শিখন | শিখন MCQ, শিখন SAQ, শিখন DTQ

শিখন MCQ বা বহু বিকল্পভিত্তিক প্রশ্নাবলি

1. “শিখন হল অতীত-অভিজ্ঞতা ও প্রশিক্ষণের মধ্য দিয়ে আচরণধারা পরিবর্তনের প্রক্রিয়া”—এই বক্তব্যটি কার?
A. গার্ডেনার মারফি ও অন্যান্যদের
B. গেটস ও অন্যান্যদের
C. বাসকিস্ট ও জারবিং-এর
D. কিংসলে ও গ্যারির


2. “শিখন হল অভ্যাস, মনােভাব গঠন ও জ্ঞান অর্জনের প্রক্রিয়া”—এই মতটি কে প্রকাশ করেছেন?
A. ক্রো এবং ক্রো
B. কিংসলে ও গ্যারি
C. ম্যাকগিয়ক ও ইরাভেন
D. ট্রেভার্স


3. “শিখন হল সেইসব ক্রিয়া যা নানা ধরনের আচরণ ও অভিজ্ঞতা সঞয়ের মধ্য দিয়ে ব্যক্তির উন্নতিতে সহায়তা করে”—কে এই অভিমত ব্যক্ত করেছেন?
A. ট্রেভার্স
B. ম্যাকগিয়ক ও ইরােভেন।
C. উডওয়ার্থ
D. এইচ. পি. স্মিথ


4.“শিখন হল অভিজ্ঞতা, অনুশীলন এবং কর্ম প্রক্রিয়ার শর্তাবলির মধ্য দিয়ে আচরণগত পরিবর্তনের প্রক্রিয়া”—কে এই সংজ্ঞাটি নিরূপণ করেছেন?
A. ট্রেভার্স
B. উডওয়ার্থ
C. ম্যাকগিয়ক এবং ইরােভেন
D. কিংসলে ও গ্যারি


5. “শিখন হল আচরণ পরিবর্তনের সহায়ক একটি প্রক্রিয়া”—কে এই অভিমত ব্যক্ত করেছেন?
A. ক্ৰাইডার।
B. ট্রেভার্স
C. উডওয়ার্থ
D. এইচ. পি. স্মিথ


6. “পরিবেশের প্রয়ােজন মেটানাের তাগিদে আমাদের মধ্যে যেসব আচরণগত পরিবর্তন ঘটে, তাই হল শিখন”—কে এই মতটি প্রকাশ করেছেন?
A. গেটস্
B.ক্লাইডার।
C. ট্রেভার্স
D. গার্ডেনার মারফি


7.“শিখন হল অভিজ্ঞতার ফলশ্রুতি হিসেবে নতুন আচরণ আয়ত্ত করার অথবা পুরােনাে আচরণকে শক্তিশালী বা দুর্বল করার প্রক্রিয়া”—কে এই মতামতটি ব্যক্ত করেছেন?
A. কিংসলে ও গ্যারি ,
B. এইচ. পি. স্মিথ।
C. ট্রেভার্স
D. উডওয়ার্থ।


8.“শিখন হল সেই প্রক্রিয়া যার দ্বারা আচরণ সৃষ্টি হয় এবং চর্চা বা প্রশিক্ষণের দ্বারা পরিবর্তিত হয়”—কে এই অভিমত ব্যক্ত করেছেন?
A. কিংসলে ও গ্যারি
B. এইচ. পি. স্মিথ।
C. ট্রেভার্স
D. উডওয়ার্থ


9. “শিখন আচরণের একটি অপেক্ষাকৃত স্থায়ী পরিবর্তন যা অভিজ্ঞতা দ্বারা ঘটে থাকে”—কে এই অভিমত ব্যক্ত করেছেন?
A. রবার্ট এস. ফেল্ডম্যান
B. রবার্ট এ. বেরন
C. ওয়ানি ওয়াইটেন
D. ক্রাইডার।


10. শিখনের ক্ষেত্রে কোনটি সঠিক নয় ?
A. শিখন একটি স্বয়ংনির্ভর প্রক্রিয়া
B. শিখনের ফলে মানসিক পরিবর্তন ঘটে।
C. শিখন হল নতুন আচরণ আয়ত্ত করার প্রক্রিয়া
D. শিখনের মূলভিত্তি হল অতীত অভিজ্ঞতা

 More SAQ⇒ 


শিখন SAQ বা সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলি

সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলি
[প্রতিটি প্রশ্নের মান 1]

