বীণা দাস সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো।অথবাবীণা দাস কীজন্য বিখ্যাত?

বীণা দাস সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো।
        অথবা
বীণা দাস কীজন্য বিখ্যাত?
উত্তর : ভূমিকা : বাংলার সশস্ত্র বিপ্লবের যুগের অগ্নিকন্যা হলেন বীণা দাস। বীণা দাসের দিদি কল্যাণী দাসও বিপ্লবী আন্দোলনের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন।

জন্ম : ১৯১১ খ্রিস্টাব্দের ২৪ অগাস্ট বাংলার কৃয়ননগরে বীনা দাস জন্মগ্রহণ করেন। বীণা দাসের পিতা বেনীমাধব দাস ছিলেন দেশপ্রেমিক ও আদর্শ শিক্ষক। বীণা
দাসের মায়ের নাম সরলাদেবী।

কার্যকলাপ : বীণা দাসের দিদি কল্যাণী দাস অনার্স গ্র্যাজুয়েট ছিলেন। তিনি সশস্ত্র বিপ্লবী আন্দোলনের পথ বেছে নিয়েছিলেন। কল্যাণী দাস বিপ্লবীদের গোপন লিফলেট নিয়ে যাওয়ার সময় পুলিশের হাতে ধরা পড়েন।

মৃত্যু : ১৯৮৬ খ্রিস্টাব্দে ২৬ ডিসেম্বর হরিদ্বারে তার মৃত্যু হয়।
মূল্যায়ন : বীণা দাসের বিপ্লবী কার্যাবলী ভারতের ইতিহাসে স্মরণীয় হয়ে আছে। ইংরেজদের ত্রাস এই অগ্নিকন্যা নারী আন্দোলনের ইতিহাসে অন্যতম উল্লেখযোগ্য ব্যস্তিত্ব।