General Science GK in Bengali. Top 50 General Science Questions & Answers for West Bengal All Competitive Exams

General Science GK in Bengali West Bengal All Competitive Exams

১. ন্তঃআনবিক আকর্ষন সবচেয়ে কম কোন পদার্থের?
উত্তর: নাইট্রোজেন
২. তাপ বর্জন করে তরল না হয়ে সরাসরি কঠিন হওয়াকে কি বলে?
উত্তর: সমীভবন
৩. সবচেয়ে হালকা মৌল কোনটি?
উত্তর: হাইড্রোজেন
৪. সবচেয়ে ভারী মৌল?
উত্তর: ইউরেনিয়াম
৫. ইউরেনিয়ামের আনবিক ভর কত?
উত্তর: ২৩৮
৬. বায়ু একটি,
উত্তর: মিশ্র পদার্থ
৭. যে তাপমাত্রায় পদার্থ কঠিন হতে শুরু করে তাকে কি বলে?
উত্তর: হিমাঙ্ক
৮, সর্বশেষ আবিষ্কৃত মৌলিক পদার্থ ?
উত্তর: আনান সেপটিয়াম
৯. যৌগিক পদার্থ নয় কোনটি ?
উত্তর: বায়ু
১০, নিষ্ক্রিয় মৌল কোনটি ?
উত্তর: জেনন

১১. কোনটি সিমেন্ট তৈরির অন্যতম কাঁচামাল?
উত্তর: জিপসাম
১২. কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বরফ পানি হয়?
উত্তর: 0
১৩. চুলায় পানি দিলে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফুটতে থাকে?

উত্তর: ১০০
১৪. রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহন করে না ?
উত্তর: অনু
১৫. পরমানুর নিউক্লিয়াসে থাকে না কোনটি ?
উত্তর: ইলেকট্রন
১৬, পরমানুতে কি সমান থাকে ?
উত্তর: ইলেকট্রন প্রােটনের সংখ্যা
১৭. নিষ্ক্রিয় গ্যাসের অনুতে কয়টি পরমানু থাকে?
উত্তর: ১
১৮, আইসােটনে কি সমান থাকে ?
উত্তর: নিউট্রন
১৯, আইসােবারে কি ভিন্ন থাকে ?
উত্তর: প্রােটন সংখ্যা
২০. আইসােবারে সমান থাকে কোনটি ?
উত্তর: ভর সংখ্যা

২১. বয়েলের সূত্রের একক কি কি?
উত্তর : উষ্ণতা ও ভর
২২. এক নটিক্যাল মাইল মানে কত ফুট?
উত্তর :৬০৮০ ফুট
২৩, প্লাস্টিক শিল্পে ব্যবহৃত ‘ PVC ‘শব্দ টির অর্থ কি?
উত্তর :পলিভিনাইল ক্লোরাইড
২৪. পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষজ ত্বরণের মান কত?
উত্তর :শূন্য।
২৫, কোন লােহায় কার্বনের পরিমান সবচেয়ে কম থাকে?
উত্তর :রট আয়রন
২৬. কোন মৌলের আইসােটোপ নেই?
উত্তর :সােডিয়াম
২৭. বরফের সঙ্গে সাধারণ লবণ মেশালে বফের গলনাঙ্ক কমে না। বাড়ে?
উত্তর :কমে
২৮. তিন ভরসংখ্যার হাইড্রোজেন কে কি বলে?
উত্তর : ট্রাইটিয়াম
২৯. ঘড়িতে দম দিলে কোন শক্তি সঞ্চিত হয়?
উত্তর :স্থিতি শক্তি

৩০. হীরের পর পৃথিবীতে সবচেয়ে কঠিন বস্তু কি?
উত্তর : করানডাম
৩১. লােহার জিনিসের উপর জিঙ্কের প্রলেপ দেওয়াকে কি বলে?
উত্তর :গ্যালভানাইজেশন।
৩২. ডুবুড়ির অক্সিজেন সিলিন্ডারে আর কোন গ্যাস থাকে?
উত্তর :হিলিয়াম
৩৩, কোন বর্ণের আলাের তরঙ্গ দৈর্ঘ্য কম?
উত্তর : বেগুনি।
৩৪. স্টিম ইঞ্জিনে তাপ শক্তি কিসে পরিণত হয়?
উত্তর :যান্ত্রিক শক্তিতে
৩৫. ডি এন এস বলতে কি বােঝায়?
উত্তর :ডােমেইন নেম সিস্টেম
৩৬. একটি ইলেক্ট্রো ম্যাগনেট তৈরি করতে কোন ধাতু ব্যাবহার করা হয়?
উত্তর :নরম লােহা।
৩৭. তিনটি প্রাথমিক রং কি কি?
উত্তর : লাল, নীল, সবুজ
৩৮. রেনে ডেকার্ট কেন বিখ্যাত?
উত্তর :জ্যামিতিতে বীজগণিতের সূত্র প্রয়গের ফলে।
৩৯, অ্যানাটমির জনক কে?
উত্তর : আনদ্রিয়াস ভেসালিয়াস

৪০. খনি শ্রমিকের বন্ধু কাকে বলা হয়?
উঃ হামফ্রে ডেভিকে , সেফটি লাম্প আবিষ্কারের জন্য
৪১. আইসােটোপ কি?
উত্তর :যে সব পরমানুর পারমাণবিক সংখ্যা এক কিন্তু ভর সংখ্যা
আলাদা তাদের আইসােটোপ বলে
৪২. ভর সংখ্যা কি?
উত্তর :নিউক্লিয়াসের প্রােটন ও নিউটন সংখ্যার সমষ্টি
৪৩. আয়ােডিন বেশি থাকে ?
উত্তর : সমুদ্রের মাছে
৪৪. ভূমিকম্প নির্ণায়ক যন্ত্রের নাম কি ?
সিসমােগ্রাফ।
উত্তর :
৪৫. উড়ােজাহাজের গতি নির্ণায়ক যন্ত্রের নাম কি ?
উত্তর : ট্যাকমিটার
৪৬.আলকাতরা কি থেকে তৈরী হয় ?
উত্তর : কয়লা
৪৭. কোন সাধারণ মৌলিক ধাতু সাধারণ তাপমাত্রায় তরল থাকর ?
উত্তর : ব্রোমিন
৪৮. পারমানবিক বােমা কে আবিষ্কার করেন ?
উত্তর : ওপেন হেমার


General Science GK in Bengali. 100 Important General Science Questions & Answers for West Bengal All Competitive Exams