Current Affairs in Bengali : 26th May Current affairs For All West Bengali Job exam, With PDF

26 Current Affairs in Bengali 


1) 2022 সালে অনুর্ধ 17 মহিলা ফিফা বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে ?

a) ভারত

b) অস্ট্রেলিয়া

c) কাতার

d) সৌদি আরব

 

2) আন্তর্জাতিক জীব বৈচিত্র দিবস (International Day for biological diversity) কবে পালিত ?

a) 22 মে

b) 21 মে

c) 23 মে।

d) 20 মে

 

3) কোন রাজ্য সরকার অনলাইনে হাসপাতালের শয্যা বুকিং এর জন্য অমৃত বাহিনী (Amrit Vahini)  অ্যাপ লঞ্চ করল ?

a) ঝাড়খন্ড

b) বিহার

c) মহারাষ্ট্র

d) কেরালা

 

4) স্মার্ট সিটি মিশন প্রকল্পগুলাের বাস্তবায়নে কোন রাজ্য প্রথম স্থানে আছে ?

a) উত্তর প্রদেশ

b) বিহার

c) ঝাড়খন্ড

d) রাজস্থান

 

5) ভারতীয় মহিলা জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং কোচ হিসেবে কে নিযুক্ত হলেন ?

a) অজয় জাদেজা

b) শিব সুন্দর দাস

c) বীরেন্দ্র শেহবাগ

d) গৌতম গাম্ভীর

 

6) সম্প্রতি প্রয়াত সুন্দরলাল বহুগুনা কোন আন্দোলনের সঙ্গে জড়িত ?

a) সাইলেন্ট ভ্যালি আন্দোলন

b) চিপকো আন্দোলন

c) নর্মদা বাঁচাও আন্দোলন

d) বালিয়া পাল আন্দোলন

 

7) কোন রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চল মহামারীতে পিতা-মাতাকে হারানাে শিশুদের মাসে 2500 টাকা করে দেওয়ার কথা ঘােষণা করল ?

a) দিল্লি

b) জম্মু-কাশ্মীর

c) উত্তর প্রদেশ

d) তামিলনাড়ু

 

৪) কেন্দ্রীয় উপজাতি বিষয়ক মন্ত্রক উপজাতি বিদ্যালয়ের ডিজিটাল ট্রানসফর্মেশন এর জন্য কোন কোম্পানির সাথে Mou স্বাক্ষর করলাে ?

a) Facebook

b) Google

c) Microsoft

d) Amazon

 

9) এশিয়ার মধ্যে দ্বিতীয় ধনীতম ব্যক্তি হলেন কে ?

a) গৌতম আদানি

b) রতন টাটা

c) মুকেশ আম্বানি

d) আজিম প্রেমজি

 

10) ষষ্ঠতম ইউনাইটেড নেশন গ্লোবাল রােড সেফটি উইক 2021 এর থিম কি ?

a) Streets for Life

b) Improving Global Road Safety

c) Leadership for Road Safety

d) Speakup for Road Safety

 

11) “1971: The Beginning of India’s Cricketing Greatness’ এই বইটির লেখক কে?

a) বরিয়া মজুমদার

b) রাস্কিন বন্ড

c) গৌতম ভট্টাচার্য।

d) a ও c


file Download