1. শিখন কাকে বলে?
Ans. অনুশীলনের ফলে আচরণের সৃষ্টি বা পরিবর্তনকে শিখন বলে।

2. শিখনের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করাে।
Ans. দুটি বৈশিষ্ট্য— (1) শিখন আচরণে পরিবর্তন ঘটায়। (2) শিখন অনুশীলনসাপেক্ষ।

3. গেটস্ ও অন্যদের মতে শিখন কী?
Ans. গেটস্ ও অন্যদের মতে, শিখন হল অতীত অভিজ্ঞতা ও প্রশিক্ষণের মধ্য দিয়ে আচরণধারা পরিবর্তনের প্রক্রিয়া।

4. গার্ডেনার মারফি শিখনের সংজ্ঞায় কী বলেছেন?
Ans. গার্ডেনার মারফির মত অনুযায়ী, পরিবেশের প্রয়ােজন মেটানাের তাগিদে আমাদের মধ্যে যেসব আচরণগত পরিবর্তন ঘটে তাই হল শিখন।

5. এইচ. পি. স্মিথ শিখন সম্পর্কে কী বলেছেন?
Ans. এইচ. পি. স্মিথের মত অনুযায়ী, শিখন হল অভিজ্ঞতার ফলশ্রুতি হিসেবে নতুন আচরণ আয়ত্ত করার, অথবা পুরােনাে আচরণকে শক্তিশালী বা দুর্বল করে তােলার প্রক্রিয়া।

6. কিংসলে ও গ্যারির মতে শিখন কী?
Ans. কিংসলে ও গ্যারির মত অনুযায়ী, শিখন হল সেই প্রক্রিয়া যার মাধ্যমে আচরণ সৃষ্টি হয় এবং চর্চা বা প্রশিক্ষণের দ্বারা পরিবর্তিত হয়।

7. ক্রো এবং ক্রো-এর মতে শিখন কী?
Ans. ক্রো এবং ক্রো-এর মত অনুযায়ী, শিখন হল অভ্যাস, মনােভাব গঠন ও জ্ঞান অর্জনের প্রক্রিয়া।

৪. ম্যাকগিয়ক ও ইরােভেন শিখনের যে সংজ্ঞাটি দিয়েছেন, তা উল্লেখ করাে।
Ans. ম্যাকগিয়ক ও ইরােভেন-এর মত অনুযায়ী, শিখন হল অভিজ্ঞতা, অনুশীলন এবং কর্মপ্রক্রিয়ার শর্তাবলির মধ্য দিয়ে আচরণগত পরিবর্তনের প্রক্রিয়া।

9. ট্রেভার্স শিখনের যে সংজ্ঞা দিয়েছেন তা লেখাে।
Ans. ট্রেভার্স-এর মত অনুযায়ী, শিখন হল আচরণ পরিবর্তনে সহায়ক একটি প্রক্রিয়া।

10. “শিখন হল স্থায়ী পরিবর্তন।”—এইরূপ বলার কারণ কী?
Ans. শিখনের ফলে আচরণে যে পরিবর্তন ঘটে, সেই পরিবর্তন স্থায়ী। অন্যান্য কারণের, (যেমন—ক্লান্তি, ড্রাগ-সেবন

 More SAQ⇒ 


শিখন DTQ বা বিশ্লেষণধর্মী / বর্ণনাধর্মী উত্তরভিত্তিক প্রশ্নাবলি

1./শিখনের গুরুত্বপুর্ণ তিনটি স্তরের নাম উল্লেখ করে প্রত্যেকটির সংক্ষিপ্ত বর্ণনা দাও। [8] Ans.

2. শিখনের সংজ্ঞা দাও। শিখনের বৈশিষ্ট্য লেখাে। (2+6) ans.

3. পরিণমন কাকে বলে? পরিণমনের বৈশিষ্ট্যগুলি লেখাে। {2+6} Ans.

4. শিক্ষার সঙ্গে শিখনের সম্পর্ক কী? শিখনের স্বরপ বা প্রকৃতি বিস্তারিতভাবে আলােচনা করাে। (2+6) Ans.

উত্তম স্মৃতির শর্তাবলি উল্লেখ করে। স্মৃতির প্রশিক্ষণ ও শিখনের সহজ উপায় সম্পর্কে লেখাে। (3+5) Ans.

5. শিক্ষামনােবিদ গ্যাগনির মত অনুসারে শিখনের প্রকারভেদ আলােচনা করাে।{8} Ans.

6. বিস্মৃতি বা বিস্মরণ কী? কয়েকজন মনােবিদ প্রদত্ত বিস্মরণের সংজ্ঞা দাও। বিস্মরণের কারণগুলি আলােচনা করাে। (1+2+5) Ans.