রাষ্ট্রবিজ্ঞান দ্বাদশ শ্রেণী SAQ সাজেশন ২০২০

অতিসংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও: প্রতিটির মান-১
১। ভারতের রাষ্ট্রপতির নির্বাচক সংস্থা কাদেরনিয়ে গঠিত হয়।
উ: ভারতীয় পার্লামেন্টের উভয়কক্ষের নির্বাচিত সদস্য রাজ্য আইনসভার নির্বাচিত সদস্যগণনিয়ে ভারতের রাষ্ট্রপতির নির্বাচকসংস্থাগঠিতহয়।
২। কোন পদ্ধতিতে ভারতের রাষ্ট্রপতিকে পদচ্যুত করা যায়?
উ: ইমপিচমেন্ট” পদ্ধতির সাহায্যে পার্লামেন্টের দুই তৃতীয়াংশ সদস্যের সম্মতিতে ভারতের রাষ্ট্রপতিকে পদচ্যুত করা যায়?
৩। ভারতের নিয়মতান্ত্রিক শাসক কাকে বলা হয়?
উ: রাষ্ট্রপতিকে ভারতের নিয়মতান্ত্রিক শাসক বলা হয়।
৪। ভারতের রাষ্ট্রপতির কার্যকাল কত বছর?
উ: ভারতের রাষ্ট্রপতির কার্যকালের মেয়াদ৫ বছর।
৫। রাষ্ট্রপতির ভেটো ক্ষমতা কাকে বলে?
উ: রাষ্ট্রপতির কোন বিল বাতিল করার ক্ষমতাকে ভেটো ক্ষমতা বলা হয়।
৬। ভারতের উপরাষ্ট্রপতি কোন পদ্ধতিতে নির্বাচিত হন?
উ: একটি নির্বাচন সংস্থা দ্বারা একক হস্তান্তর ভােটের ভিত্তিতে সমানুপাতিক প্রতিনিধিত্বের নিয়মানুসারে নির্বাচিত হন।
৭। প্রজাতান্ত্রিক সরকার কাকে বলে?
উ: যে রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ওই পদ লাভ করেন বরং জনগণের নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে নির্দিষ্ট সময়ের জন্য নির্বাচিত হয়ে থাকেন সেই সরকারকে
প্রজাতান্ত্রিক সরকার বলে অভিহিত করা হয়।
৮। ভারতের রাষ্ট্রপতির বিল বাতিল করার ক্ষমতাকে কী বলে?
উ: ভারতের রাষ্ট্রপতির বিল বাতিল করার ক্ষমতাকে ‘ভেটো ক্ষমতা বলে।
৯। ভারতের রাষ্ট্রপতির হাতে কত ধরনের ‘ভেটো’ প্রয়ােগের ক্ষমতা আছে?
উ: ভারতের রাষ্ট্রপতির হাতে তিন ধরনের ভেটো প্রয়ােগের ক্ষমতা আছে – (ক) চরম ভেটো (খ) স্থগিত ভেটো (গ) পকেট ভেটো।
১০। ভারতের রাষ্ট্রপতি কখন অর্ডিন্যান্স জারি করতে পারেন?
উ: পার্লমেন্টের অধিবেশন বন্ধ থাকাকালীন সময়ে প্রশাসনের জরুরি প্রয়ােজনে রাষ্ট্রপতি অর্ডিন্যান্স জারি করতে পারেন।
১১। ভারতের কেন্দ্রীয় মন্ত্রীসভায় কত শ্রেণির মন্ত্রী থাকেন?
উ: তিন শ্রেণির—ক) ক্যাবিনেট মন্ত্রী, খ) রাষ্ট্রমন্ত্রী, গ) উপমন্ত্রী।
১২। মন্ত্রীসভার যৌথ দ্বায়িত্বশীলতা বলতে কী বােঝায়?
উ: সংসদীয় ব্যবস্থায় মন্ত্রীসভাকে আইনসভার নিম্নকক্ষের কাছে দায়বদ্ধ থাকতে হয়। কোন বিশেষ দপ্তরের মন্ত্রীর বিরুদ্ধে আইন সভার নিম্নকক্ষে অনাস্থা প্রস্তাব পাশ হলে সেই মন্ত্রীসহ সমগ্র মন্ত্রীসভাকে পদত্যাগ করতে হয় একেই মন্ত্রীসভার যৌথ দ্বায়িত্বশীলতা বলা হয়।
১৩। মূখ্যমন্ত্রী কার দ্বারা কিভাবে নিযুক্ত হন?
উ: রাজ্যপাল মূখ্যমন্ত্রীকে নিয়ােগ করলেও সাধারণত রাজ্য বিধানসভার সংখ্যাগরিষ্ঠ বা জোটের নেতা বা নেত্রীকে রাজ্যপাল মূখ্যমন্ত্রী হিসেবে নিয়ােগ করতে বাধ্য থাকেন।
১৪। আজ পর্যন্ত জরুরী অবস্থা কতবার ঘােষণা হয়েছে?
উ: তিনবার।
১৫। ভারতে রাষ্ট্রপতির জরুরী অবস্থা সংক্রান্ত ক্ষমতা কত প্রকার ও কি কি?
উ: তিন প্রকার। জাতীয় জরুরী অবস্থা (৩৫২ ধারা), রাজ্যে শাসনতান্ত্রিক অচলাবস্থা ঘােষনা (৩৫৬ ধারা এবং আর্থিক জরুরী অবস্থা ঘােশনা (৩৬০ ধারা)।
১৬। রাজ্যপালের এমন একটি ক্ষমতার উল্লেখ করাে যা রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলিতে দেখা যায় না।
উ: স্বেচ্ছাধীন ক্ষমতা।
১৭। রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা বলতে কী বােঝ?
উ: রাজ্যপাল তাঁর যেসমস্ত কাজের জন্য মুখ্যমন্ত্রী বা রাজ্যের মন্ত্রীপরিষদের সঙ্গে কোনােরূপ আলােচনা করতে বাধ্য নন তাকে বলে স্বেচ্ছাধীন ক্ষমতা।
১৮। রাজ্যপালের সাধারণত কার্যকালের মেয়াদ কত?
উ: পাঁচ বছর।
১৯। রাজ্যের ক্যাবিনেট তােরণের প্রধানস্তম্ভ কাকে বলা হয়?
উ: মুখ্যমন্ত্রীকে বলা হয়।
২০। রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতার দুটি উদাহরণ দাও।
উ: রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিয়ােগ করা এবং রাজ্য মন্ত্রীসভাকে বরখাস্ত করার ক্ষমতা।
২১। ভারতের প্রধানম্নত্রীর যে কোন একটি কাজ উল্লেখ কর।
উ: লােকসভায় সংখ্যা গরিষ্ঠ বা জোটের নেতা হিসেবে কেন্দ্রিয় মন্ত্রীসভা গঠন করা প্রধানমন্ত্রীর প্রথম ও গুরুত্বপূর্ণ কাজ।
২২। ভারতে ক্যাবিনেটের মধ্যমনি কাকে বলা হয়?
উ: প্রধানমন্ত্রীকে।
২৩। ভারতে ক্যাবিনেটের একটি কাজ লেখাে।
উ: সরকারি নীতি নির্ধারণ করা।
২৪। ভারতে প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয়মন্ত্রীসভা কার কাছে যৌথভাবে দায়িত্বশীল থাকে?
উ: লােকসভার কাছে।
২৫। রাষ্ট্রপতির একটি সামরিক ক্ষমতা লেখাে।
উ: রাষ্ট্রপতি : যুদ্ধ ঘােষণা ও শান্তি স্থাপন করতে পারা।
২৬। রাষ্ট্রপতির পূর্বানুমতি ছাড়া কোন বিল লােকসভায় উত্থাপন করা যায় না?
উ: অর্থবিল।
২৭। রাষ্ট্রপতির একটি বিচার সংক্রান্ত কাজ লেখাে।
উ: রাষ্ট্রপতি ভারতের সুপ্রিমকোর্টের বিচারপতিগণকে নিয়ােগ করেন।
২৮। রাষ্ট্রপতি পদপ্রার্থী হওয়ার জন্য কমপক্ষে কত বছর বয়স হতে হয়?
উ: ৩৫বছর।
২৯। ভারতে পরিকল্পনা কমিশন বর্তমানে কি নামে পরিচিত?
উ: নীতি আয়ােগ।
৩০। ভারতের বর্তমান রাষ্ট্রপতির নাম কি?
উ: রামনাথ কোবিন্দ।

