General Science GK in Bengali. 100 Important General Science Questions & Answers for West Bengal All Competitive Exams

100 General Science GK

১. মানুষের শরীরে রাসায়নিক দূত হিসাবে কাজ করে?
উত্তর : হরমােন


২. কোন খাদ্যে সব ধরনের খাদ্য-উপাদান বর্তমান ?
উত্তর : দুধে


৩. দেহকোষে কোন ধরনের কোষ বিভাজন দেখা যায় ?
উত্তর : মাইটোসিস


৪. শীতকালে চামড়া ফাটার কারণ কি?
উত্তর : শীতকালে বাতাসের আপেক্ষিক আদ্রতা কম থাকে,তার কারণে


৫. কোন হরমােনের অভাবে ডায়াবেটিস রােগ হয় ?
উত্তর : ইলুলিন


৬. প্রতিটি কক্ষে ইলেক্ট্রনের সংখ্যা
উত্তর: 2n^2


৭. পরমানুর প্রােটনের সংখ্যাকে কি বলে?
উত্তর: পারমানবিক সংখ্যা


৮. সংকর ধাতু পিতলের উপাদান
উত্তর: তামা ও দস্তা


৯. কোনটি নবায়নযােগ্য শক্তির উৎস?
উত্তর: সূর্যরশ্মি


১০. প্রথম পারমানবিক ভরের ধারনা দেন ?
উত্তর: জন ডাল্টন।


১১. অ্যাভােগেড্রো সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করা হয়?
উত্তর: N


১২. আইসােটোপে কি ভিন্ন থাকে?
উত্তর: ভর সংখ্যা


১৩. যে যন্ত্রের সাহায্যে বৃষ্টিপাত পরিমাপ করা হয় তাকে কি বলে ?
উত্তর: রেইন গেজ


১৪. “এক্স রশ্মি’ কে আবিষ্কার করেন ?
উত্তর: উইলহেলম কনরাড রন্টজেন


১৫. লুনার কস্টিক আসলে কি?

উত্তর: সিল্ডার নাইট্রেট


১৬. গ্রানা ও স্ট্রোমা কোথায় থাকে ?
উত্তর: ক্লোরােপ্লাস্টে
১৭. ব্রঙ্কাইটিস কিসের রােগ ?
উত্তর: শ্বাসনালীর রােগ


১৮. ব্যাঙের শীতঘুমকে কি বলে ?
উত্তর: হাইবারনেশান
১৯. কোন কোষ অঙ্গানুকে ক্লডের ডানা বলা হয় ?
উত্তর: রাইবােজোম


২০. গতিশীল ট্রেনে বসে থাকা ব্যাক্তির কাছে ট্রেনের গতিবেগ কেমন
মনে হবে ?
উত্তর: স্থির মনে হবে


২১. কোন প্রাণীর গমন অঙ্গের নাম ফ্লিপার ?
উত্তর: সামুদ্রিক কচ্ছপ
২২. কোন বিজ্ঞানী রক্তের শ্রেনীবিভাগ করেন ?
উত্তর: কার্ল ল্যান্ডস্টেইনার


২৩, কোন প্রকার উতসেচক রক্ততঞ্চনে সাহায্য করে ?
উত্তর: থ্রম্বােকাইনেজ
২৪. কোন গ্রন্থি থেকে গােনাডােট্রপিক হরমােন ক্ষরিত হয়?
উত্তর: পিটুইটারি গ্রন্থি


২৫. জলের স্থায়ী ক্ষরতা কিসের সাহায্যে দূর করা হয় ?
উত্তর: জিওলাইট
২৬. ‘হাইগ্রোমিটারে কি পরিমাপ করা হয় ?
উত্তর: বায়ুর আপেক্ষিক আদ্রর্তা


২৭. ব্যাকটেরিয়া ধ্বংস করার জন্য লালারসে কি উৎসেচক থাকে ?
উত্তর: লাইসোেজম
২৮. কোন ভিটামিন যকৃতে সঞ্চিত হয় ?
উত্তর: ভিটামিন A ও D


২৯. মৃত্যুর পর পেশি কঠিন হয়ে যাওয়ার কারন কি ?

উত্তর: এটিপি কমে যাওয়া
৩০. স্ত্রী দেহে স্তন গ্রন্থি কীসের প্রকৃত রুপান্তর?
উত্তর: ঘর্মগ্রন্থি বা সিবেসিয়াস গ্ল্যান্ড


৩১. বেশি ভিটামিন নিলে শরীরে কি সমস্যা দেখা দেয়?
উত্তর: মাথা ব্যাথা ও তন্দ্রাচ্ছন্নতা
৩২. মানুষের দাঁতের কঠিন অংশের নাম কি ?
উত্তর: এনামেল


৩৩, নিষেকের পর কোষের ক্রোমােজোম সংখ্যা কত হয়?

