দ্বাদশ শ্রেণী শিক্ষাবিজ্ঞান SAQ সাজেশন ২০২০

শিক্ষায় বিশ্বব্যাপী দৃষ্টিভঙ্গী

• অতিসংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও : এ মান-১
১। 1996 খ্রিঃ প্রকাশিত UNESCO পরিচালিত দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলন কার নেতৃত্বে পরিচালিত হয় এবং রিপাের্টটি কী নামে প্রকাশিত হয়?
উ: 1996 খ্রিঃ দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলন জ্যাক ডেলর-এর নেতৃত্বে পরিচালিত হয় এবং রিপাের্টটি লার্নিং : দি ট্রেজার উইদিন’ নামে প্রকাশিত।
২। ডেলরস্ কমিশনে মােট কতজন সদস্য ছিলেন?
উ: মােট 14 জন সদস্য ছিলেন।
৩। লার্নিং : দি ট্রেজার উইদিন’ রিপাের্টটির মূল বক্তব্য কী ছিল?
উ: শিক্ষা হল জীবনব্যাপী, যা চারটি স্তম্ভের উপর দণ্ডায়মান, স্তম্ভ চারটি হল জানার জন্য শিক্ষা, কর্মের জন্য শিক্ষা, একত্রে বসবাসের শিক্ষা এবং মানুষ হওয়ার শিক্ষা।
৪। UNESCO কবে স্থাপিত হয়? এর প্রধান কার্যালয়টি কোথায় অবস্থিত?
উ: 1945 খ্রিঃ 16 নভেম্বর UNESCO স্থাপিত হয় এবং এর প্রধান কার্যালয়টি ফ্রান্সের প্যারিসে অবস্থিত।
৫। জানার জন্য শিক্ষা’ বলতে কী বােঝ?
উ: জানার জন্য শিক্ষা বলতে সেই শিখন প্রক্রিয়াকে বােঝায় যা শিক্ষার্থীকে বিশ্বজগতের নানান বস্তু সম্পর্কে জানতে সহায়তা করে। ‘
৬। ‘একত্রে বসবাসের শিক্ষা বলতে কী বােঝ?
উ: শান্তিপূর্ণ সহাবস্থান, ঐক্যবােধ, অন্যদের প্রতি শ্রদ্ধার মনােভাব, আন্তর্জাতিকতাবােধ, বিশ্বব্যাপী সংকট নিরসন এবং সামাজিক সমস্যার সমাধান হল একত্রে বসবাসের
৭। “মানুষ হওয়ার শিক্ষা’ বলতে কী বােঝ?’
উ: সহজাত সম্ভবনাগুলির বিকাশ, জ্ঞানের যথাযথ প্রয়ােগ, বিজ্ঞানমনস্কতা, মূল্যবােধ ও নৈতিকতার বিকাশ, নমনীয়তা জাতীয়তা এবং আন্তর্জাতিকতাবােধই হল মানুষ হওয়ার শিক্ষা।
৮। কর্মের জন্য শিক্ষা’ বলতে কী বােঝায়?
উ: প্রকৃত অর্থে কাজে উৎকর্ষ আনা, কাজে দক্ষ হওয়া এবং নতুন পরিস্থিতিতে দলবদ্ধ হয়ে কাজ করাকে কর্মের জন্য শিক্ষা বলা হয়।
৯। UNESCO-র অধীনে কোন সম্মেলনে এবং কবে ‘অন্তর্ভুক্তিমূলক শিক্ষা সম্পর্কে ব্যাপক পর্যালোচনা করা হয়?
উ: 1994 সালে স্পেনের সালামানসায় বিশেষ শিক্ষার উপর এক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়, সেখানে ‘অন্তর্ভুক্তি শিক্ষা সম্পর্কে ব্যাপক আলােচনা করা হয়।
১০। জ্যাক ডেলরস কে ছিলেন?
উ: জ্যাক ডেলরস ছিলেন ফ্রান্সের প্রাক্তন অর্থনীতি ও রাজস্ববিষয়ক মন্ত্রী।
১১। 46-তম আন্তর্জাতিক শিক্ষা সম্মেলন কোথায় কত খ্রিঃ অনুষ্ঠিত হয়েছিল?
উ: 46- তম আন্তর্জাতিক শিক্ষা সম্মেলন জেনেভায় 2001 খ্রিঃ অনুষ্ঠিত হয়।
১২। 2000 সালে ডাকার-এ আয়ােজিত ইউনেস্কোর সম্মেলনের মূল বিষয়টি কী ছিল?
উ: 2000 সালে ডাকারে আয়ােজিত ইউনেস্কোর সম্মেলনের মূল বিষয়টি ছিল ‘সকলের জন্য শিক্ষার ব্যবস্থা করা।