1. একাদশ শ্রেণি বাংলা বিষয়

2. একাদশ শ্রেণি “SAQ” বিষয় ইংরেজি

3. দ্বাদশ শ্রেণী ইংরেজি বিষয়

4. রূপনাৱানেৱ কূলে কবিতার বড় প্রশ্ন এবং উত্তর (উচ্চমাধ্যমিক)

5. রাষ্ট্রবিজ্ঞান দ্বাদশ শ্রেণী

6. দ্বাদশ শ্রেণীর ইতিহাস বিষয়

7. দ্বাদশ শ্রেণী ভূগোল বিষয়

8. দ্বাদশ শ্রেণী ইংরেজি বিষয়

9. কম্পিউটার অ্যাপ্লিকেশন বিষয় দ্বাদশ শ্রেণি

10. একাদশ শ্রেণি বিষয় ইংরেজি

12. উচ্চমাধ্যমিক”শিক্ষা বিজ্ঞান বিষয় এর (SAQ)” অধ্যায়(1) “শিখন(Learning)”

13. উচ্চমাধ্যমিক”শিক্ষা বিজ্ঞান বিশ্বের বড় প্রশ্ন এবং উত্তর” অধ্যায়(1) “শিখন(Learning)”

14. উচ্চমাধ্যমিক শিক্ষা বিজ্ঞান বিষয়

15. CLASS 12 BENGALI MCQ

http://wbanswer.com