Higher secondary History Suggestion 2021
Download HS History Suggestion 2021 PDF. WBCHSE HS History Suggestion PDF contains question of marks two, three and five. HS History Suggestion PDF
Higher secondary 2021 History Suggestion Download PDF (WBCHSE). Higher secondary suggestion 2021 for West Bengal Higher secondary 2021 exam. নির্ভরযোগ্য ইতিহাস বিষয়ের সাজেশান, যেখান থেকে নুন্যতম 75% প্রশ্ন পরীক্ষায় আসবে।
বিভাগ-ক
1. অতীতকে স্মরণ করার ক্ষেত্রে কিংবদন্তি বা মিথ এবং স্মৃতিকথার ভূমিকা আলােচনা করাে।
২. মিউজিয়ামের (জাদুঘরের) প্রকারভেদ আলােচনা করাে।
৩. ভারতের ইতিহাস চর্চায় লােককথার ও জাদুঘরের ভূমিকা আলােচনা করাে।
৪. উপনিষদবাদের রাজনৈতিক ভিত্তি সম্পর্কে আলােচনা করাে।
৫. সাম্রাজ্যবাদ বলতে কী বােঝায়? সাম্রাজ্যবাদ উদ্ভবের কারণ গুলি লেখাে।
৬. ঔপনিবেশিক সমাজে জাতি সংক্রানত প্রশ্ন ও তার প্রভাব আলােচনা করাে।
৭. উপনিবেশবাদ বলতে কী বােঝায়? এর সঙ্গে সাম্রাজ্যবাদের সম্পর্ক নির্ণয় করাে। ভারতে রেলপথ প্রবর্তনের উদ্দেশ্য ও প্রভাব আলােচনা করাে।
৮. তিয়েনসিনের সন্ধির মূল শর্ত গুলি লেখাে। চীনের ওপর আরােপিত বিভিন্ন অসম চুক্তি গুলির সংক্ষিপ্ত বিবরণ দাও। ক্যান্টন বাণিজ্যের প্রধান বৈশিষ্ট্য গুলি কী ছিল? এই বাণিজ্যের অবসান কেন ঘটে?
৯. বাংলার সমাজ ও অর্থনীতিতে চিরস্থায়ী বন্দোবস্তের প্রভাব সমূহ আলােচনা করাে। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে ভারতের ভূমি রাজস্ব ব্যবস্থার সংক্ষিপ্ত পরিচয় দাও।
১০. পলাশী ও বক্সারের যুদ্ধের ফলাফল তুলনামূলক আলােচনা করাে। ভারত ও চীনের ঔপনিবেশিক শক্তি গুলির আধিপত্যের তুলনামূলক আলােচনা করাে।
১১. বাংলায় নবজাগরণের প্রকৃতি আলােচনা করাে এবং এর সীমাবদ্ধতা গুলি লেখাে।
১২. আলীগড় আন্দোলনের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। সমাজ সংস্কারক হিসেবে রাজা রামমােহন রায়ের অবদান আলােচনা করাে।
১৩. ডিরােজিও নেতৃত্বের নব্যবঙ্গ আন্দোলনের বিবরণ দাও। সমাজ সংস্কারক হিসেবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকা আলােচনা করাে।
১৪. পাশ্চাত্য শিক্ষার প্রভাবে চীনে কিভাবে বুদ্ধিজীবী শ্রেণীর উদ্ভব হয়? চিনের চৌঠা মে আন্দোলন ও তাইপিং বিদ্রোহ সম্পর্কে টীকা লেখাে।
বিভাগ-খ
১. রাওলাট আইনের উদ্দেশ্য কি ছিল এবং গান্ধীজী কেন এই আইনের বিরােধিতা করেছিলেন?
২. লখনউ চুক্তির শর্তাবলি উল্লেখ করাে৷ এই চুক্তির গুরুত্ব সম্পর্কে সংক্ষেপে আলােচনা করাে।
৩. মন্টেগু-চেমসফোর্ড সংস্কারের বৈশিষ্ট্য গুলি লেখ এবং এই আইনের ত্রুটি গুলি আলােচনা করাে।
৪. প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তীকালে ব্রিটিশ ঔপনিবেশিক ভারতে শিল্পায়নের কারণ গুলি আলােচনা করাে৷ জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রেক্ষাপট কি ছিল এবং এই ঘটনা গুরুত্ব আলােচনা করাে।
৫. ১৯৪৬ এর নৌবিদ্রোহের কারণ ও তাৎপর্য লেখাে৷
৬. মাউন্টব্যাটেন পরিকল্পনা কি? ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে সুভাষচন্দ্র বসুর অবদান আলােচনা করাে।
৭. কোন পরিস্থিতিতে ক্রিপস মিশন ভারতে আসে এবং এই মিশনের প্রস্তাব ও ব্যর্থতা আলােচনা করাে।
৮. হাে-চি-মিনের নেতৃত্বে ভিয়েতনামের মুক্তিযুদ্ধের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। ১৯৫০-এর দশকে আন্তর্জাতিক রাজনীতিতে কমিউনিস্ট চীনের প্রভাব নিরূপণ করাে।
৯. সুয়েজ সংকট কেন দেখা গিয়েছিল, ভারতের ভূমিকা কি ছিল? ট্রুম্যান নীতি ও মার্শাল পরিকল্পনা সংক্ষেপে আলােচনা করাে।
১০. কিউবার ক্ষেপণাস্ত্র সংকটের সংক্ষিপ্ত পরিচয় দাও। ঠান্ডা লড়াই কি এবং এর তাত্ত্বিক ভিত্তি আলােচনা করাে।
১১. পূর্ব ইউরােপের সােভিয়েতীকরণের উদ্দেশ্য কি ছিল? বিভিন্ন দেশে এর কি প্রভাব পড়েছিল? গণতান্ত্রিক চীনের উত্থানের কারণ কি? তেল কূটনীতি বলতে কী বােঝায়?
১২. স্বাধীন ভারতের প্রথম তিনটি পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য ও গুরুত্ব আলােচনা করাে৷ অব-উপনিবেশীকরন বলতে কী বােঝায়? এর সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক তাৎপর্য ব্যাখ্যা করাে।
১৩. ইন্দোনেশিয়ার জাতীয়তাবাদী আন্দোলনে ড. সুকর্ণ এর ভূমিকা আলােচনা করাে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত পরিচয় দাও। এই যুদ্ধে ভারতের ভূমিকা কি ছিল৷
Click here to download HS History Suggestion 2021 PDF
- Higher secondary English Suggestion 2021
- উচ্চমাধ্যমিক ২০২১ ইতিহাস সাজেশন | HS 2021 History Suggestion (90% Must Common)
WBCHSE History Suggestion 2021 History Suggestion Download
It will help to get good marks in Higher secondary 2021 exam under WBCHSE Board. So download Higher secondary 2021 History suggestion PDF as soon as possible.
Class 12 Higher secondary 2021 History Suggestion
It is also known as Class 12 (XII) Higher secondary History Suggestion under West Bengal Council of Higher Secondary Education.
HS 2021 History Suggestion Popularity
Our History suggestion for Higher secondary is so much popular not only to the students but also to the teachers and guardians.
Higher secondary 2021 History Suggestion Probability
History suggestion in Higher secondary 2021 will come above 90% common which is predictable. We suggest this suggestion to carry good marks in Higher secondary 2021 examination.
Question Pattern
- Written Test : 80 marks
- Viva or Oral : 20 marks
Exam Time
The total time duration alloted for exam is 3 hours 15 minutes. And the time of exam is from 10:00 am to 01:15 pm.