সংস্কৃত MCQ সাজেশন 2020 /October “একাদশ শ্রেণি বিষয় সংস্কৃত”

বহুবিকল্পভিত্তিক প্রশ্নোত্তর : প্রতিটি মান-১

১। ভারতবিবেক নাটকটির রচয়িতা হলেন —
ক) যতীন্দ্র বিমল চৌধুরী
খ) ড. রমা চৌধুরী
গ) বিবেকানন্দ
ঘ) রবীন্দ্রনাথ

২। শ্রীরামকৃষ্ণেণসহ শ্রীনরেন্দ্রস্য সাক্ষাৎকারঃ নাটকটির উৎস হল —
ক) প্রতিমা নাটক
খ) অভিজ্ঞানশকুন্তলম
গ) ভারতবিবেকম
ঘ) স্বপ্নবাসবদত্তা

৩। ভারতবিবেকম নাটকটিতে উল্লিখিত ঘটনাটি হল –
ক) ১৮৮৮ খ্রিঃ
খ) ১৮৮৯ খ্রিঃ
গ) :১৮৮০ খ্রিঃ
ঘ) ১৮৮১ খ্রিঃ

৪। ভারতবিবেক নাটকটিতে মােট দৃশ্য সংখ্যা হল –
ক) ১০
খ) ১২
গ) ১৪
ঘ) ১৬

৫। যতীন্দ্রবিমল চৌধুরীর জন্মস্থান হল –
ক) চট্টগ্রাম
খ) কলকাতা
গ) দক্ষিণেশ্বর
ঘ) ঢাকা

৬। ভারতবিবেক নাটকের প্রথম দৃশ্যের বিষয়বস্তু হল –
ক) নরেন্দ্রনাথের সঙ্গে সুরেন্দ্রনাথের সাক্ষাৎকার
খ) নরেন্দ্রনাথের সঙ্গে ভগ্নী নিবেদিতার সাক্ষাৎকার
গ) নরেন্দ্রনাথের সঙ্গে শ্রীরামকৃষ্ণের সাক্ষাৎকার
ঘ) শ্রীরামকৃষ্ণের সঙ্গে শিষ্যবর্গের সাক্ষাৎকার

৭। ভারতবিবেকম নাটকটির প্রথম দৃশ্যের ঘটনা ঘটেছিল –
ক) সন্ধ্যা ৬ টা
খ) রাত্রি ৯ টা
গ) রাত্রি ৮ টা
ঘ) সন্ধ্যা ৭টা

৮। সুরেন্দ্রনাথের গৃহটি অবস্থিত –
ক) কলিকাতা সিমুলিয়া অঞ্চলে
খ) তারকেশ্বরে
গ) বিষ্ণুপুরে।
ঘ) দক্ষিণেশ্বরে

৯। সুরেন্দ্রনাথের পদবী হলেন —
ক) বন্দ্যোপাধ্যায়
খ) দত্ত
গ) মিত্র
ঘ) মুখােপাধ্যায়

১০। শ্রীরামকৃষ্ণ মা ভবতারিণীর কাছে চেয়েছিলেন —
ক) একজন অঙ্গ সেবক
খ) একজন উত্তর সাধক
গ) একজন মন্দির পরিচালক
ঘ) একজন পত্র প্রেরক

১১। সুরেন্দ্রনাথ ছিলেন —
ক) সন্ন্যাসী
খ) ব্রাহ্মণ
গ) তান্ত্রিক
ঘ) গহীভক্ত

১২। শ্রীরামকৃষ্ণের হৃদয় সর্বদা ক্লিষ্ট হত —
ক) উত্তরসাধকের লালসায়
খ) অর্থের লালসায়।
গ) সম্পত্তির লালসায়
ঘ) ভােজনের লালসায়

১৩। শ্রীরামকৃষ্ণের হাসি থেকে নিঃসৃত হয় —
ক) সূর্যের ছটা
খ) সূর্যের কিরণরাশি
গ) সূর্যের তেজ
ঘ) সূর্যের আলাে

১৪। নরেন্দ্রনাথের কাছে শ্রীরামকৃষ্ণ শুনতে চেয়েছিলেন—
ক) রবীন্দ্রসংগীত
খ) নজরুলগীতি
গ) আধুনিক সংগীত
ঘ) শ্যামাসংগীত

১৫। ব্যুরােবস্কঃ শব্দটির অর্থ হল —
ক) বিস্তৃত কপালযুক্ত
খ) বিস্তৃত উরুযুক্ত
গ) বিস্তৃত পৃষ্ঠদেশযুক্ত
ঘ) বিস্তৃত বক্ষযুক্ত

১৬। তরুণ বয়স হলেও সঙ্গীতজ্ঞ ছিলেন —
ক) সুরেন্দ্রনাথ
খ) নরেন্দ্রনাথ
গ) রমেন্দ্রনাথ
ঘ) ধীরেন্দ্রনাথ

১৭। “জয়তি জয়তি যতিঃ জনগতিঃ কে এই জয়গান করেছেন —
ক) নরেন্দ্রনাথ
খ) যতীন্দ্রনাথ
গ) সুরেন্দ্রনাথ
ঘ) শ্রীরামকৃষ্ণ

