Current Affairs in Bengali MCQ : 5 January 2021

সাধারণ জ্ঞানের প্রশ্ন (questions of general knowledge) বিগত বছরের WBCS Prelims পরীক্ষার Bangla GK নিয়ে আজকের এই পোস্ট। পশ্চিমবঙ্গের সমস্ত কম্পিটিটিভ পরীক্ষার জন্য এই GK গুলি খুবই গুরুত্বপূর্ণ

এই সাধারণ জ্ঞানের প্রশ্ন গুলি পড়লে WBCS, SLST, TET, BANK, RAIL, PSC, SSC, WBP etc. পরীক্ষায় সফলতা অর্জন করতে পারবেন।প্রতিদিন এই জিকে গুলি পেতে আমাদের ওয়েবসাইট WBAnswer.com ভিজিট করে পড়তে পারেন। জিকে গুলি সম্পূর্ণ বিনামূল্যে আপনাদের দেওয়া হয় । এই Bangla GK গুলির PDF ডাউনলোড করতে আমাদের টেলিগ্রামের সাথে যুক্ত থাকুন


Current Affairs MCQ : 5 January 2021


  1. মানুষের স্বাভাবিক রক্ত–

[A] আম্লিক

[B] ক্ষারীয়

[C] প্রশমিত

[D] পরিবর্তনশীল

ANSWER
[B] ক্ষারীয়

  1. যে প্রাণীগােষ্ঠী সমুদ্র জলে পাওয়া যায় না-

[A] স্তন্যপায়ী

[C] সরীসৃপ

[B] উভচর

[D] পক্ষী

ANSWER
[D] পক্ষী

  1. একটি বরফের ঘনক একটি বড় বিকারের জলের মধ্যে ভাসানাে আছে। বরফের ঘনকটিতে একটি বড় বায়ুর বুদবুদ আছে। যখন বরফটি সম্পূর্ণ গলে যাবে, তখন বিকারের জলের তলের কী পরিবর্তন হবে ?

(A) অপরিবর্তিত

(B) নেমে যাবে

(C) উঠে যাবে 

(D) প্রথমে উঠবে তারপর নেমে যাবে

ANSWER
(D) প্রথমে উঠবে তারপর নেমে যাবে

  1. একই গতিশক্তি সম্পন্ন কণাগুলির মধ্যে কার ভরবেগ সর্বোচ্চ ?

(A) ইলেকট্রন

(B) প্রােটন

(C) ডিউটেরন

(D) আলফা কণা

ANSWER
(B) প্রােটন

  1. কোন্ রাশির একক ডাইন-সেকেন্ড ?

(A) বল

(B) ভরবেগ

(C) শক্তি

(D) ক্ষমতা

ANSWER
(A) বল

  1. বার্নার দিয়ে ফ্লাক্সের জল ফুটানাে হচ্ছে। কী করলে জলের স্ফুটনাঙ্ক কমে যাবে ?

(A) পারিপার্শ্বিক তাপমাত্রা কমালে

(B) ফ্লাক্সের মুখ বায়ুনিষ্কাশন যন্ত্রে লাগালে

(C) বার্নারের তাপ কমিয়ে দিলে

(D) ফ্রান্সের মুখ বায়ুর চাপ বৃদ্ধিকারী যন্ত্রে লাগালে

ANSWER
(D) ফ্রান্সের মুখ বায়ুর চাপ বৃদ্ধিকারী যন্ত্রে লাগালে

  1. বাহ্যিক চৌম্বকক্ষেত্রের প্রভাব থেকে কোনাে যন্ত্রকে মুক্ত রাখতে ব্যবহৃত হয়

(A) কাচের আচ্ছাদন 

(B) রবারের আচ্ছাদন

(C) পেতলের আচ্ছাদন 

(D) বচা লােহার আচ্ছাদন

ANSWER
(D) বচা লােহার আচ্ছাদন

  1. নিম্নলিখিত যৌগটি তৈরী করা আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের একটি যুগান্তকারী কাজ-

(A) HgCI2 

(B) HgO

(C) Hg2CI

(D) H2O4

ANSWER
(B) HgO


RECENT POST

LATEST POST