স্বাধীন ভারত সরকার কীভাবে দেশীয় রাজাগুলি পুনগঠন করে ?

স্বাধীন ভারত সরকার কীভাবে দেশীয় রাজাগুলি পুনগঠন করে ?
উত্তর : ভূমিকা : ১৯৪৭ খ্রিস্টাব্দের ১৫ আগস্ট ভারত স্বাধীনতা লাভ করে এবং পৃথক পাকিস্তান রাষ্ট্রের সৃষ্টি হয়। শুরু হয় ওপনিবেশিক যুগের পরবর্তী অধ্যায় হিসাবে স্বাধীন ভারতের পদযাত্রা । স্বাধীনতা লাভের পর ভারত যেসব সমস্যার সম্মুখীন হয়েছিল তার মধ্যে অন্যতম প্রধান সমস্যা ছিল দেশীয় রাজ্যগুলির “ভারতভুক্তি সংক্রান্ত সমস্যা” ভারতে ব্রিটিশ আশ্রিত ও স্বাধীন দেশীয় রাজ্যগুলির সংখ্যা ছিল ৫৬২টি । ভারতের নিরাপত্তা ও অর্থনৈতিক কারণে এইসব রাজ্যগুলি ভারতভূপ্তি অত্যস্ত জরুরী ছিল।

(১) ২১৬টি দেশীয় রাজ্যকে পার্শ্ববর্তী রাজ্যের সঙ্গে সংযুস্ত করা হয়। যেমন–কোচবিহারকে পশ্চিমঞ্জোর সঙ্গে, ময়ূরভপ্জকে ওড়িশার সঙ্গে, বেনারসকে উত্তর প্রদেশের সঙ্গে। কোলাপুরকে বোসশ্বাইয়ের সঙ্গে যুত্ত করা হয়।

(২) ২৫৭টি দেশীয় রাজ্যকে একত্র করে ৫টি প্রদেশ গঠন করা হয়। যেমন-_সৌরাষ্টর, মধ্যপ্রদেশ, রাজস্থান, ত্রিবাঙ্কুর, কোচিন, পেপসু প্রভৃতি

(৩) ৬১টি দেশীয় রাজ্যকে নিয়ে ১০টি কেন্দ্রশাসিত অঞল গঠন করা হল। যেমন-দিল্লি, আজমীর, ত্রিপুরা ইত্যাদি।

(8) আন্দামান ও নিকোবর দ্বীপপুপ্জকে পৃথক করে রাখা হয়। দেশীয় রাজ্যগুলি অন্তর্ভুক্ত হওয়ার পর ভারত একটি বিশাল ও শত্তিশালী পরিণত হয়। ভারতে কেন্দ্র ও রাজ্য সরকারের যুত্তরাস্ট্রায় কাঠামো সুদৃঢ় হয়।