GK : India’s first | জেনারেল নলেজ : ভারতের প্রথম | One liner GK in Bengali

ভারতে প্রথম

স্কুল কলেজে পড়ার সময় থেকেই প্রত্যেক ছাত্রছাত্রীর স্বপ্ন থাকে WBCS অফিসার হওয়ার। এই স্বপ্নকে বাস্ত রেখে সঠিক গাইডেন্সের মাধ্যমে WBCS পরীক্ষার প্রিলি, মেইন ও ইন্টারভিউ প্রত্যেকটি স্টেজ অতিক্রম কর WBANSWER সংখ্যায় ধারাবাহিক আলােচনা করছেন GSCE-র অভিজ্ঞ শিক্ষক

1। মিস ইউনিভার্স সম্মান প্রাপক প্রথম ভারতীয় – সুস্মিতা সেন (১৯৯৪)।

2। নােবেল প্রাইজ প্রাপক প্রথম মহিলা – মাদার টেরিজা (১৯৭৯)।

3। ভারতরত্ন প্রাপক প্রথম মহিলা – ইন্দিরা গান্ধী (১৯৭১)।

4। জ্ঞানপীঠ প্রাপক প্রথম মহিলা – আশাপূর্ণা দেবী (১৯৭৬)।

5। বুকার প্রাইজ প্রাপক প্রথম মহিলা, – অরুন্ধুতি রায় (দ্য গড অফ স্মল থিংস, ১৯৯৭)।

6। ভারতের প্রথম মহিলা রাষ্ট্রদূত – সি ভি মুথা (১৯৭০)

7। ইউপিএসসি’র প্রথম মহিলা চেয়ারম্যান – রােস মিলিয়ন বাথিউ (১৯৯২-১৯৯৬)

8। দু’বার এভারেস্ট আরােহণকারী প্রথম মহিলা – সন্তোষ যাদব।

9। ভারতের প্রথম মহিলা রেলমন্ত্রী – মমতা ব্যানার্জি (১৯৯৯-২০০১)।

 

10। লােকসভার প্রথম মহিলা অধ্যক্ষ – মীরা কুমার (২০০৯-২০১৪)

11। রাজ্যসভার প্রথম সেক্রেটারি জেনারেল – ভি এস রমাদেবী (১৯৯৩-১৯৯৭)

12। লােকসভার প্রথম সেক্রেটারি জেনারেল – স্নেহলতা শ্রীবাস্তব (২০১৭ – বর্তমান)।

13। ভারতের প্রথম মহিলা বিদেশ সচিব – চোকিলা আইয়ার (২০০৯-২০১২)।

14। সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার প্রাপক প্রথম মহিলা – অমৃতা প্রীতম (১৯৫৬)।

15। ভারতীয় চলচ্চিত্রের প্রথম অভিনেত্রী – দেবীকা রানি।

16। দাদাসাহেব ফালকে প্রাপক প্রথম মহিলা অভিনেত্রী – দেবীকা রানি (১৯৬৯)।

17। রাজ্যসভার প্রথম মহিলা চেয়ারপার্সন – ভায়ােলেট হরি আলবা (১৯৬২)।

18। ভারতের প্রথম মহিলা আইএএস অফিসার – আন্না রাজম মালহােত্রা (১৯৫১)।

19। ভারতের প্রথম মহিলা আইপিএস অফিসার – কিরণ বেদী (১৯৭২)।

20। প্রথম মহিলা সাম্মানিক স্নাতক – কামিনী রায় (সংস্কৃত, বেথুন কলেজ- ১৮৮৬)।

 

21। প্রথম মহিলা স্নাতক – কাদম্বিনী গাঙ্গুলি এবং চন্দ্রমুখী বসু (কলকাতা বিশ্ববিদ্যালয়, ১৮৮২)।

22। রাজ্যসভায় স্থান পাওয়া প্রথম মহিলা মনােনীত প্রার্থী – রুক্মিনী দেবী অরুন্ধালে (১৯৫২)।

23। নরম্যান তােরলং পদক প্রাপক প্রথম মহিলা – ডঃ অমৃতা পাটিল (১৯৯২)।

24। দূরদর্শনে খবর পাঠ করা প্রথম মহিলা – প্রতিমা পুরী (১৯৫৯)।

25। জাতীয় মহিলা কমিশনের প্রথম চেয়ারপার্সন – জয়ন্তী পট্টনায়ক (১৯৯২-১৯৯৫)।

26। ইন্ডিয়ান, ব্যাঙ্ক অ্যাসােসিয়েশনের প্রথম মহিলা চেয়ারম্যান – উযা অনন্তশুভ্রমনিয়ম (২০১৭-১৮)।

