” style=”fancy” icon=”arrow”](ক) মানুষই গল্প লিখতে পারে[/su_spoiler]

১৬. যার জন্য হাঁ করে আছে তপন’—তপন কিসের জন্য হাঁ করেছিল?
(ক) পত্রিকা দেখার জন্য
(খ) স্বরচিত গল্পটি আঁটোসাঁটো ছাপার অক্ষরে দেখার জন্য
(গ) লেখক মেসােকে দেখার জন্য
(ঘ) পত্রিকার সূচিপত্র দেখার জন্য

[su_spoiler title=”ANSWER” style=”fancy” icon=”arrow”](খ) স্বরচিত গল্পটি আঁটোসাঁটো ছাপার অক্ষরে দেখার জন্য[/su_spoiler]

১৭. মেসাের মুখে করুণার ছাপ দেখে তপন
(ক) আহ্লাদে গলে পড়ে
(খ) আহ্লাদে কাদো কাঁদো হয়ে যায়
(গ) উত্তেজনায় গল্প লিখতে থাকে

(ঘ) আনন্দে উৎফুল্ল হয়ে ওঠে

[su_spoiler title=”ANSWER” style=”fancy” icon=”arrow”](খ) আহ্লাদে কাদো কাঁদো হয়ে যায়[/su_spoiler]

১৮. তপন দুপুরবেলা গল্প লিখতে কোথায় গিয়েছিল?
(ক) চিলেকোঠায়
(খ) তিন তলার সিঁড়িতে
(গ) ছাদে
(ঘ) তিনতলার ঘরে

[su_spoiler title=”ANSWER” style=”fancy” icon=”arrow”](গ) ছাদে[/su_spoiler]

১৯. তপন বইটা ফেলে চলে যায়—
এক তলাতে
(খ) তিন তলার সিঁড়িতে
(গ) চিলেকোঠায়
(ঘ) ছাদে

[su_spoiler title=”ANSWER” style=”fancy” icon=”arrow”](ঘ) ছাদে[/su_spoiler]

২০. তপনের মাথায় ঢােকে না—
(ক) একজন সাধারণ মানুষ কী করে লেখক হতে পারে
(খ) তার গল্পটা কি করে বদলে গেল
(গ) সে কী পড়ছে
(ঘ) দীর্ঘদিন কেটে গেলেও কেন তার গল্প প্রকাশিত হয়নি

[su_spoiler title=”ANSWER” style=”fancy” icon=”arrow”](গ) সে কী পড়ছে[/su_spoiler]

২১. তপনের পদবী হলাে –
(ক) রায়
(খ) সেন
(গ) বিশ্বাস
(ঘ) দত্ত

[su_spoiler title=”ANSWER” style=”fancy” icon=”arrow”](ক) রায়[/su_spoiler]

২২. তপনের হাত আছে”কথাটির অর্থ—
(ক) চুরির স্বভাব
(খ) মারামারির ইচ্ছা
(গ) হস্তশিল্পের দক্ষতা
(ঘ) ভাষা বা লেখার দক্ষতা

[su_spoiler title=”ANSWER” style=”fancy” icon=”arrow”](ঘ) ভাষা বা লেখার দক্ষতা[/su_spoiler]

২৩. নিজের লেখা গল্পটি পড়ে তপনকে শােনাতে বলেন—
(ক) মা
(খ) ছােটো মাসি
(গ) সম্পাদক
(ঘ) মেলােমশাই

[su_spoiler title=”ANSWER” style=”fancy” icon=”arrow”](ক) মা[/su_spoiler]

২৪. তপনের মেলােমশাই কোন্ পত্রিকার সম্পাদককে চিনতেন?/তপনের মেলােমশাই কোন্ পত্রিকায় তপনের লেখা ছাপানাের কথা বলেছিলেন ?
(ক) কিশাের ভারতী
(খ) শুকতারা
(গ) সন্ধ্যাতারা
(ঘ) আনন্দমেলা

[su_spoiler title=”ANSWER” style=”fancy” icon=”arrow”](গ) সন্ধ্যাতারা[/su_spoiler]

২৫. “ছুটি ফুরিয়ে এসেছে”—কিসের ছুটি?
(ক) গ্রীষ্মের
(খ) পুজোর
(গ) বড়দিনের
(ঘ) নববর্ষের

[su_spoiler title=”ANSWER” style=”fancy” icon=”arrow”](ক) গ্রীষ্মের[/su_spoiler]

SA সংক্ষেপে উত্তর দাও : (মান ১)