১৮। শ্রীরামকৃষ্ণর উত্তরসাধক চাই –
ক) ব্রহ্মার মতাে
খ) শিবের মতাে
গ) বিষ্ণুর মতাে
ঘ) নারায়ণের মতাে

১৯। শ্রীরামকৃষ্ণের বাক্য থেকে কীসের ধারা নির্গলিত হয় —
ক) বিষধারা
খ) অমৃতধারা
গ) জলের ধারা
ঘ) বৃষ্টির ধারা

২০। শক্তিস্বরূপিনী বলা হয়েছে —
ক) মাতা ভবতারিণীকে।
খ) মাতা লক্ষ্মীকে
গ) মাতা সারদাদেবীকে
ঘ) মাতা সরস্বতীকে

২১। শ্রীরামকৃষ্ণ শিক্ষার প্রকৃত বয়স বলতে মনে করেন –
ক) বৃদ্ধ বয়স
খ) তরুণ বয়স
গ) শৈশবই
ঘ) প্রৌঢ়

২২) ভারতবিবেক নাটকটি কী ধরনের নাটক —
ক) ধর্মমূলক
খ) জীবনী মূলক
গ) নীতি মূলক
ঘ) গীতিমূলক

২৩। নরেন্দ্রনাথের কেশদাম ছিল —
ক) তৈলাক্ত ও অপরিচ্ছন্ন
খ) লালচে ও উশকোখুশকো
গ) কুঞ্চিত ও সুসজ্জিত
ঘ) পক্ক ও পরিপাটি

২৪। শ্রীরামকৃষ্ণ সর্বনর শ্রেষ্ঠ বলেছেন —
ক) মথুরানাথকে
খ) সুরেন্দ্রনাথকে
গ) গিরিশচন্দ্রকে
ঘ) নরেন্দ্রনাথকে

২৫। অথবা গহনা খলু মহতাং চিত্তবৃত্তিঃ বক্তা হলেন—
ক) নরেন্দ্রনাথ
খ) সুরেন্দ্রনাথ
গ) শ্রীরামকৃষ্ণ
ঘ) তরুণগায়ক

২৬। ভারতবিবেকম নাটকের প্রথম দৃশ্যের স্থান নির্ণয় করাে।
ক) সুরেন্দ্রনাথ করের গৃহ
খ) সুরেন্দ্রনাথ মিত্রের গৃহ
গ) সুরেন্দ্রনাথ বসুর গৃহ
ঘ) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের গৃহ

২৭। কোমলহৃদয়ত্বাৎ সর্বমেব তস্য হৃদি ভবতঙ্কিতম বক্তব্যটি কার?
ক) শ্রীরামকৃষ্ণ
খ) সুরেন্দ্রনাথ
গ) নরেন্দ্রনাথ
ঘ) যােগেন্দ্রনাথ

২৮। সুরেন্দ্রনাথের উক্তি অনুসারে তখন নরেন্দ্রনাথ করতেন —
ক) অর্থোপার্জন
খ) বিদ্যার্জন
গ) পিতৃসেবা
ঘ) অভিনয় শিক্ষা

২৯। মলয়পবনের স্পর্শে পুলকাকুল হয়ে ওঠে —
ক) সমুদ্র
খ) মরুভূমি
গ) অরণ্যপ্রদেশ
ঘ) বেণুবন

৩০। নরেন্দ্রের কণ্ঠস্বর ও ভক্তিমাহাত্ম্য কেমন —
ক) নরেন্দ্রের কণ্ঠস্বর অপূর্ব এবং ভক্তিমাহাত্ম অপরিমিত
খ) নরেন্দ্রের কণ্ঠস্বর সাধারণ ও ভক্তিমাহাত্ম নগণ্য
গ) নরেন্দ্রের কণ্ঠস্বর অসাধারণ এবং ভক্তিমাহাত্ম্য অগভীর
ঘ) নরেন্দ্রের কণ্ঠস্বর চিত্তাকর্ষক এবং ভক্তিমাহাত্ম লক্ষণীয়

1. একাদশ শ্রেণি বাংলা বিষয়

2. একাদশ শ্রেণি “SAQ” বিষয় ইংরেজি

3. দ্বাদশ শ্রেণী ইংরেজি বিষয়

4. রূপনাৱানেৱ কূলে কবিতার বড় প্রশ্ন এবং উত্তর (উচ্চমাধ্যমিক)

5. রাষ্ট্রবিজ্ঞান দ্বাদশ শ্রেণী

6. দ্বাদশ শ্রেণীর ইতিহাস বিষয়

7. দ্বাদশ শ্রেণী ভূগোল বিষয়

8. দ্বাদশ শ্রেণী ইংরেজি বিষয়

9. কম্পিউটার অ্যাপ্লিকেশন বিষয় দ্বাদশ শ্রেণি

10. একাদশ শ্রেণি বিষয় ইংরেজি

12. উচ্চমাধ্যমিক”শিক্ষা বিজ্ঞান বিষয় এর (SAQ)” অধ্যায়(1) “শিখন(Learning)”

13. উচ্চমাধ্যমিক”শিক্ষা বিজ্ঞান বিশ্বের বড় প্রশ্ন এবং উত্তর” অধ্যায়(1) “শিখন(Learning)”

14. উচ্চমাধ্যমিক শিক্ষা বিজ্ঞান বিষয়

15. CLASS 12 BENGALI MCQ

http://wbanswer.com