শিখন কৌশল SAQ | শিখন কৌশল সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর | উচ্চমাধ্যমিক শিক্ষা বিজ্ঞান SAQ

সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলি

প্রতিটি প্রশ্নের মান [1]

1. সমস্যা সমাধানমূলক পদ্ধতিতে সমস্যা কখন তৈরি হয়?
ANS. সমস্যা সমাধানমূলক পদ্ধতির ক্ষেত্রে নির্দিষ্ট লক্ষ্যপূরণে বাধা পেলে সমস্যা তৈরি হয়।
ব্যক্তি → |বাধা| → লক্ষ্য

2. থর্নর্ভাইকের ফললাভের সূত্রটি বিবৃত করাে।
ANS. থর্নড়াইকের ফললাভের সূত্রে বলা হয়েছে, একটি উদ্দীপক ও তার প্রতিক্রিয়ার মধ্যে সংশােধনযােগ্য সংযােগ স্থাপিত হলে, সেই সংযােগের ফল যদি প্রাণীর কাছে তৃপ্তিকর হয়, তবে সেই সংযােগ দৃঢ় হয়। আর যদি সংযােগস্থাপনের ফলটি প্রাণীর কাছে বিরক্তিকর হয়, তবে সেই সংযােগ শিথিল হয়।

3. অনুবর্তন তত্ত্বের অপানুবর্তন’ কখন ঘটে ?
অথবা, অপানুবর্তন কী?
ANS. প্রাচীন অনুবর্তন প্রতিক্রিয়া স্থাপিত হওয়ার পর শক্তিদায়ী উদ্দীপকের দীর্ঘ অনুপস্থিতি ঘটলে অনুবর্তন প্রতিক্রিয়া বিলুপ্ত হয়। একেই ‘অপানুবর্তন’ বলে।

4. নুবর্তন প্রতিক্রিয়া কাকে বলে ?
ANS. যে প্রক্রিয়ার মাধ্যমে মূল উদ্দীপকের সঙ্গে যুক্ত গৌণ উদ্দীপকগুলি মূল উদ্দীপকের যে স্বাভাবিক প্রতিক্রিয়া তা-ই সৃষ্টি করে, তাকে অনুবর্তন প্রতিক্রিয়া বলে।

5. অনুবর্তনের প্রধান ভাগ দুটির নাম লেখাে।
ANS. অনুবর্তনের প্রধান দুটি ভাগ হল—1) প্রাচীন বা ক্ল্যাসিকাল অনুবর্তন এবং 2) সক্রিয় বা অপারেন্ট অনুবর্তন।

6. প্রাচীন অনুবর্তন বলতে কী বােঝ ?
ANS. যে অনুবর্তন প্রক্রিয়ায় প্রতিক্রিয়াকে তার স্বাভাবিক উদ্দীপকের পরিবর্তে অন্য উদ্দীপকের সঙ্গে যুক্ত করা হয়, তাকে প্রাচীন অনুবর্তন বলে। যেমন—লালক্ষরণের সঙ্গে ঘণ্টাধ্বনির সংযােগ।

7. সক্রিয় বা অপারেন্ট অনুবর্তন বলতে কী বােঝ?
ANS. যে অনুবর্তন প্রক্রিয়ায় প্রতিক্রিয়ার নির্দিষ্ট কোনাে উদ্দীপক নেই, যে-কোনাে উদ্দীপকের সঙ্গে প্রতিক্রিয়ার সংযােগ ঘটানাে যায় এবং যেখানে প্রাণীর সক্রিয়তা অপরিহার্য, তাকে সক্রিয় অনুবর্তন বলে। যেমন—শিক্ষার্থী অঙ্ক সঠিক করে প্রশংসা অর্জন করে।

৪. অনুবর্তিত প্রতিবর্ত ক্রিয়া কাকে বলে?
ANS. কৃত্রিম উদ্দীপকের সাহায্যে সৃষ্ট স্বাভাবিক প্রতিবর্ত প্রতিক্রিয়াকে বলা হয় অনুবর্তিত প্রতিবর্ত ক্রিয়া। যেমন— ঘণ্টাধ্বনির ফলে লালাক্ষরণ।

9. রেসপন্ডেন্ট বা প্রতিক্রিয়ামূলক আচরণ কাকে বলে?
ANS. যে আচরণ নির্দিষ্ট উদ্দীপকের পরিপ্রেক্ষিতে সৃষ্টি হয়, তাকে রেসপন্ডেন্ট বা প্রতিক্রিয়ামূলক আচরণ বলে। যেমন— খাদ্য দেখলে লালাক্ষরণ।

10. অপারেন্ট বা স্বতঃক্রিয়ামূলক আচরণ কাকে বলে?
ANS. অপারেন্ট বা স্বতঃক্রিয়ামূলক আচরণ হল এক বিশেষ ধরনের আচরণ যার কোনাে সুনির্দিষ্ট উদ্দীপক নেই, তাকে যে-কোনাে উদ্দীপকের সঙ্গে যুক্ত করা যায়। যেমন—স্কিনারের বাক্স-পরীক্ষায় পায়রাটির খাঁচা খুলে গম খেতে পারা।

11. R (Respondent)-Type অনুবর্তন বলতে কী বােঝ?
ANS. R-Type অনুবর্তন হল প্রাচীন অনুবর্তন শিখন বা Type-II শিখন।

12. S (Operant)-Type অনুবর্তন বলতে কী বােঝ?
ANS. S-Type অনুবর্তন হল প্রাচীন অনুবর্তন শিখন-বা Type-I শিখন।

13. স্কিনার বাক্স কী?
ANS. সক্রিয় অনুবর্তন প্রতিক্রিয়ার পরীক্ষা করার জন্য স্কিনার একটি যন্ত্র নির্মাণ করেন, যা ‘স্কিনার বাক্স’ বলে পরিচিত। এই বাক্সে একটি ট্রে আছে। সেটি একটি যন্ত্রের সাহায্যে এমনভাবে নিয়ন্ত্রণ করা হয় যাতে একটি লিভারে চাপ দিলেই ট্রের মধ্যে খাদ্য চলে আসে। অল্পসময়ের মধ্যে বহু আচরণ নৈর্ব্যক্তিকভাবে অধ্যয়নের জন্য এটি ব্যবহার করা হয়।

14. অপারেন্ট অনুবর্তন প্রক্রিয়ার দুটি বৈশিষ্ট্য উল্লেখ করাে।
ANS. অপারেন্ট অনুবর্তন প্রক্রিয়ার দুটি বৈশিষ্ট্য হল— 1) অপারেন্ট অনুবর্তন সৃষ্টি হওয়ার আগে প্রাণীর প্রাথমিক