19th June Current Affairs in Bengali
সাধারণ জ্ঞানের প্রশ্ন গুলি পড়লে WBCS, SLST, TET, BANK, RAIL, PSC, SSC, WBP etc. পরীক্ষায় সফলতা অর্জন করতে পারবেন।প্রতিদিন এই জিকে গুলি পেতে আমাদের ওয়েবসাইট WBAnswer.com ভিজিট করে পড়তে পারেন। জিকে গুলি সম্পূর্ণ বিনামূল্যে আপনাদের দেওয়া হয় । এই Bengali Current Affairs গুলির PDF ডাউনলোড করতে আমাদের টেলিগ্রামের সাথে যুক্ত থাকুন
1. সার্বিয়ার টেনিস খেলােয়াড় নােভাক জোকোভিচ সম্প্রতি তাঁর কেরিয়ারের কত গ্র্যান্ড স্ল্যাম খেতাব অর্জন করেছেন ?
- A) 11th
- B) 15th
- C) 19th
- D) 2nd
2. নিম্নের কে সম্প্রতি ICC Men’s Player of the Month for May 2021 নির্বাচিত হলেন ?
- A) মুশফিকুর রহিম
- B) রুবেল হােসেন
- c) সাকিব আল হাসান
- D) তামিম ইকবাল
3. ‘Beyond Here and Other Poems’ শীর্ষক পুস্তকটির লেখক হলেন ?
- A) অনুপম খের
- B) অরুন্ধতী রায়
- C) বিষ্ণুপদ শেঠি
- D) None
4. সম্প্রতি প্রয়াত সঞ্চারী বিজয় নিম্নের কোন ক্ষেত্রে যুক্ত ছিলেন ?
- A) আভিনয়
- B) শিক্ষকতা
- C) সাহিত্য
- D) সাংবাদিকতা
5. নিম্নের কে সম্প্রতি ICC Women’s Player of the Month for May 2021 নির্বাচিত হলেন ?
- A) শেফালি ভার্মা
- B) এলিশা হিলি
- C) ক্যাথরিন ব্রাইস
- D) লিজেল লি
6. কোন রাজ্য সরকার সম্প্রতি কোভিডের কারণে পিতামাতা হারানাে শিশুদের জন্য স্কিম লঞ্চ করলাে ?
- A) তামিলনাড়ু
- B) উত্তরাখণ্ড
- C) বিহার
- D) ঝাড়খন্ড
7. কোন রাজ্য সরকার ১৮ বছরের কম বয়সী বাচ্চাদের মধ্যে বিনা মূল্যে ৫০লক্ষ মেডিসিন কিট বিতরণ করতে চলেছে ?
- A) উত্তরাখণ্ড
- B) উত্তরপ্রদেশ
- C) হিমাচলপ্রদেশ
- D) রাজস্থান
8. কোন রাজ্য থেকে সম্প্রতি জিআই সার্টিফাইড জারডালু আম যুক্তরাজ্যে রপ্তানি করা হয়েছে ?
- A) পশ্চিমবঙ্গ
- B) বিহার
- C) আসাম
- D) কেরলা
9. কোন রাজ্য থেকে সম্প্রতি জিআই সার্টিফাইড জলগাঁও কলা দুবাইয়ে রপ্তানি করা হয়েছে ?
- A) রাজস্থান
- B) মহারাষ্ট্র
- c) হিমাচলপ্রদেশ
- D) মধ্যপ্রদেশ
10. কোন রাজ্যের শিল্প করিডােরে পরিবহন সংযােগ স্থাপন ও শিল্প বিকাশের সুবিধার্থে ADB লােণ চুক্তি করলাে ?
- A) তামিলনাড়ু
- B) কেরলা
- C) মধ্যপ্রদেশ
- D) কর্ণাটক