১. এইসব মালমশলা নিয়ে বসে’-মালমশলাগুলি কী কী ?
উত্তর: লেখক মেশাের মতে, তপনের সমবয়সীরা গল্প লিখতে বসলেই রাজা-রানি, খুন-জখম-অ্যাক্সিডেন্ট অথবা অনাহারে মৃত্যু-র মতাে বিষয়গুলিকেই নিজের গল্পের মালমশলা হিসাবে গ্রহণ করে।

২. আমাদের থাকলে আমরাও চেষ্টা করে দেখতাম’—কী চেষ্টা করার কথা বলা হয়েছে?
উত্তর: তপনের মেজোকাকু বলেছিলেন, তার কোনাে লেখক মেসসা থাকলে তিনিও গল্প লেখার চেষ্টা করতেন।

৩. ‘বিয়ে বাড়িতেও যেটি মা না আনিয়ে ছাড়েননি’—কী না নিয়ে ছাড়েননি?
উত্তর: ‘হােমটাস্কের’ খাতা তপনের মা বিয়ে বাড়িতেও না আনিয়ে ছাড়েননি।

৪. ‘মেসাে অবশ্য মৃদু মৃদু হাসেন’—মেসাের হাসির কারণ কী?
উত্তর: বাড়ির সদস্যদের সামনে সুকৌশলে নিজের মহত্ব জাহির করার জন্য মেসােমশাই মৃদু মৃদু হেসে জানিয়েছিলেন যে, তপনের গল্পটা তিনি কারেকশন করে পত্রিকাতে ছাপিয়েছেন।

৫. ‘সে আহ্লাদ খুঁজে পায় না’-কে কোন্ আহ্লাদ খুঁজে পায়নি?
উত্তর: স্বরচিত গল্প প্রকাশিত হলে, সৃষ্টিসুখজনিত যে ভয়ঙ্কর আহ্লাদ হওয়ার কথা, সেই আহ্লাদ তপন খুঁজে পায়নি।

৬. এর মধ্যে তপন কোথা?’—এ কথা বলার কারণ কী?
উত্তর: পত্রিকায় প্রকাশিত স্বরচিত গল্পটি পড়তে গিয়ে, তপন দেখে গল্পের প্রতিটি লাইনই তার অচেনা। গােটা গল্পে কোথাও তার নিজস্বতাটুকু নেই।

৭. তার চেয়ে দুঃখের কিছু নেই’—তপনের মতে সবচেয়ে দুঃখের বিষয়টি কী?
উত্তর: তপনের মতে, স্বরচিত গল্প পড়তে বসে অন্যের লাইন পড়ার মতাে দুঃখের এবং অপমানের আর কিছু নেই।

৮. আজ আর অন্য কথা নেই’—সেদিন শুধু কোন্ কথা আলােচিত হয়েছে?
উত্তর: তপনদের বাড়িতে সেই দিন শুধু তপনের গল্পের কথা আর নতুন মেসাের মহত্বের কথা আলােচিত হয়েছিল।

৯. ক্রমশ ও কথাটাও ছড়িয়ে পড়ে—কোন্ কথা ক্রমশ ছড়িয়ে পড়েছিল ?
উত্তর: পত্রিকায় তপনের গল্প প্রকাশের সংবাদের পাশাপাশি, এ কথাটাই ক্রমশ ছড়িয়ে পড়ে যে, তপনের মেসােমশাই গল্পটিকে কারেকশন’ করে ছাপিয়েছে।

১০. ‘গল্প জিনিসটা যে কি সেটা জানতে তাে বাকি নেই’—তপন কীভাবে এটি জেনেছিল?
উত্তর: শৈশব থেকেই রাশি রাশি গল্প শুনে আর গাদা গাদা বই পড়ার দরুন, গল্প জিনিসটা যে কী, সেটা তপনের জানতে বাকি ছিল না।

১১. এদিকে বাড়িতে তপনের নাম হয়েছে’-বাড়িতে তপনের কী কী নাম হয়েছিল?
উত্তর: লেখক মেসসাকে দেখে অনুপ্রাণিত হয়ে গল্প লেখার দরুন, বাড়ির সকলের কাছে। তপনের নাম হয়ে গিয়েছিল কবি-সাহিত্যিক ও কথাশিল্পী।

১২. ‘গভীরভাবে সংকল্প করে তপন’-তপন এর সংকল্পটি কী?
উত্তর: দুঃখের মুহূর্তে তপন সংকল্প করেছিল যে—ভবিষ্যতে গল্প ছাপাতে হলে, সে নিজে পত্রিকার অফিসে গিয়ে লেখা দিয়ে আসবে।

১৩. তা ঘটেছে, সত্যিই ঘটছে’—কী ঘটেছে?
উত্তর: তপনের লেখা গল্প ‘সন্ধ্যাতারা’ পত্রিকায় প্রকাশিত হওয়ার ঘটনাটি সত্যিই ঘটেছে।

