40 Important Bengali current affairs 2020
No. | কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন ও উত্তর |
1. | রাষ্ট্রসংঘের অধীনস্থ ILO-এর প্রকাশিত ‘Youth and COVID-19: Impacts on Jobs, Education, Rights and Mental Well-being’ অনুযায়ী বিশ্বের কত শতাংশ যুবক- | যুবতীগণ শিক্ষা, চাকরি প্রভৃতি বিষয়ে উদ্বেগের মধ্যে কাটাচ্ছেন?
Ans. 50%. |
2. | ২১ আগস্ট সারা বিশ্বজুড়ে কোন দিবস পালিত হল, যেটি ১৯৯০ সালে প্রথম পালিত হয়েছিল?
Ans. ওয়ার্ল্ডসিনিয়র সিটিজেন’স ডে। |
3. | সম্প্রতি সার্কসার্ক কর্তৃক প্রকাশিত ‘Digital Quality of Life-2020’ অনুযায়ী ভারত কততম স্থানে রয়েছে যে তালিকার প্রথম স্থানে ডেনমার্ক রয়েছে? Ans. ৫৭তম। |
4. | অন্ধ্রপ্রদেশ সরকার স্বসহায়ক দলের তৈরি করা দ্রব্যাদি অনলাইনে বিক্রির বাজার তৈরি এবং বিক্রি করার জন্য কোন কোন সংস্থার সঙ্গে যৌথ চুক্তি স্বাক্ষর করেছে?
Ans. জিও এবং ‘Allana Group. |
5. | মহাকাশ প্রযুক্তিবিদ্যা সংক্রান্ত বিষয়ে an innovation cum incubation centre গড়ে তােলার উদ্দেশ্যে ন্যাশনাল রিসার্চ ডেভেলপমেন্ট কর্পোরেশন’ কোন সংস্থার সঙ্গে যৌথ মউ স্বাক্ষর করেছে?
Ans. CSIR-NAL. |
6. | মধ্যপ্রদেশ সরকার প্রবীণ নাগরিকদের জন্য নিত্য নৈমিত্যিক ও প্রয়ােজনীয় জিনিসপত্রের সরবরাহ করার জনসচেতনতা গড়ে তােলার জন্য সম্প্রতি যে প্রচারাভিযান চালু করেছে। তার নাম কী ? Ans. ‘Ek Sankalp-Bujurgoke naam’. |
7′ | ‘L&T Hydrocarbon Engineering’ সংস্থাটি কার্বন ডাইঅক্সাইড থেকে মিথানল তৈরির কারখানা প্রতিষ্ঠা করার জন্য সম্প্রতি কোন সংস্থার সঙ্গে যৌথ চুক্তি স্বাক্ষর করেছে?
Ans. NTPC Ltd. |
8. | মার্কিন যুক্তরাষ্ট্রের প্রযুক্তিগত সংস্থা গুগল কর্মপ্রার্থীদের জন্য নতুন কর্মের দিশা দেখানাের জন্য সম্প্রতি যে মােবাইল অ্যাপস চালু করেছে তার নাম কী?
Ans. Kormo Jobs. |
9. |
ন্যাশনাল সীডস কর্পোরেশন (NSC) সারা দেশ জুড়ে পাটের উৎপাদন ও কঁচা পাটের উৎপাদনশীলতার গুণমান বৃদ্ধির জন্য সম্প্রতি কোন সংস্থার সঙ্গে যৌথ মউ স্বাক্ষর করেছে? Ans. জুট কর্পোরেশন অফ ইন্ডিয়া (JCI). |
আরো গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স পেতে ক্লিক করুন- Click here
10. | সম্প্রতি প্রকাশিত ‘One Arranged Murder’ গ্রন্থটির রচয়িতার নাম কী, যেখানে দেখা- শশানা করে বিয়ের এক মর্মান্তিক পরিণতি চিত্রিত হয়েছে?
Ans. চেতন ভগত। |
11. | সম্প্রতি কে, NPCI International Payments Limited (NIPL)-এর চিফ এগজিকিউটিভ অফিসার হিসাবে নিযুক্ত হলেন যিনি এই পদে নিযুক্ত হওয়ার পূর্বে মাস্টার কার্ড সংস্থায় কর্মরত ছিলেন?
Ans. রীতেশ শুক্লা। |
12. | সম্প্রতি কে, ২০২০ সালের ওয়ার্ল্ড সুকার চ্যাম্পিয়নশিপে যষ্ঠবারের জন্য চ্যাম্পিয়ন হলেন?