উত্তর: 2n
৩৪. পারনিসিয়াস অ্যানিমিয়া কোন ভিটামিনের অভাবে ঘটে ?
উত্তর: ভিটামিন বি ১২


৩৫. কোন স্তন্যপায়ী প্রানীর দেহে লােম থাকে না ?
উত্তর: তিমি
৩৬, যেসব প্রানীদের রাত্রে মল খাওয়ার অভ্যাস আছে তাদের কি বলে?
উত্তর: কপ্ৰফ্যাগি


৩৭. কোন কীটনাশকের ছােয়ায় পতঙ্গদের মৃত্যু ঘটতে পারে ?
উত্তর: প্যারাথিয়ন
৩৮, মৌমাছি গড়ে কতদিন বাঁচে?
উত্তর: ৫০ থেকে ৬০ দিন


৩৯, মহিলাদের দেহে অস্টিওপােরােসিস কোন বয়সে দেখা যায় ?
উত্তর: ৪০ থেকে ৪৫ বছর বয়সে
৪০. কোন ভিটামিনকে বায়ােটিন বলে ?
উত্তর: ভিটামিন H /ভিটামিন B7


৪১, ফ্যাট কিসে দ্রবনীয় ?
উত্তর: ইথার ও ক্লোরােফর্ম
৪২. ক্রেবস চক্রে মােট কত অনু এটিপি তৈরি হয় ?
উত্তর: ১২ অনু


৪৩. ক্ষুদ্রান্ত্রের ‘C’ আকৃতির অংশকে কি বলে ?
উত্তর: ডিওডিনাম
৪৪. দেহকলা স্থানে তরল সঞ্চিত হয়ে ফুলে উঠলে তাকে কি বলে?
উত্তর: ইডেমা


৪৫. “Heart of Heart” কাকে বলে ?
উত্তর: হিজ-এর বান্ডিল
৪৬, হৃদপিণ্ডের কোন প্রকোষ্ঠের প্রাচীর মােটা হয় ?
উত্তর: বাম নিলয়


৪৭. কোন স্তন্যপায়ী প্রানীর RBC নিউক্লিয়াস যুক্ত ?
উত্তর: উট
৪৮. কোন গ্রন্থি হরমােন উৎপাদন করে না ?
উত্তর: প্লীহা।


৪৯, দেহের সবচেয়ে বড় স্নায়ু কোনটি ?
উত্তর: ভেগাস
৫০. গ্যাস্ক্রিন কোথায় ক্ষরিত হয়?
উত্তর: পাকস্থলী


৫১. কোন হরমােন রক্তচাপ বাড়ায় ?
উত্তর: আড্রিনালিন
৫২. লিনিয়াস সারা উদ্ভিদ জগতকে কয় ভাগে ভাগ করেছিলেন?
উত্তর: ২৪ টি ভাগে


৫৪. পাইরিনয়েড ডানা কোন কোষ অঙ্গানুতে পাওয়া যায় ?
উত্তর: প্লাষ্টিড
৫৫. সার হিসাবে ব্যাবহার করা হয় এমন শৈবালের নাম কি ?
উত্তর: অ্যানাবিনা ,নস্টক


৫৬. কোন ধাতুর আকরিকের নাম ‘গ্যালেনা’ ?
উত্তর: সীসা
৫৭. ‘পিউটার ধাতু সংকর উপাদানে কি কি থাকে?
উত্তর: ৫০% সীসা ও ৫০% টিন


৫৮. তড়িৎ রাসায়নিক শ্রেণিতে তামার স্থান হাইড্রোজেনের উপরে না নিচে ?
উত্তর: নিচে
৫৯, ‘সােরেল সিমেন্ট কি কাজে ব্যাবহার করা হয় ?
উত্তর: দাঁতের চিকিৎসায় ব্যাবহার করা হয়।


৬০. স্থায়ী চুম্বক তৈরি করতে কোন লােহা ব্যাবহার করা হয় ?
উত্তর: ইস্পাত
৬১. যে কোনাে লেবু জাতীয় ফলে কোন অ্যাসিড থাকে ?
উত্তর: সাইট্রিক অ্যাসিড


৬২. ‘টায়ালিন’ কোন জাতীয় খাদ্যকে পাচিত করে ?
উত্তর: শ্বেতসার
৬৩, মানুষের দাঁতের কঠিন অংশটির নাম কি?
উত্তর: এনামেল


৬৪. কোন প্রানীকে কাঁটার মুকুট আখ্যা দেওয়া হয় ?
উত্তর: তারা মাছ
৬৫. ক্রোমােজোমের নিউক্লিওজম মডেল কোন বিজ্ঞানী প্রবর্তন করেন?
উত্তর: রজার ডেভিড কর্ণবার্গ


