ভারতসভা প্রতিষ্ঠার উদ্দেশ্যগুলি লেখো। অথবা- ভারতসভার লক্ষ কী ছিল ?

ভারতসভা প্রতিষ্ঠার উদ্দেশ্যগুলি লেখো।
     অথবা
ভারতসভার লক্ষ কী ছিল ?

উত্তর : ভূমিকা : ১৮৭৬ খ্রিস্টাব্দের ২৬ জুলাই কলকাতায় অনুষ্ঠিত এক সভা থেকে ভারতসভা বা ইন্ডিয়ান আ্যাসোসিয়েশন জন্মলাভ করে। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের প্রতিষ্ঠিত ভারতসভা, যা প্রাক্কংগ্রেস যুগে ভারতীয় জাতীয় আন্দোলকে পরিচালিত করেছিল।
উদ্দেশ্য : কলকাতার আ্যালবার্ট হলে প্রতিষ্ঠিত ইন্ডিয়ান আ্যাসোসিয়েশনের উদ্দেশ্যগুলি ছিল-_
১। প্রথমত : সমগ্র ভারতে শত্তিশালী জনমত জাগ্রত করা।
২। দ্বিতীয়ত : হিন্দু ও মুসলিমদের মধ্যে সম্প্রীতি ও ভাতৃভাব গড়ে তোলা।
৩। তৃতীয়ত : ভারতের বিভিন্ন জাতি ও ধর্মের লোককে রাজনৈতিক স্বার্থে সংঘবদ্ধক্রা।
কার্যাবলি : (১) কৃষকদের জন্য ভারত সভা জমিদারি অত্যাচার, ১৮৫৯-এর রেন্ট আ্যাক্ট ইতিযাদির বিরোধিতা করে। (২) সিভিল সার্ভিসে বসার বয়স ভারতীয়দের জন্য কমিয়ে দেওয়া হলে ভারত সভা প্রতিবাদ জানায়। (৩) ইলবার্ট বিলের বিরুদ্ধে ভারত সভার আন্দোলন ছিল প্রশংসার যোগ্য।
গুরুত্ব : এই সভার গুরুত্বগুলি ছিল–(১) ভারতবর্ষে ব্রিটিশ জনমত গড়ে ওঠে। (২) দেশে জাতীয়তাবাদের বিকাশ ঘটতে থাকে। (৩) একটি সর্বভারতীয় প্রতিষ্ঠানের প্রয়োজনীয়তা অনুভূত হয়।
উপসংহার : ভারতসভা তৎকালীন ব্রিটিশের অন্যায় নিয়মকানুন, আইনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছে। বড়োলাট লর্ড রিপনের প্রতিক্রিয়াশীল আইনের বিরুদ্ধেও ভারত সভা বিপুল জনমত গড়ে তুলতে সক্ষম হয়েছিল।