সাধারণ জ্ঞানের প্রশ্ন গুলি পড়লে WBCS, SLST, TET, BANK, RAIL, PSC, SSC, WBP etc. পরীক্ষায় সফলতা অর্জন করতে পারবেন।প্রতিদিন এই জিকে গুলি পেতে আমাদের ওয়েবসাইট WBAnswer.com ভিজিট করে পড়তে পারেন। জিকে গুলি সম্পূর্ণ বিনামূল্যে আপনাদের দেওয়া হয় । এই Bengali Current Affairs গুলির PDF ডাউনলোড করতে আমাদের টেলিগ্রামের সাথে যুক্ত থাকুন
21th Current Affairs in Bengali
2021 সালে Global peace Index এ ভারতের স্থান কত ?
- 135 তম
- 146 তম
- 153 তম
- 133 তম
- কে security and exchange board of India বাের্ডের সদস্য হিসেবে নিযুক্ত হলেন ?
- a) তরুণ বাজাজ
- b) আনন্দমােহন বাজাজ
- c) রতন সিং
- d) রাজেশ চৌহান
- Puma motorsports এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর পদে কে নিযুক্ত হলেন ?
- a) বিরাট কোহলি
- b) যুবরাজ সিং
- c) রােহিত শর্মা
- d) মায়াঙ্ক আগারওয়াল
- কোন রাজ্য সরকার Revv Up নামে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রােগ্রাম লঞ্চ করল ?
- a) অন্ধ্রপ্রদেশ
- b) তেলেঙ্গানা
- c) মধ্যপ্রদেশ
- d) আসাম
- কোন কেন্দ্রীয় মন্ত্রী Sankalp Se Siddhi – Mission Van Dhan মিশন লঞ্চ করল ?
- a) অর্জুন মুন্ডা
- b) রমেশ পক্রিয়াল
- c) রাজনাথ সিং
- d) নরেন্দ্র সিং তােমার
- কোন শহরের রাস্তা দেশের প্রথম Covisafe Road হল ?
- a) ইন্দোর, মধ্যপ্রদেশ
- b) ব্যাঙ্গালাের ,কর্ণাটক
- c) কটক, উড়িষ্যা
- d) বিশাখাপত্তনম ,অন্ধ্রপ্রদেশ
- কোন সিমেন্ট কোম্পানি নাবার্ড এর সহযােগিতায় গ্রামীণ অঞ্চলের যুব সম্প্রদায়কে স্কিল ট্রেনিং দেওয়ার কথা ঘােষণা করল ?
- a) UltraTech cement
- b) Dalmia cement
- c) ACC cement
- d) Ambuja cement
- কোন দুটি দেশ ঐতিহাসিক free trade agreement স্বাক্ষর করলাে ?
- a) ইউনাইটেড কিংডম ও আমেরিকা
- b) ইউনাইটেড কিংডম ও অস্ট্রেলিয়া
- c) ইংল্যান্ড ও রাশিয়া
- d) ফ্রান্স ও ইউনাইটেড কিংডম
- India’s WTO মিশনের ডিরেক্টর হিসেবে কে নিযুক্ত হলেন ?
- a) আশীষ চন্দ্রশেখর
- b) আশীষ চান্দোরকর
- c) অমিত যাদব
- d) সুখেন্দু শ্রীবাস্তব
- LIC card service (LIC CSL) কোন ব্যাংকের সহযােগিতায় কন্টাক্টলেস প্রিপেড গিফট কার্ড Shagun লঞ্চ করল ?
- a) ICICI Bank
- b) IDBI Bank
- c) SBI Bank
- d) Axis Bank
- 21th June Current Affairs in Bengali | ২১ জুন কারেন্ট অ্যাফেয়ার্স
- 19th June Current Affairs in Bengali | Bengali Current Affairs 19th June 2021
- 27 May Current affairs in Bengalil With Free PDF File : Bengali Current Affaris
- Current Affairs in Bengali : 26th May Current affairs For All West Bengali Job exam, With PDF
- Nov 1: Bengali current affairs | বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স একনজরে ব্যাংক
- Daily Current Affairs in Bengali 26 October – 2020 | 26 অক্টোবর কারেন্ট অ্যাফেয়ার্স