৬৬. ভিনিগার কিসের জলীয় দ্রবন ?
উত্তর: অ্যাসেটিক অ্যাসিড
৬৭. লিট্রাস পেপারের দ্রবন কোন রঙকে নির্দেশ করে?
উত্তর: লাল রঙকে
৬৮. কোন আঁশ খালি চোখে দেখা যায় না?
উত্তর: প্লাকইড (Placoid)


৬৯. কোন স্তন্যপায়ী প্রাণীর দেহে লােম থাকে না?
উত্তর: তিমি
৭০. যেসব প্রাণীর রাত্রি কালীন মল খাওয়ার অভ্যাস আছে,তাদের কি বলে?
উত্তর: কোপ্রােফ্যাগি


৭১. পেস্ট প্রতিরােধক শস্য গুদামকে কী বলে?
উত্তর: পুসা বিন
৭২. মৌমাছি কতদিন বাঁচে?
উত্তর: ৫০ – ৬০ দিন।


৭৩, কোন ভিটামিন কে বায়ােটিন বলে?
উত্তর: ভিটামিন H অপর নাম ভিটামিন B7
৭৪, মহিলাদের হাড়ের ক্ষয় সংক্রান্ত রােগ কোন বয়সে দেখা যায়?
উত্তর: ৪০ – ৪৫ বছর


৭৫, ফ্যাট কিসে দ্রবণীয়?
উত্তর: ইথার ও ক্লোরােফর্ম
৭৬. ক্রেবস চক্রে মােট কত অনু ATP তৈরি হয়?
উত্তর: ১২ অনু


৭৭. সাধারণ মানুষের দেহে কলেস্টেরলের স্বাভাবিক মাত্রা কত?
উত্তর: প্রতি ১০০ মিলিলিটার রক্তে ১৫০-২৫০ মিলিগ্রাম
৭৮. দেহ কলা স্থানে তরল সঞ্চিত হয়ে ফুলে উঠলে তাকে কি বলে?
উত্তর: ইডেমা


৭৯, Heart of heart কাকে বলে?
উত্তর: হিজ এর বান্ডিল কে
৮০. হৃদপিন্ডের কোন প্রকোষ্ঠের প্রাচীর মােটা?
উত্তর: বাম নিলয়


৮১. কোন স্তন্যপায়ী প্রাণী RBC নিউক্লিয়াস যুক্ত?
উত্তর: উট
৮২. দেহের সবচেয়ে বড় স্নায়ু কোনটি?
উত্তর: ভেগাস


৮৩. কোন গ্রন্থি হরমােন উৎপাদন করে না?
উত্তর: প্লীহা
৮৪. বৃক্কে প্রতি মিনিটে কত পরিমান রক্ত প্রবাহিত হয়?
উত্তর: ১২০০মিলিলিটার


৮৫. গ্যাসট্রিন কোথায় ক্ষরিত হয়?
উত্তর: পাকস্থলী
৮৬. কোন হরমােন রক্তচাপ বাড়ায়?
উত্তর: অ্যাড্রেনালিন


৮৭. হাঙর মাছের কত গুলি ফুলকা ছিদ্র আছে?
উত্তর: ৭ জোড়া
৮৮. আলট্রাসনিক শব্দ তরঙ্গ শুনতে পায় কোন প্রাণী?
উত্তর: বাদুড়


৮৯. পারমানবিক সংখ্যার আবিষ্কারক কে ?
উত্তর: বিজ্ঞানী মােসলে
৯০. ফসফিন কি পদার্থ ?
উত্তর: যৌগিক
৯১. ভর সংখ্যার অপর নাম কি ?
উত্তর: নিউক্লিয়াস সংখ্যা


৯২. MKS পদ্ধতিতে ভরের একক –
উত্তর: কিলােগ্রাম
৯৩. লােহাকে গ্যালভানাইজিং করতে ব্যবহৃত হয়
উত্তর: দস্তা
৯৪, আন্তঃআনবিক শক্তি কি?
উত্তর: আকর্ষন শক্তি


৯৫, অনুর তাপ মাত্রা বাড়লে কোনটি হয় না ?
উত্তর: আকর্ষন শক্তি বৃদ্ধি পায়
৯৬. পদার্থের তিন অবস্থার কারন
উত্তর: আন্তঃআনবিক শক্তির পার্থক্য
৯৭. কোনটির আয়তন নেই ?
উত্তর: গ্যাসীয় পদার্থের


৯৮, জল কয় অবস্থায় থাকতে পারে ?
উত্তর:
৯৯, সরাসরি বাষ্পে পরিনত হওয়াকে কি বলে ?
উত্তর: উর্ধ্বপাতন
১০০. কোনটি উদ্বায়ী পদার্থ নয় ?
উত্তর: লবন


আরো পড়ুন Click here