ভারতীয় শিক্ষা কমিশন।

(কোঠারি কমিশন ১৯৬৪-১৯৬৬)।

• অতিসংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও : মান-১
১। কোঠারি কমিশন কবে কাজ শুরু করে এবং কী নামে রিপাের্ট পেশ করেন?
উ: 1964 সালের 2 অক্টোবর কাজ শুরু করে এবং ‘এডুকেশন অ্যাণ্ড ন্যাশনাল ডেভলপমেন্ট’ নামে রিপাের্ট পেশ করে।
২। প্রাথমিক শিক্ষাকে কমিশন কটি ভাগে ভাগ করে এবং কী কী?
উ: কমিশন প্রাথমিক শিক্ষাকে দুটি ভাগে ভাগ করেছে : ক) নিম্ন প্রাথমিক স্তর (প্রথম থেকে চতুর্থ শ্রেণি) খ) উচ্চ প্রাথমিক স্তর (পঞ্চম থেকে অষ্টম শ্রেণি)।
৩। কমিশনের মতে, উচ্চমাধ্যমিক স্তরে কটি ভাষা আবশ্যিক হবে এবং সেগুলি কী কী?
উ: কমিশনের মতে, উচ্চমাধ্যমিক স্তরে দুটি ভাষা আবশ্যিক হবে — ক) মাতৃভাষা অথবা আঞ্চলিক ভাষা। খ) হিন্দি অথবা ইংরেজি ভাষা
৪। কমিশনের ত্রিভাষা সূত্রটি কী?
উ: কমিশনের ত্রিভাষা সূত্রটি হল – ক) মাতৃভাষা বা আঞ্চলিক ভাষা। খ) রাষ্ট্রভাষা (হিন্দি) বা সহকারি ভাষা (ইংরেজি) গ) একটি আধুনিক ভারতীয়।
৫। বিদ্যালয় গুচ্ছ বলতে কী বােঝায়?
উ: একটি নির্দিষ্ট অঞ্চলের সমস্ত বিদ্যালয়গুলির মধ্যে সহযােগিতামূলক মনােভাব গড়ে তােলার জন্য এবং শিক্ষার মানের উন্নতি ঘটানাের উদ্দেশ্যে, কোঠারি
– কমিশনের নির্দেশে কয়েকটি বিদ্যালয় নিয়ে গড়ে তােলা হয় বিদ্যালয় গুচ্ছ।
৬। কমন স্কুল’ কাকে বলে?
উ: যে বিদ্যালয়ে জাতি, ধর্ম, সম্প্রদায়, অর্থনৈতিক ও সামাজিক অবস্থা নির্বিশেষে সকলেই শিক্ষার সুযােগ পায়, তাকে বলা হয় ‘কমন স্কুল’।
৭। ডঃ জে. পি. নায়েক কোন কমিশনের সম্পাদক ছিলেন?
উ: ডঃ জে. পি. নায়েক কোঠারি কমিশনের সম্পাদক ছিলেন।৮। কোঠারি কমিশনের মূল প্রতিবেদনটি কত পৃষ্ঠার ছিল?
উ: কোঠারি কমিশনের মূল প্রতিবেদনটি মােট 489 পৃষ্ঠার ছিল।
৯। কোন ধরনের বিদ্যালয়ে ডাইড্যাকটিক অ্যাপারেটর্স ব্যবহৃত হয়?
উ: মন্তেসরি বিদ্যালয়ে ডাইড্যাকটিক অ্যাপারেটর্স ব্যবহৃত
১০। কোঠারি কমিশন কবে গঠিত হয়?
উ: 1964 সালের 14 জুলাই কোঠারি কমিশন গঠিত হয়।

1. একাদশ শ্রেণি বাংলা বিষয়

2. একাদশ শ্রেণি “SAQ” বিষয় ইংরেজি

3. দ্বাদশ শ্রেণী ইংরেজি বিষয়

4. রূপনাৱানেৱ কূলে কবিতার বড় প্রশ্ন এবং উত্তর (উচ্চমাধ্যমিক)

5. রাষ্ট্রবিজ্ঞান দ্বাদশ শ্রেণী

6. দ্বাদশ শ্রেণীর ইতিহাস বিষয়

7. দ্বাদশ শ্রেণী ভূগোল বিষয়

8. দ্বাদশ শ্রেণী ইংরেজি বিষয়

9. কম্পিউটার অ্যাপ্লিকেশন বিষয় দ্বাদশ শ্রেণি

10. একাদশ শ্রেণি বিষয় ইংরেজি

12. উচ্চমাধ্যমিক”শিক্ষা বিজ্ঞান বিষয় এর (SAQ)” অধ্যায়(1) “শিখন(Learning)”

13. উচ্চমাধ্যমিক”শিক্ষা বিজ্ঞান বিশ্বের বড় প্রশ্ন এবং উত্তর” অধ্যায়(1) “শিখন(Learning)”

14. উচ্চমাধ্যমিক শিক্ষা বিজ্ঞান বিষয়

15. CLASS 12 BENGALI MCQ

http://wbanswer.com

আরো অন্যান্য বিষয়ের সাজেশন গুলি পাওয়ার জন্য, ক্লিক করুন WWW.WBANSWER.COM