HS Education Suggestion 2023 | উচ্চমাধ্যমিক শিক্ষা বিজ্ঞান সাজেশন ২০২৩

উচ্চ মাধ্যমিক শিক্ষা বিজ্ঞান সাজেশন

শিখন

HS Education Short Question Answer [SAQ]

1. মনোযোগের দুটি বস্তুগত নির্ধারকের নাম লেখো।
▶ মনোযোগের বস্তু নির্ধারক হল- (i) তীব্রতা, (2) আকার।

2. মনোযোগের ব্যক্তিগত নির্ধারকের নাম ২টি লেখো।
▶ মনোযোগের ব্যক্তিগত নির্ধারক হল : আগ্রহ ও আবেগ।

3. আগ্রহ বা অনুরাগ কী ?
▶ আগ্রহ হল এমন এক ধরনের মানসিক সংগঠন যা কোনো বস্তু ব্যক্তি বা ধারণার
প্রতি সেন্টিমেন্ট গড়ে তোলে, ব্যক্তিকে সেই কাজ করতে উদ্বুদ্ধ করে।

4. শিক্ষায় আগ্রহের ১টি ভূমিকা লেখো।
▶ আগ্রহ শিক্ষার্থীকে শিক্ষাগ্রহণে সক্রিয় করে তোলে।

5. আগ্রহের ১টি বৈশিষ্ট্য লেখো।
▶ আগ্রহের বৈশিষ্ট্য : শিশুর আগ্রহ বিকাশধর্মী। শিশুর বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে আগ্রহের বিকাশ ঘটতে থাকে।

6. বুদ্ধির দ্বি-উপাদান তত্ত্বের প্রবক্তা কে?
▶ বুদ্ধির দ্বি-উপাদান তত্ত্বের প্রবক্তা হলেন চার্লস স্পিয়ারম্যান।

7. স্পিয়ারম্যান এর দ্বি-উপাদান তত্ত্ব কোন প্রক্রিয়ায় প্রকাশ করেন ?
▶ স্পিয়ারম্যানের দ্বি-উপাদান তত্ত্বটি “American Journal of Psychology’
পত্রিকায় প্রকাশ করেন।

8. Electric Theory-র প্রবক্তা কে?
▶ Electric theory-র প্রবক্তা হলেন চার্লস স্পিয়ারম্যান।

9. SMA-এর পুরো কথাটি কী ?
SMA-এর পুরো কথাটি হল Special Mental Ability.

10. সাধারণ মানসিক ক্ষমতা কী ?
▶ : যে জন্মগত মানসিক ক্ষমতা সবরকম বৌদ্ধিক কাজ করতে প্রয়োজন হয় এবং যা পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে ব্যক্তিকে মানিয়ে নিয়ে চলতে সাহায্য করে, তা হল সাধারণধর্মী মানসিক ক্ষমতা।

11. সাধারণ মানসিক ক্ষমতার ১টি বৈশিষ্ট্য লেখো।
▶ সাধারণ মানসিক ক্ষমতা জন্মগত এবং সবরকম বৌদ্ধিক কাজের জন্য প্রয়োজন ।

12. মনোযোগের একটি বৈশিষ্ট্য উল্লেখ করো।
▶ মনোযোগের বৈশিষ্ট্য : ব্যক্তির মনোযোগ এক বস্তু থেকে অন্য বস্তুতে প্রতিনিয়ত
স্থানান্তরিত হয়। অর্থাৎ, মনোযোগ হল পরিবর্তনশীল।

13. প্রেষণা কাকে বলে ?
▶ মনের অভ্যন্তর থেকে যে শক্তি আমাদের চালনা করে তাই হল প্রেষণা । Baron প্রেষণার সংজ্ঞায় বলেছেন, “প্রেষণা একটি শক্তি যা লক্ষ্যাভিমুখী আচরণকে উজ্জীবিত ও নির্দেশিত করে।

14. Motivation (প্রেষণা) কোন্ শব্দ থেকে উৎপত্তি ?
▶ Motivation শব্দটি লাতিন শব্দ ‘Moveers’ থেকে এসেছে। Movers কথাটির অর্থ ‘Move’ অর্থাৎ ‘চলন প্রক্রিয়া।’

15. প্রেষণার চারটি চক্র বা প্রক্রিয়া কী কী ?
▶ প্রেষণার চারটি চক্র। (i) চাহিদা, (ii) তাড়না, (iii) সহায়ক আচরণ (iv) উদ্দেশ্য
পূরণ।

16. প্রেষণার একটি বৈশিষ্ট্য লেখো।
▶ প্রেষণার বৈশিষ্ট্য : প্রেষণা মূলত নির্বাচনমূলক। ব্যক্তি একটি নির্দিষ্ট লক্ষ্যবস্তুকে
কেন্দ্র করে প্রয়োজনীয় আচরণ সম্পাদন করে ।

17. ‘মনোযোগ হল এমন একটি মানসিক প্রক্রিয়া যা কোন্ বিষয়কে সুস্পষ্ট চিন্তনের
মাধ্যমে মনের সামনে তুলে ধরে’—মনোযোগের এই সংজ্ঞা কে দিয়েছেন ?
▶ মনোযোগের এই সংজ্ঞা দিয়েছেন জে. আর. রস।

18. মনোযোগের একটি বৈশিষ্ট্য লেখো।
▶ মনোযোগ একটি উদ্দীপক নির্ভর প্রক্রিয়া। আকর্ষণের জন্য ন্যূনতম উদ্দীপক
শক্তির প্রয়োজন।

19. মনোবিদ Ross মনোযোগকে ক-টি ভাগে ভাগ করেছেন কী কী ?
▶ মনোবিদ Ross মনোযোগকে ২টি ভাগে ভাগ করেছেন- (i) ইচ্ছা-নিরপেক্ষ মনোযোগ, (ii) ইচ্ছা-প্রনোদিত মনোযোগ ।

20. মনোযোগের একটি বৈশিষ্ট্য উল্লেখ করো।
▶ মনোযোগের বৈশিষ্ট্য : ব্যক্তির মনোযোগ এক বস্তু থেকে অন্য বস্তুতে প্রতিনিয়ত
স্থানান্তরিত হয়। অর্থাৎ, মনোযোগ হল পরিবর্তনশীল।

Your Queries:

hs education question 2022
hs education question paper 2022 pdf download
class 12 2022 education suggestion
2022 hs exam english grammar suggestion
health and physical education suggestion 2022
hs evs suggestion 2022 pdf download
hs english grammar suggestion 2022 pdf
hs report writing suggestion 2022
hs education suggestion 2022
hs education suggestion 2022 pdf download
দ্বাদশ শ্রেণীর শিক্ষা বিজ্ঞান সাজেশন 2022
দ্বাদশ শ্রেণীর শিক্ষা বিজ্ঞান প্রথম অধ্যায়
class 11 education suggestion 2022
দ্বাদশ শ্রেণীর শিক্ষা বিজ্ঞান দ্বিতীয় অধ্যায়
shikha vigyan class 11
দ্বাদশ শ্রেণীর শিক্ষা বিজ্ঞান সাজেশন 2023
hs education suggestion 2022
hs education question paper 2022
hs education suggestion 2023
hs education question paper 2023 pdf download
hs education question paper 2019 pdf download
hs education question paper 2019
hs education question paper 2018
hs education question paper 2020
hs education syllabus 2022
hs education question 2022