১৪. ‘যেন নেশায় পেয়েছে’—কাকে কীসের নেশায় পেয়েছে?
উত্তর: তপনকে গল্প লেখার নেশা পেয়েছে।

১৫. তপন প্রথমটা ভাবে ঠাট্টা-কোন্ কথাকে সে প্রথমে ঠাট্টা ভেবেছিল ?
উত্তর: নতুন মেসােমশাই তপনের গল্পের প্রশংসা করে সেটিকে পত্রিকায় ছাপানাের প্রস্তাব দিলে, তপন এটা নিছক ঠাট্টা ভেবেছিল।

১৬. তপন আর পড়তে পারে না’/’ৰােবার মত বসে থাকে’–তপণের এমন আচরণের কারণ কী?
উত্তর : স্বরচিত গল্প পাঠ করতে গিয়ে তপন যখন দেখে কারেকশনে’র নাম করে মেসে র গল্পটাকেই সম্পূর্ণ বদলে দিয়েছেন, তখন অভিমানে ও দুঃখে হতবাক তপন বােবার মতাে বসে থাকে।

১৭. তপনের নতুন মেলােমশাই কেন শ্বশুড়বাড়িতে কিছুদিন রয়ে গিয়েছিলেন?
উত্তর: তপনের নতুন মেলােমশাই কলেজের প্রফেসর। গ্রীষ্মের ছুটিতে কলেজ বন্ধ থাকার কারণে, তিনি শ্বশুরবাড়িতে কিছু দিন রয়ে গিয়েছিলেন।

১৮. নতুন বিয়ের শ্বশুরবাড়ির ছেলে-কে খুশি করতে মেসোমশাই কী করেছিলেন?
উত্তর নতুন বিয়ের শ্বশুরবাড়ির ছেলে অর্থাৎ তপনকে খুশি করতে মেলােমশাই তপনেরস্বরচিত গল্পটিকে পত্রিকায় ছাপানাের প্রতিশ্রুতি দিয়েছিলেন।

১৯. বিকেলে চায়ের টেবিলে ওঠে কথাটা’-কোন্ কথাটি চায়ের টেবিলে উঠেছিল?
উত্তর: নতুন মেসােমশাই তপনের গল্পটির প্রশংসা করেছেন এবং তা পত্রিকায় ছাপানাের প্রস্তাব দিয়েছেন—এই কথাটি বিকেলে চায়ের টেবিলে উঠেছিল।

২০. বুকের রক্ত ছলকে ওঠে তপনের’—কেন বুকের রক্ত ছলকে উঠেছিল?
উত্তর: মাসি-মেসােকে সন্ধ্যাতারা’ পত্রিকা হাতে বাড়িতে আসতে দেখে তপনের বুকের রক্ত ছলকে উঠেছিল।

২১. “শুধু এটাই জানা ছিল না”—কার কী জানা ছিল না ?/ “নতুন মেসসাকে দেখে জানলে সেটা”—তপন কী জেনেছিল?
উত্তর: গল্প লেখা এতই সহজ যে সাধারণ মানুষও লিখতে পারে- একথা তপনের জানা ছিল না।

২২. “তাই জানতাে না”—কে কী জানতাে না ?
উত্তর: জলজ্যান্ত একজন লেখককেও অত্যন্ত কাছ থেকে দেখা যায়, একথা তপন জানতাে না।

২৩. “সূচিপত্রেও নাম রয়েছে”—সেখানে কী লেখা ছিল?
উত্তর: ‘সন্ধ্যাতারা’ পত্রিকার সূচিপত্র লেখা ছিল- প্রথম দিন (গল্প) শ্রী তপন কুমার রায়।


Madhyamik Bengali Suggestion

[su_posts template=”templates/list-loop.php” posts_per_page=”10″ tax_term=”550″ order=”desc”]

Madhyamik All subjects Suggestion

[su_posts template=”templates/list-loop.php” posts_per_page=”10″ tax_term=”559″ order=”desc”]

পরীক্ষার সিলেবাস

কবিতা অসুখী একজন, আয় আরো বেঁধে বেঁধে থাকি, আফ্রিকা, অভিষেক, প্রলয়োল্লাসে, সিন্ধুতীরে, অস্ত্রের বিরুদ্ধে গান
গল্প জ্ঞানচক্ষু, বহুরূপী, পথের দাবী, অদল বদল, নদীর বিদ্রোহ
প্রবন্ধ হারিয়ে যাওয়া কালি কলম, বাংলা ভাষার বিজ্ঞান
নাটক সিরাজদ্দৌলা
সহায়ক পাঠ কোনি

Madhyamik Bengali Suggestion