Ans. রন্নি ও সুল্লিভান। |
13. | সম্প্রতি কোন রাষ্ট্রায়ত্ত বেসরকারি ব্যাঙ্ক গ্রাহকদের জন্য Contactless online Instant Savings Account Opening Facility’ চালু করেছে?
Ans. লক্ষ্মীবিলাস ব্যাঙ্ক। |
14. | সম্প্রতি কোন বিদেশি ব্যাঙ্ক ভারতে প্রথম ‘Green Deposit Programme’ চালু করেছে?
Ans. এইচএসবিসি ইন্ডিয়া। |
15. | সম্প্রতি কে, ত্রিনিদাদ ও টোবাগাের প্রধানমন্ত্রী হিসাবে দ্বিতীয়বারের জন্য পুনর্নির্বাচিত হলেন যাঁর নেতৃত্বাধীন পিএনএম দল ৪১টি আসনের মধ্যে ২২টিতে জয়লাভ করেছেন?
Ans. কেইথ ক্রিস্টোফার রাওলি। |
16. | ১৯ আগস্ট প্রয়াত ভারতের বিশিষ্ট ফুটবলারের নাম কী, যিনি ১৯৭৮ সালের এশিয়ান গেমসে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছেন?
Ans. ভাস্কর মাইতি। |
17. | aefo 1-10 ‘India Tomorrow: Conversations with the Next Generation of Political Leaders’ গ্রন্থটির রচয়িতা কারা?
Ans. প্রদীপ ছিব্বার এবং হর্ষ শাহ। |
18. | ২০ আগস্ট ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর জন্মদিন হিসাবে সারা দেশজুড়ে কোন দিবস পালিত হয়?
Ans. জাতীয় সম্ভাবনা দিবস। |
19. | সম্প্রতি প্রয়াত ভারতের কিংবদন্তী ক্রিকেটারের নাম কী, যিনি মহীশূর রনজি দলের (বর্তমান কর্ণাটক) ক্যাপ্টেন হিসাবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন?
Ans. গােপালাম্বামী কস্তুরিরঙ্গম। |
আরো গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স পেতে ক্লিক করুন- Click here
20. | ২০ আগস্ট সারা বিশ্বজুড়ে কোন দিবস পালিত হল?
Ans. ওয়ার্ল্ড মসকুইটো ডে। |
21. | দিল্লি সরকার নির্মাণকর্মীদের কাজের সন্ধানের জন্য প্রত্যেক বিধানসভা কেন্দ্রে সম্প্রতি কোন অভিযান ক্যাম্প চালু করেছে ?
Ans. Nirman Mazdoor Registration Abhiyan. |
22. | এসবিআই জেনারেল ইন্সিয়ােরেন্স কোম্পানি লিমিটেড সাধারণ পলিসি প্রােডাক্ট বিক্রি করার জন্য সম্প্রতি কোন ব্যাঙ্কের সঙ্গে যৌথ চুক্তি স্বাক্ষর করেছে?
Ans. কর্ণাটক বিকাশ গ্রামীণ ব্যাঙ্ক। |
23. | সম্প্রতি কোন রাজ্য সরকার ‘Promotion of Intensive Aquaculture through Introduction of Bio-floc Technology during the year 2020-21′ stal P6463?
Ans. ওডিশা সরকার। |
24. | টাটা ক্যাপিটাল লিমিটেড সম্প্রতি হােয়াটসঅ্যাপের মাধ্যমে তৎক্ষণাৎ লােন প্রদানের জন্য কোন পরিসেবা চালু করেছে?
Ans. Swift Insta Personal Loans. |
25. | সম্প্রতি প্রকাশিত ‘Delhi Riots 2020: The Untold Story’ গ্রন্থটির রচয়িতার নাম কী, | যেটি গুরুদা প্রকাশনী সংস্থা প্রকাশ করেছে?
Ans. মণিকা অরােরা, সােনালি চিতরকার এবং প্রেরণা মালহােত্র। |
26. | সম্প্রতি ইউএস ইন্ডিয়া স্ট্র্যাটেজিক পার্টনারশিপ ফোরাম’ (USISPF) কর্তৃক প্রদত্ত ২০২০ সালের লিডারশিপ অ্যাওয়ার্ডসে ভূষিত হলেন কারা?
