সুপেয় জলের বৃহত্তম সঞ্চয় হিসেবে হিমবাহ

🌼 সুপেয় জলের বৃহত্তম সঞ্চয় হিসেবে হিমবাহ

পৃথিবীর মােট সঞ্চিত সুপেয় জলের মাত্র 0.3 শতাংশ হল ভূপৃষ্ঠীয় জল। প্রায় 30 শতাংশ হল ভৌমজল এবং বাকি মােটামুটি 70 শতাংশ হল বরফ ও হিমবাহের স্তর। ভূপৃষ্ঠীয় জলের প্রায় শতাংশ আমরা ব্যবহার করি। ব্যাবহারিক দিক থেকে বরফ ও হিমবাহের গুরুত্ব না থাকলেও সুপেয় জলের সঞয় হিসেবে এদের গুরুত্ব সবচেয়ে বেশি। কারণ, পৃথিবীর অধিকাংশ নদনদীর জলের প্রধান উৎস হল বরফগলা জল এবং এই জলই নদনদীকে চিরপ্রবাহী করে রেখেছে। বর্তমানে পৃথিবীর স্থলভাগে 1.58 কোটি বর্গকিমি অর্থাৎ প্রায় 10% বরফে ঢাকা। এর মধ্যে কুমের মহাদেশ। ও গ্রিনল্যান্ডে সঞ্চিত বরফ ব্যতীত মাত্র 3% হিমবাহ পর্বত ও পর্বতের পাদদেশীয় অঞ্চল জুড়ে আছে। এই সামান্য। পরিমাণ বরফের গলা জলেই নদনদী পুষ্ট হচ্ছে এবং এই পরিমাণ বরফই বারিমণ্ডলের স্বাদু জলের প্রধান উৎস। এ ছাড়া বরফগলা জল হ্রদে ও ভৌমজলস্তরেও অনেকাংশে সঞ্চিত হয়। এটা অনুমান করা হয়েছে যে প্রায় 70 ভাগ সুপেয়। জলের সঞ্চয় অ্যান্টার্কটিকার বরফের মধ্যেই আছে। এই মহাদেশের সব বরফ গলে গেলে পৃথিবীর সমুদ্রের জলতল 59 মিটারের বেশি বেড়ে যাবে। গ্রিনল্যান্ড ও অ্যান্টার্কটিকায় যে পরিমাণ বরফ জমা আছে তা 3.25 কোটি ঘনকিমি জলের পরিমাণের সমান। যদি ভবিষ্যতে এসব বরফকে ব্যবহার করা সম্ভব হয় তাহলে সুপেয় জলের সয়ের পরিমাণ। কল্পনাতীত হবে।