27। কোন রাজ্য বিধানসভার প্রথম মহিলা অধ্যক্ষ  – শান্নো দেবী (হরিয়ানা বিধানসভা- ১৯৬৬-১৯৬৭)।

28। এশিয়ান গেমসে গােল্ড মেডেল প্রাপক প্রথম মহিলা – কমলজিৎ সাধু (অ্যাথলিট, ব্যাঙ্কক এশিয়ান গেমস-১৯৭০)।

29। সাতটি মহাদেশের পর্বতশৃঙ্গ আরােহণকারী প্রথম মহিলা – প্রেমলতা অগ্রবাল।

[su_posts template=”templates/list-loop.php” posts_per_page=”4″ tax_term=”418″ order=”desc”]

 

30। আন্টার্কটিকায় পদার্পনকারী প্রথম মহিলা – মেহর মুস (১৯৭৬)।

31। এমবিবিএস ডিগ্রি প্রাপক প্রথম মহিলা – কাদম্বিনী গাঙ্গুলি ১৮৮৬)।

32। ইংলিশ চ্যানেল অতিক্রমকারী প্রথম মহিলা – আরতি সাহা (১৯৫৯)।

33। প্রথম মহিলা ট্রেন চালক – সুরেখা যাদব (১৯৮৮)।

34। প্রথম মহিলা বিমানচালক – সার্লা থাকলার (১৯৩৬)।

35। প্রথম মহিলা কমার্শিয়াল পাইলট – প্রেম মাথুর (ডেকান এয়ারওয়েস- ১৯৪৭)।

36। প্রথম মহিলা অলিম্পিক পদক প্রাপক – কর্ণম মালেশ্বরী (ভারােত্তোলন, ব্রোঞ্জ, সিডনি অলিম্পিক, ২০০০)।

37। রাজীব গান্ধী খেলরত্ন প্রাপক প্রথম মহিলা – কর্ণম মালেশ্বরী (ভারােত্তোলন, ১৯৯৫-৯৬)।

38। অর্জুন পদক প্রাপক প্রথম মহিলা – স্টেফি ডি সুজা (হকি, ১৯৬৩)।

39। দ্রোণাচার্য পদক প্রাপক প্রথম মহিলা – সুনীতা শর্মা (ক্রিকেট, ২০০৪)।

40। প্রথম মহিলা এয়ার ভাইস মার্শাল – পি বন্দ্যোপাধ্যায় (২০০২)। ।

 

41। প্রথম মহিলা ডিরেক্টর জেনারেল অফ পুলিশ – কাঞ্চন চৌধুরি ভট্টাচার্য।

42। প্রথম মহিলা লেফটেন্যান্ট জেনারেল – পুনীতা অরােরা।

43। পদ্মশ্রী প্রাপক প্রথম অভিনেত্রী। – নার্গিস দত্ত (১৯৫৮)।

44। প্রজাতন্ত্র দিবসের প্রথম মহিলা প্যারেড অ্যাডজুট্যান্ট – তানিয়া শার্গিল (২০২০)।

45। প্রথম মহিলা প্রধানমন্ত্রী – ইন্দিরা গান্ধী (১৯৬৬-১৯৬৭)।

46। প্রথম মহিলা রাষ্ট্রপতি – প্রতিভা পাটিল (২০০৭-২০১২)।

47। ভারতের কোনাে রাজ্যের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী। – সুচেতা কৃপালিনী (উত্তরপ্রদেশ, ১৯৬৩-১৯৬৭)।

 

48। ভারতের কোনাে রাজ্যের প্রথম মহিলা রাজ্যপাল – সরােজিনী নাইডু (উত্তরপ্রদেশ, ১৯৪৭-১৯৪৯)।

49। সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারক – মীরা সাহিব ফতিমা বিবি (১৯৮৯-১৯৯২)।

50। ভারতের কোনাে হাইকোর্টের প্রথম মহিলা প্রধান বিচারপতি – লীলা শেঠ (হিমাচল প্রদেশ হাইকোর্ট, ১৯৯১-১৯৯২)।

51। ভারতের প্রথম মহিলা মুখ্য নির্বাচন কমিশনার – ভি এস রমাদেবী (১৯৯০)।

52। মিস ওয়ার্ল্ড সম্মান প্রাপক প্রথম ভারতীয় – রীতা ফারিয়া (১৯৬৬)।


[su_posts template=”templates/single-post.php” posts_per_page=”1″ tax_term=”509″ order=”desc”]