Ans. আনন্দ মাহিন্দ্রা এবং শান্তনু নারায়েন। |
27. | ২০ আগস্ট ভারতীয় উপকূলরক্ষী বাহিনীতে যে নতুন জাহাজ অন্তর্ভুক্ত হল তার নাম কী, যেটির দৈর্ঘ্য ২৭.৮০ মিটার এবং যেটি ১০৫ টন মাল বহনে সক্ষম?
Ans. C-449. |
28. | সম্প্রতি কে, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর হিসাবে পূর্ববর্তী পদাধিকারী পি কে গুপ্তার স্থলাভিষিক্ত হলেন?
Ans. অশ্বিনী ভাটিয়া। |
29 | ২৩ আগস্ট চীন যে নতুন অপটিক্যাল রিমােট-সেন্সিং স্যাটেলাইটের সফল উৎক্ষেপণ করল তার নাম কী?
Ans. ‘Gaofen-905’. |
আরো গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স পেতে ক্লিক করুন- Click here
30. | সম্প্রতি কে, ভারতের নতুন নির্বাচন কমিশনার হিসাবে পূর্ববর্তী পদাধিকারী অশােক লাভাসার স্থলাভিষিক্ত হলেন?
Ans. রাজীব কুমার। |
31. | দক্ষিণ আফ্রিকার জ্যাক কালিস, অস্ট্রেলিয়ার লিজা ক্যাপ্রিনি সাথালেকার এবং পাকিস্তানের সৈয়দ জাহির আব্বাস-গণ সম্প্রতি কোন সম্মানে ভূষিত হলেন?
Ans. আইসিসি হল অফ ফেম-২০২০। |
32. | কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নীতিন গড়করি সারা দেশের জাতীয় সড়কের পার্শ্ববর্তী এলাকায় বৃক্ষরােপণ কর্মসূচীর নিয়ন্ত্রণ করার জন্য সম্প্রতি কোন মােবাইল অ্যাপস চালু করেছেন?
Ans. Harit Path. |
33. | অনলাইন সার্চ ইঞ্জিন গুগল সারা বিশ্বের ২৫০টিরও বেশি দেশের ছাত্রছাত্রীদের সর্বক্ষণের শিক্ষা সহায়ক যে অনলাইন কর্মসূচী চালু করেছে তার নাম কী?
Ans. The Anywhere School. |
34. | সম্প্রতি কোথায় ভারতের দীর্ঘতম রিভার রােপওয়ে’ পরিসেবা চালু হল যার মােট দৈর্ঘ্য ১.৮ কিলােমিটার এবং যেটি ব্ৰহ্মপুত্ৰনদের উত্তর ও দক্ষিণ তীরকে সংযুক্ত করেছে?
Ans. গুয়াহাটি, অসম। |
35. | ১২ আগস্ট সারা বিশ্বজুড়ে কোন দিবস পালিত হয়ে গেল?
Ans. Overshoot Day. |
36. | বৃহন্নলাদের নানান ক্ষেত্রে সুযােগ সুবিধা প্রদানের জন্য কেন্দ্রীয় সরকার কার নেতৃত্বাধীন ত্রিশ সদস্যের ন্যাশনাল কাউন্সিল ফর ট্রান্সজেন্ডার পার্সন’ গঠন করল?
Ans. থাওয়ারচাঁদ গেহলট (সামাজিক ন্যায়বিচার ক্ষমতায়ন মন্ত্রী)। |
37. | ২৪-২৮ আগস্ট সারা বিশ্বজুড়ে কোন সপ্তাহ পালিত হল যার এবছরের থিম হল- ‘Water and Climate Change: Acclerating Actions’?
Ans. ওয়ার্ল্ড ওয়াটার উইক। |
38. | আখের ন্যূনতম সহায়ক মূল্য নির্ধারণের পর্যালােচনা করার উদ্দেশ্যে কার নেতৃত্বাধীন নীতি আয়ােগ টাস্ক ফোর্স গঠন করা হয়েছে?
Ans. রমেশ চাঁদ। |
39. | সম্প্রতি প্রকাশিত ‘Cricket Drona’ গ্রন্থটির রচয়িতার নাম কী, যেটি বাসুদেব জগন্নাথ প্রাঞ্জাপির জীবন কাহিনি নিয়ে রচিত?
Ans. যতীন প্রাঞ্জাপি। |
আরো গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স পেতে ক্লিক করুন- Click here